Trump Tariff | ২৪ ঘন্টার মধ্যে ভারতের ওপর 'উল্লেখযোগ্য'ভাবে শুল্ক বৃদ্ধির হুঁশিয়ারি ট্রাম্পের!
Tuesday, August 5 2025, 2:08 pm
Key Highlightsআগামী ২৪ ঘন্টার এরর ভারতের উপর 'উল্লেখযোগ্য'ভাবে শুল্ক বৃদ্ধি করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র।
আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারতের উপর 'উল্লেখযোগ্য'ভাবে শুল্ক বৃদ্ধি করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক সংবাদমাধ্যমকে ট্রাম্প বলেন, ‘ভারত ভাল বাণিজ্য অংশীদার নয়। তারা আমাদের সাথে অনেক ব্যবসা করে, কিন্তু আমরা তাদের সাথে ব্যবসা করি না। তাই আমরা ২৫ শতাংশে মীমাংসা করেছি। তবে আমার মনে হয় আমি আগামী ২৪ ঘন্টার মধ্যে এই হারটি যথেষ্ট পরিমাণে বাড়াতে যাচ্ছি। তারা রাশিয়ার তেল কিনে যুদ্ধে উৎসাহ দিচ্ছে। যদি তারা তা করতে যায়, তবে আমি খুশি হব না।’
- Related topics -
- আন্তর্জাতিক
- ব্যবসা বাণিজ্য
- ট্রাম্প
- ডোনাল্ড ট্রাম্প
- ভারত
- দেশ
- শুল্ক
- মার্কিন যুক্তরাষ্ট্র
- মার্কিন প্রেসিডেন্ট

