পরিবহন

বর্ষায় ডুয়ার্সকে দেখুন অন্যরূপে, জানুন ডুয়ার্সের কোন জায়গাগুলিতে গেলে মন ভরে যাবে

বর্ষায় ডুয়ার্সকে দেখুন অন্যরূপে, জানুন ডুয়ার্সের কোন জায়গাগুলিতে গেলে মন ভরে যাবে
Key Highlights

শিলিগুড়ি শহর থেকে মাত্র ৮ কিমির মধ্যে রয়েছে বেঙ্গল সাফারি পার্ক। সেখানেও ঘুরে আসতে পারেন। বাচ্চারা সঙ্গে থাকলে খুব আনন্দ পাবে।

বর্ষায় যেন ডুয়ার্সের একেবারে অন্য রূপ। নিরিবিলি, নির্জন। সদ্য স্নান করে ওঠা সুন্দরী ডুয়ার্স। তবে বর্ষায় বন্য জীবজন্তুর প্রজননের কারনে জঙ্গল বন্ধ থাকে ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। পর্যটকদের জন্য বন্ধ থাকে ডুয়ার্সের জঙ্গল।

বর্ষায় অন্যভাবে প্রকৃতিকে দেখতে হলে, নির্জনে, নিরিবিলিতে দিন দুয়েক কাটানোর জন্য আপনার ঠিকানা হতেই পারে ডুয়ার্স। বর্ষায় তিন রাত্রি, চারদিনের জন্য মুর্তি-ঝালং, সুলতানিখোলার একটি ট্যুর প্যাকেজ রয়েছে। সেটা একবার দেখে নিতে পারেন।

 লাটাগুড়ি থেকে ঝালং প্রায় ৩৬ কিমি দূরে। আর লাটাগুড়ি থেকে বিন্দুর দূরত্ব প্রায় ৪৭ কিমি। গাড়ি নিয়ে ঘুরে আসতে পারেন ঝালং ও বিন্দু। আবার বেলা শেষে ফিরে এলেন লাটাগুড়িতে। যাওয়ার সময় বর্ষায় স্নান করা চা বাগান, রাস্তার দুপাশে ঘন জঙ্গলের যে রূপ দেখবেন তাতে আপনার মনে দাগ কেটে যাবে বহু দিন।