Priyojit Ghosh | জিমে হার্ট অ্যাটাক! অকালে প্রাণ হারালেন বাংলার উদীয়মান তরুণ ক্রিকেটার

Saturday, August 2 2025, 5:04 pm
highlightKey Highlights

অকালে প্রাণ হারালেন বাংলার ২২ বছর বয়সি তরুণ ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষ। জিমে গিয়ে তাঁর হার্ট অ্যাটাক হয়।


ক্রিকেটারের মর্মান্তিক মৃত্যু। জিম করতে গিয়ে মৃত্যু হলো বাংলার ২২ বছর বয়সি তরুণ ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষের। বীরভূমের বোলপুরের বাসিন্দা ছিলেন প্রিয়জিৎ। এলাকার একটি জিমে নিয়মিত যেতেন তিনি। শুক্রবার জিম করতে করতেই অস্বাভাবিক ভাবে ঘামতে থাকেন প্রিয়জিৎ। কেউ কিছু বোঝার আগেই হার্ট অ্যাটাক হয় তাঁর। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইন্টার ডিসট্রিক্ট ম্যাচে সর্বোচ্চ রান প্রাপক হয়েছিলেন প্রিয়জিৎ। স্বপ্ন ছিল বাংলার হয়ে রঞ্জি খেলার। শোকের ছায়া বাংলার ক্রীড়ামহলে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File