DVC | মাইথন, পাঞ্চেত থেকে কিউসেক কিউসেক জল ছাড়ছে DVC! বন্যা পরিস্থিতির সৃষ্টি বঙ্গে

Saturday, July 12 2025, 4:13 pm
highlightKey Highlights

ইতিমধ্যেই মাইথন, পাঞ্চেত থেকে ৪৯ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। ফের বন্যা পরিস্থিতির আশঙ্কা পশ্চিমের জেলাগুলিতে।


ছত্তিসগঢ়, পঞ্জাব, অসমের আকাশে পাক খাচ্ছে তিনখানা ঘূর্ণাবর্ত। বাংলার আকাশে থাকা নিম্নচাপ সরে গিয়েছে ঝাড়খণ্ডে। এদিকে মাইথন, পাঞ্চেত থেকে ৪৯ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। ফলে ফুঁসছে শিলাবতী, কংসাবতী। জল বাড়ছে দারকেশ্বর, রূপনারায়ন নদীতেও। তথ্য অনুযায়ী, রাত সাড়ে দশটার মধ্যে মাইথন, পাঞ্চেত ব্যারাজ থেকে ছাড়া জল এসে পৌঁছাবে দুর্গাপুরে। কলকাতা পার্শ্ববর্তী হুগলি, হাওড়াতেও চাপ বাড়ছে। ভয় বাড়ছে খানাকুল, ঘাটালেও। ইতিমধ্যেই সম্পূর্ণভাবে জলের তলায় ঘাটাল পৌরসভার ১৩টি ওয়ার্ড, এবং ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File