National Technology Day 2023 | জাতীয় প্রযুক্তি দিবসের দিন কোটি টাকার প্রকল্প ঘোষণা প্রধানমন্ত্রীর!

Thursday, May 11 2023, 10:01 am
highlightKey Highlights

১১ই মে দেশের প্রযুক্তিবিদ, গবেষকদের সম্মান জানাতে পালন করা হয় জাতীয় প্রযুক্তি দিবস। এই দিবসের সঙ্গে যোগ রয়েছে ডঃ এপিজে আব্দুল কালাম-এরও।


বর্তমান যুগে প্রযুক্তি বা টেকনোলোজি ছাড়া মানব জীবন অচল। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের পরিশ্রম কমাতে ও সমাজকে উন্নত করতে বৃদ্ধি পাচ্ছে প্রযুক্তিগত মান। দৈনন্দিন জীবনে প্রযুক্তি যেন হয়ে উঠেছে আমাদের একটি অঙ্গের মতো। দিনের বেশিরভাগ সময়ে নানান প্রযুক্তির সাহায্য নিলেও, অনেকেই জানেনা না আজকের বিশেষ দিন সম্পর্কে। আজ অর্থাৎ ১১ই মে জাতীয় প্রযুক্তি দিবস (National Technology Day 2023)। এই বিশেষ দিনটিতে দেশের প্রযুক্তিবিদ, গবেষক এবং ইঞ্জিনিয়ারদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়ে থাকে, যাদের অবদান ছাড়া সমাজে আমরা হয়তো থাকতাম অনেক পিছিয়ে।

১১ই মে জাতীয় প্রযুক্তি দিবস
১১ই মে জাতীয় প্রযুক্তি দিবস

দেশের ২৫তম প্রযুক্তি দিবস উপলক্ষে এদিন একটি বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) এবং কেন্দ্রীয় মন্ত্রী ড: জিতেন্দ্র সিং (Dr. Jitendra Singh)। জানা গিয়েছে, ১১ই মে থেকে ১৪ই মে পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।

Trending Updates
২৫তম প্রযুক্তি দিবস উপলক্ষে নানান প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর
২৫তম প্রযুক্তি দিবস উপলক্ষে নানান প্রকল্পের ঘোষণা প্রধানমন্ত্রীর

এদিন দেশের রাজধানীতে ৫৮০০ কোটি টাকারও বেশি মূল্যের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সম্পর্কিত একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে, লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল-ওয়েভ অবজারভেটরি-ইন্ডিয়া (LIGO-India), হিঙ্গোলি; হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল (Hingoli; Homi Bhabha Cancer Hospital) এবং গবেষণা কেন্দ্র (Research Center), ওড়িশা এবং টাটা মেমোরিয়াল হাসপাতালের প্ল্যাটিনাম জুবিলি ব্লক (Odisha and Platinum Jubilee Block of Tata Memorial Hospital)

৫৮০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের প্রধানমন্ত্রীর
৫৮০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের প্রধানমন্ত্রীর

জাতীয় প্রযুক্তি দিবসের ইতিহাস | History of National Technology Day :

জাতীয় প্রযুক্তি দিবসের সূচনা হয় ১৯৯৮ সালে। তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee) ভারতীয় বিজ্ঞানী, প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদের সম্মান জানাতে এবং পোখরান পারমাণবিক পরীক্ষার স্মরণে জাতীয় প্রযুক্তি দিবস উদযাপন শুরু করার প্রস্তাব দেন। এরপর ১৯৯৯ সালে প্রযুক্তি উন্নয়ন কাউন্সিল (Technology Development Council) প্রযুক্তিবিদদের সম্মান জানাতে প্রতিবছর ১১ই মে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা শুরু করে।

পোখরান পরীক্ষার সাফল্যে জাতীয় প্রযুক্তি দিবস পালনের সূচনা
পোখরান পরীক্ষার সাফল্যে জাতীয় প্রযুক্তি দিবস পালনের সূচনা

জাতীয় প্রযুক্তি দিবসের তাৎপর্য | Significance of National Technology Day :

 ভারতের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সম্প্রদায়কে এবং ভারতের প্রযুক্তির সাফল্যকে সম্মান জানাতে পালন করা হয় জাতীয় প্রযুক্তি দিবস। এছাড়াও এইদিনের সঙ্গে দেশের পারমাণবিক শক্তি (Nuclear Power) ঘনিষ্ঠভাবে জড়িত। ১৯৯৮ সালে ভারতীয় সেনাবাহিনী দ্বারা পারমাণবিক পরীক্ষা (Nuclear Testing) করে সাফল্য লাভ করে ভারত প্রযুক্তি, যা পরিচিত পোখরান পরীক্ষা (Pokhran test) নামে। এই তাৎপর্যপূর্ণ পরীক্ষাটির নেতৃত্বে ছিলেন ভারতের অন্যতম সম্মানিত রাষ্ট্রপতি তথা 'ভারতের মিসাইল ম্যান' (Missile Man of India) ডঃ এপিজে আব্দুল কালাম (Dr. APJ Abdul Kalam)। এই পরীক্ষা সাফল্য লাভ করার পর থেকেই এপিজে আব্দুল কালামের অক্লান্ত পরিশ্রমকে সম্মান জানাতে ও পোখরান পরীক্ষার সাফল্যতার বার্ষিকীর স্মরণে প্রতি বছর ১১ই মে পালন করা হয় জাতীয় প্রযুক্তি দিবস।

ডঃ এপিজে আব্দুল কালামের অক্লান্ত পরিশ্রমকে সম্মান জানাতে পালন করা হয় জাতীয় প্রযুক্তি দিবস
ডঃ এপিজে আব্দুল কালামের অক্লান্ত পরিশ্রমকে সম্মান জানাতে পালন করা হয় জাতীয় প্রযুক্তি দিবস

জাতীয় প্রযুক্তি দিবসের থিম | National Technology Day Theme :

জাতীয় প্রযুক্তি দিবসের দিন বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন দিক অন্বেষণ করার জন্য প্রতি বছর একটি নতুন থিম উন্মোচন করা হয়। গত বছর অর্থাৎ ২০২২ সালের জাতীয় প্রযুক্তি দিবসের থিম ছিল, 'টেকসই ভবিষ্যতের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিতে সমন্বিত দৃষ্টিভঙ্গি' (An Integrated Approach to Science and Technology for a Sustainable Future)।

 এই বছরের থিম, 'স্কুল টু স্টার্টআপস- ইগনাইটিং ইয়াং মাইন্ডস টু ইনোভেট' (School to Startups- Igniting Young Minds to Innovate)।

বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন দিক অন্বেষণ করার জন্য প্রতি বছর একটি নতুন থিম উন্মোচন করা হয় <br>
বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন দিক অন্বেষণ করার জন্য প্রতি বছর একটি নতুন থিম উন্মোচন করা হয় <br>

এই দিন দেশের বিজ্ঞান ও প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য সরকারের তরফ থেকে বহু অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। এছাড়াও স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের জ্ঞান ও প্রতিভাকে উৎসাহিত করতেও নানান ইভেন্ট সংগঠিত করা হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File