Kolkata Metro | মেট্রো ঘুরবে শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকেই, চালু কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে বিশেষ বাসও!

Monday, August 4 2025, 4:43 am
highlightKey Highlights

এবার মেট্রো সূত্রে খবর, শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকেই মেট্রো ঘোরানোর তোড়জোড় শুরু হয়েছে।


কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা দেওয়ার পর থেকে বন্ধ ওই স্টেশনের পরিষেবা। এদিকে সংস্কারের কাজও শুরু করা যাচ্ছে না, কারণ শহিদ ক্ষুদিরামে বাণিজ্যিক পরিষেবা শেষ হওয়ার পরে খালি রেক নিয়ে কবি সুভাষ থেকে মেট্রো ঘোরাতে হচ্ছে। তবে এবার মেট্রো সূত্রে খবর, শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকেই মেট্রো ঘোরানোর তোড়জোড় শুরু হয়েছে। অস্থায়ীভাবে মেট্রো রেকের কারশেড সরিয়ে নিয়ে আসা হবে টালিগঞ্জ স্টেশনে। উল্লেখ্য, কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত শাটল বাস পরিষেবা চালু করছে রাজ্য সরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File