দেশ

‘ভারতকে একসময় মহাকাশ প্রযুক্তি দিতে চায়নি কোনও দেশ’, ISRO বন্দনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

‘ভারতকে একসময় মহাকাশ প্রযুক্তি দিতে চায়নি কোনও দেশ’, ISRO বন্দনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Key Highlights

গত সপ্তাহে শনিবার ‘ওয়ানওয়েব ইন্ডিয়া-১’ নামে পরিচিত LVM3 M2 রকেটে করে প্রায় ৩৬টি উপগ্রহ উৎক্ষেপণ করে ইসরো।

গত সপ্তাহেই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ব্রিটেনের ৩৬টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দেয় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের একটি রকেট। আর আজ ‘মন কি বাত’-এর ৯৪তম সংস্করণে মোদীর গলায় ইসরোর বন্দনা শোনা গেল। মোদী আজ বলেন, ‘আমি সেই সময়ের কথা মনে করিয়ে দিতে চাই যখন ভারতকে ক্রায়োজেনিক রকেট প্রযুক্তি দিতে চায়নি অন্য দেশগুলি। এর পরে ভারতীয় বিজ্ঞানীরা কেবল মহাকাশ প্রযুক্তি তৈরি করেননি, ইসরো কয়েক ডজন স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে।’ 

মোদী এদিন বলেন, ‘ভারত সৌরশক্তি ক্ষেত্রের পাশাপাশি মহাকাশ ক্ষেত্রেও অভাবনীয় কাজ করে চলেছে। যেদিন থেকে এদেশের মহাকাশ ক্ষেত্র তরুণদের জন্য খুলে দেওয়া সম্ভব হয়েছে, সেদিন থেকে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। ভারত মহাকাশে একসঙ্গে ৩৬টি কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে। দিওয়ালিতে দেশকে এই উপহার দিয়েছে তরুণরা। এর ফলে কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, অর্থাৎ দেশের সব জায়গায় ডিজিটাল সংযোগ আরও শক্তিশালী হল। গোটা বিশ্বই ভারতের এই সাফল্য দেখে অভিভূত।’

উল্লেখ্য, গত সপ্তাহে শনিবার ‘ওয়ানওয়েব ইন্ডিয়া-১’ নামে পরিচিত LVM3 M2 রকেটে করে ৩৬টি উপগ্রহ উৎক্ষেপণ করে ইসরো। লন্ডনের ওয়ানওয়েব একটি বেসরকারি স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি। এই সংস্থায় সিংহভাগ বিনিয়োগ রয়েছে ইন্ডিয়া ভারতী গ্লোবালের। ২৪ ঘণ্টার কাউন্টডাউন শেষে শনিবার রাত ১২টা ৭ মিনিট নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে আকাশে উড়ে যায় রকেটটি। ৪৩.৫ মিটার লম্বা এবং ৬৪৪ টন ওজনের এই LVM3 M2 রকেট। এই উপগ্রহগুলির সম্মিলিত ওজন ৫ হাজার ৭৯৬ কেজি অথবা ৫.৭ টন। এই রকেটটি ৪ হাজার কেজি পর্যন্ত ভার বহন করতে পারে।



Uttarakhand | ১৫টি জায়গার নাম বদল করলো উত্তরাখণ্ড সরকার! তালিকায় রয়েছে হরিদ্বার, দেরাদুন, নৈনিতালের মতো জায়গা!
MI vs KKR | ঘরের মাঠে দুর্দান্ত কামব্যাক! চলতি আইপিএলে প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স! ২ উইকেটে পরাজিত নাইটরা!
Magrahat Station | মগরাহাট স্টেশনে অগ্নিকান্ড! বন্ধ রইলো ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল!
Himachal Pradesh Landslide | গাছ পড়ে ভূমিধস! হিমাচলের কুলুতে মৃত ৬, আহত আরও ৫
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo