DA Case | 'প্রয়োজনে রোজ ডিএ মামলার শুনানি হবে', রাজ্যের আবদেন ফিরিয়ে সাফ জানালো সুপ্রিম কোর্ট!
Monday, August 4 2025, 7:23 am
Key Highlightsবিচারপতি সঞ্জয় করোল বলেন, ‘আগামিকালই (মঙ্গলবার) বিস্তারিত শুনানি হবে।’ প্রয়োজন হলে রোজ এই মামলার শুনানি হবে বলেও জানায় সুপ্রিম কোর্ট।
ফের হল না ডিএ মামলার শুনানি। আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকারের তরফে আইনজীবী জানান, সুপ্রিম কোর্টের ২৫ শতাংশ ডিএ দেওয়ার যে পূর্ববর্তী নির্দেশ দিয়েছিলো তা কীভাবে কার্যকর করা হবে তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছে রাজ্য সরকার। এর জন্য দু’মাস সময় চান। সেইসঙ্গে রাজ্য আগামী সোমবার শুনানির আবেদন জানায়। তবে সেই আর্জি খারিজ করে বিচারপতি সঞ্জয় করোল বলেন, ‘আগামিকালই (মঙ্গলবার) বিস্তারিত শুনানি হবে।’ প্রয়োজন হলে রোজ এই মামলার শুনানি হবে বলেও জানায় সুপ্রিম কোর্ট।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ডিএ
- সুপ্রিম কোর্ট
- শীর্ষ আদালত

