খেলাধুলা

IPL 2023 | প্লে-অফের খেলায় এগোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি মুম্বই-লখনউ!

IPL 2023 | প্লে-অফের খেলায় এগোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মুখোমুখি মুম্বই-লখনউ!
Key Highlights

আজকের ম্যাচ জিততে পারলেই আইপিএল পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে যাবে মুম্বই। দ্বিতীয় স্থানে ওঠার সুযোগ রয়েছে লখনউ সুপার জায়ান্টসদেরও।

আজ অর্থাৎ ১৬ই মে মঙ্গলবার সন্ধে ৭.৩০ টায় মুখোমুখি হতে চলেছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Supergiants) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians )। জায়ান্টসদের ঘরের মাঠ লখনউ-এর একানা স্পোর্টস সিটিতে ( Ekana Sports City, Lucknow) এদিনের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই। কারণ এই ম্যাচ জিততে পারলেই প্লে-অফের (Play-Off) খেলায় অনেকটা এগিয়ে যেতে পারবে দল।

বর্তমানে,  চলতি আইপিএল অর্থাৎ আইপিএল ২০২৩ (IPL 2023)-এ ১২টি ম্যাচে খেলেছে মুম্বই। যার মধ্যে ৭ ম্যাচ জিতেছে দল এবং হার মানতে হয়েছে ৫টিতে । চলতি আইপিএলে ১৪ পয়েন্ট রয়েছে মুম্বইয়ের ঝুলিতে। অন্যদিকে, এখনও পর্যন্ত ১২ টি ম্যাচের মধ্যে ১৩ পয়েন্ট ঝুলিতে পুরেছে লখনউ সুপারজায়ান্টস। এই ১২ টি ম্যাচের মধ্যে ৬টিতে জয় ও ৫টিতে পরাজিত হতে হয় সুপারজায়ান্টসদের। একটি ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়ে গিয়েছে।

এদিনের লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ জিততে পারলে ১৬ পয়েন্ট পেয়ে আইপিএল পয়েন্ট তালিকার (IPL Point Table) দ্বিতীয় স্থানে উঠে আসবে মুম্বই। তবে মুম্বই ইন্ডিয়ান্সের মূল সমস্যা বোলিং। চলতি আইপিএলে বিপক্ষ দল মুম্বইয়ের বিরুদ্ধে বেশ কয়েকটা ম্যাচে রান তুলেছে ২০০–রও বেশি। তারওপর সুপারজয়েন্টসের দলে রয়েছেন কুইন্টন ডিকক (Quinton de Kock), কাইল মেয়ার্স (Kyle Meyers), মার্কাস স্টয়নিস (Marcus Stoinis), নিকোলাস পুরান (Nicholas Pooran), আয়ুশ বাদোনির (Ayush Badoni) মতো ব্যাটাররা। এছাড়াও এদিনের ম্যাচ জিততে গেলে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মুম্বইকে। কারণ পরপর ঘরের মাঠে দুটি ম্যাচ জিতে এবার বাইরের মাঠে খেলতে হবে তাদের।

অন্যদিকে, ম্যাচ নিয়ে বেশ কিছুটা চিন্তায় রয়েছে লখনউও। কারণ ঘরের মাঠে ৫ ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছে দল। পাশাপাশি দলের ব্যাটাররা খুব একটা ভালো ফর্মে নেই। ফলে প্লে-অফের ম্যাচে এগিয়ে যেতে এদিনের লড়াইয়ের জন্য দুই দলই রয়েছে চিন্তায়। তবে ম্যাচের আগে অনুশীলনে কিন্তু সেই লড়াইয়ের লেশমাত্র দেখা গেল না। ম্যাচের আগে পল্টনদের ব্যাটিং কোচ কায়রন পোলার্ডকে (Kieron Pollard) জড়িয়ে ধরে তাঁর সঙ্গে খোশমেজাজে গল্প করতে দেখা গেল ক্রুণালকে। অনুশীলনেই আড্ডায় মাতলেন ভারতীয় দলের দুই প্রাক্তন সতীর্থ রোহিত শর্মা (Rohit Sharma) ও গৌতম গম্ভীর (Gautam Gambhir)।

উল্লেখ্য, আইপিএল ২০২৩ এর পয়েন্ট তালিকা অনুযায়ী বর্তমানে, প্রথম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স (Gujarat Titans), দ্বিতীয়তে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), তৃতীয়তে মুম্বই ইন্ডিয়ান্স (MI),চতুর্থতে লখনউ সুপার জায়েন্টস (Lucknow Supergiants), পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB), রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও কলকাতা নাইট রাইডার্স (KKR)। অষ্টম স্থানে রয়েছে পঞ্জাব কিংস (Punjab Kings)। নবমে সানরাইজার হায়েদেরাবাদ (Sunrisers Hyderabad) ও দশম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।


Medicine Price | আগামীকাল থেকে দেশ জুড়ে বাড়ছে অত্যাবশ্যকীয় বেশ কিছু ওষুধের দাম!
Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Immigration and Foreigners Bill | ‘দেশটা কোনও ধর্মশালা নয়’! লোকসভায় পাশ হলো ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’!
Guillain Barre Syndrome | আতঙ্কের নয়া নাম গুলেন ব্যারি সিনড্রোম! কীভাবে হচ্ছে এই বিরল স্নায়ু রোগ? কারাই বা আক্রান্ত হচ্ছেন বেশি?
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla
ক্রিকেট খেলার খুঁটিনাটি, ইতিহাস, নিয়ম কানুন | Everything about Cricket, game rules, history, details in Bengali [ With PDF Download]
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo