Operation Akhal | চলছে ‘অপারেশন আখাল’, তিনদিনের মাথায় নিকেশ ২ জঙ্গি, আহত ১ জওয়ান

Sunday, August 3 2025, 6:08 am
highlightKey Highlights

এবার ‘অপারেশন আখাল’-এ নিকেশ করা হল দুই জঙ্গিকে। তিনদিন ধরে চলা এই অভিযানে এক জওয়ান আহত হয়েছেন।


জম্মু-কাশ্মীর উপত্যকায় চলছে জঙ্গি দমন অভিযান ‘অপারেশন আখাল’। গতকাল সারা রাত ধরে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার জঙ্গলে সেনা এবং সন্ত্রাসবাদীদের গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। আজ রবিবারও কুলগামের অখাল জঙ্গল সম্পূর্ণ ঘিরে জঙ্গিদের খোঁজে চিরুণি তল্লাশি চালাচ্ছে পুলিশ, সেনা ও সিআরপিএফ। ইতিমধ্যেই ২ জঙ্গি নিকেশ হয়েছে। তিনদিন ধরে চলা এই অভিযানে মোট নিহত জঙ্গির সংখ্যা ৫। এরা সকলেই দ্য রেজিস্টেন্স ফ্রন্টের সদস্য। এই ফ্রন্টই পহেলগাঁও হামলার নেপথ্যে ছিল। এই অভিযানে এক জওয়ান আহত হয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File