World Athletics Championships: অ্যামুসানের দু’ঘণ্টায় দু’বার বিশ্বরেকর্ড!

Monday, July 25 2022, 11:03 am
highlightKey Highlights

রবিবার হেওয়ার্ড ফিল্ডে সেমিফাইনালে ১২.১২ সেকেন্ড সময় নিয়ে বিশ্ব রেকর্ড ভাঙলেন মহিলা ক্রীড়াবিদ আমুসান।


বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এবং ফাইনালে মাত্র দু’ঘণ্টার ব্যবধানে দু’বার বিশ্বরেকর্ড গড়লেন নাইজিরিয়ার তোবি অ্যামুসান। মহিলাদের ১০০ মিটার হার্ডলসে বিশ্বরেকর্ড গড়লেন নাইজিরিয়ার তিনি।

তিনি ১০০ মিটার হার্ডলসের ফাইনালে অ্যামুসান দৌড় শেষ করেন ১২.০৬ সেকেন্ডে। নিজেরই মাত্র দু’ঘণ্টার পুরনো বিশ্বরেকর্ড ভাঙলেন তিনি। সেমিফাইনালে ১২.১২ সেকেন্ডে দৌড় শেষ করে নতুন বিশ্বরেকর্ড গড়েন অ্যামুসান। ১০০ মিটার হার্ডলসের হিটেও নজির গড়েন আমুসান। শনিবার ১২.৪০ সেকেন্ডে দৌড় শেষ করে আফ্রিকান রেকর্ড গড়েন।

Trending Updates

সেমিফাইনালে অ্যামুসান ভাঙেন আমেরিকার কেন্দ্রা হ্যারিসনের ২০১৬ সালে গড়া বিশ্বরেকর্ড। হ্যারিসনের বিশ্বরেকর্ড ছিল ১২.২০ সেকেন্ড। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে অ্যামুসানের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হ্যারিসন। তিনি দ্বিতীয় স্থানে দৌড় শেষ করেন ১২.২৭ সেকেন্ডে। ফাইনালে তাঁর দৌড়টি অবশ্য বাতিল করে দেওয়া হয়। জ্যামাইকার ব্রিটানি অ্যান্ডারসন ১২.২৩সেকেন্ডে রৌপ্য জিতেছেন, যেখানে পুয়ের্তো রিকোর অলিম্পিক চ্যাম্পিয়ন জেসমিন কামাচো-কুইন ১২.২৩ সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছেন।

নিজের ক্ষমতার উপর বিশ্বাস ছিল। এই প্রতিযোগিতায় বিশ্বরেকর্ড গড়ে ফেলতে পারব, কখনই ভাবিনি। আমি জিততে চেয়েছিলাম। সেরা সময় করতে পেরে ভাল লাগছে। 

Tobi Amusan, Nigerian athlete




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File