LPG Price | লোকসভা ভোটের আগেই বড় ঘোষণা! রান্নার গ্যাসে কমবে ২০০ টাকা! বাড়বে উজ্জ্বলা যোজনার ভর্তুকিও!
লোকসভা নির্বাচনের আগে রান্নার গ্যাসে ২০০ টাকা করে কমানোর সিদ্ধান্ত মোদি সরকারের। বাড়ানো হবে উজ্জ্বলা যোজনার ভর্তুকিও। ২০০ টাকা থেকে ৪০০ টাকা বাড়ানো হলো ভর্তুকির পরিমাণ।
২০২৪ লোকসভা নির্বাচনের (2024 Lok Sabha Elections) আগেই আম জনতার জন্য বড় সিদ্ধান্ত নিলো মোদি সরকার। একধাক্কায় ২০০ টাকা করে কমতে চলেছে রান্নার গ্যাসের দাম (LPG Price)। আজ অর্থাৎ মঙ্গলবার, রাখি উৎসবের আগের দিন থেকেই সিলিন্ডারে ভর্তুকি লাগু হচ্ছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Union Minister Anurag Thakur)। এই ঘোষণার পর বেশ স্বস্তি মুদ্রাস্ফীতিতে চাপে থাকা সাধারণ মানুষ। তবে রাজনৈতিক মহলের দাবি, লোকসভা ভোটের আগে মাস্টারস্ট্রোক দিতেই এই সিদ্ধান্ত কেন্দ্র সরকারের।
মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এলপিজি গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় দেড়বছর পর গ্যাস সিলিন্ডারের দাম কমতে চলেছে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে গোটা দেশ জুড়েই গ্যাস সিলিন্ডারের দাম চড়া। যার ফলে ২০০ টাকা করে মূল্য কমালে বেশ স্বস্তি পাবেন প্রায় ৩১ কোটি গ্রাহক। কলকাতায় (Kolkata) বর্তমানে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম ১১২৯ টাকা। কেন্দ্রের নতুন ঘোষণার ফলে কলকাতায় গ্যাসের দাম হতে চলেছে ৯২৯ টাকা। যদিও এই দাম দেশের চার মেট্রো শহরের মধ্যে সবচেয়ে বেশি। অন্যদিকে শহরে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে ১৮২০.৫০ টাকা।
উল্লেখ্য, করোনাকালীন (Coronavirus) লকডাউন শুরুর পর থেকেই হু হু করে বেড়ে ছিল রান্নার গ্যাসের দাম। পাল্লা দিয়ে কমেছে ভরতুকির পরিমাণ। পরিস্থিতি এমনই পর্যায়ে চলে যায় যে রান্নার গ্যাস কিনতে গেলে রীতিমতো কালঘাম ছুটছে মধ্যবিত্তের। কেবল রান্নার গ্যাসই নয়, অগ্নিমূল্য পেট্রল-ডিজেলের দামও। ফলে বাড়তে থাকা গ্যাস সিলিন্ডারের দাম যেভাবে সাধারণ মানুষের পকেটে টান ফেলছে তা ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন (Assembly Election) এবং লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) আগে কেন্দ্রের মাথাব্যাথার কারণ হতে পারতো, যার ফলে ভোটের আগে আম জনতার এবং দলের ওপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে।
যদিও এদিন এলপিজি গ্যাসের দাম কমিয়ে অনুরাগ ঠাকুর বলেন, এই সিদ্ধান্তের সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই। দেশের ৩৩ কোটি ব্যবহারকারীকে সুবিধা দেওয়ার লক্ষ্যেই এই ছাড় দেওয়া হয়েছে। তবে এই কথা মানতে নারাজ রাজনৈতিক মহলের অনেকেই। কারণ শিয়রে লোকসভা ভোট, তার আগে এই সিদ্ধান্ত মোদি সরকারের 'মাস্টারস্ট্রোক' বলেই মনে করেছেন অনেকে।
কেবল এলপিজি সিলিন্ডারের দামই নয়, উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) আওতায় আরও ২০০ টাকা ভর্তুকি দেওয়া হবে বলেও জানিয়েছে কেন্দ্র সরকার। অর্থাৎ উজ্বলা যোজনার আওতায় ভর্তুকির পরিমাণ বেড়ে হচ্ছে ৪০০ টাকা। এই যোজনায় আরও ৭৫ লাখ কানেকশনে দিয়েছে সরকার। বর্তমানে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে কোনও উজ্জ্বলা যোজনার আওতায় থাকা মহিলা ২০০ টাকা করে ভর্তুকি পান। ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ভর্তুকির পরিমাণ জমা করা হয়। অর্থাৎ উজ্জ্বলা যোজনার আওতায় থাকা কোনও মহিলা গ্যাস বুকিংয়ের সময় ১১২৯ টাকা দিয়ে গ্যাস বুকিং করলেও পরবর্তীতে তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্টে ২০০ টাকা ভর্তুকি হিসেবে ফেরত দেওয়া হয়। ওই ভর্তুকির পরিমাণই এবার বাড়ানো হলো। ২০০ টাকা থেকে বৃদ্ধি করে ৪০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।
প্রসঙ্গত, বর্তমানে দেশের প্রায় ৯.৬০ কোটি মানুষ উজ্জ্বলা যোজনার আওতায় রয়েছে। এই যোজনার আওতায় সুবিধাভোগীরা বছরে ১২ টি গ্যাস সিলিন্ডারে ভর্তুকি পান। প্রতি পরিবারের একজন মহিলা এই যোজনার আওতায় আসেন। মূলত, দরিদ্র শ্রেণির উপর থেকে মুদ্রাস্ফীতির বোঝা কমাতেই এই ভর্তুকি চালু করেছিল কেন্দ্র সরকার (Central Government)। এর আগে মার্চ মাসেও উজ্বলা যোজনার আওতায় থাকা গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা বাড়তি ভরতুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। গত ১লা মার্চের হিসাব অনুযায়ী দেশে উজ্বলা যোজনার আওতায় ৫.৯৬ কোটি গ্রাহক ছিলেন। কেন্দ্র এই বাড়তি ভরতুকি দিলে এবং রান্নার গ্যাসের স্যাম কমিয়ে দিলে বিপুল সংখ্যক গ্রাহক উপকৃত হবেন। ফলে স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত ভোটবাক্সেও গেরুয়া শিবিরের জোর বাড়বে বলেই আশা দলের।
- Related topics -
- দেশ
- ব্যবসায়ী
- ভারত
- নরেন্দ্র মোদি
- রাজনৈতিক
- রাজনৈতিক দল
- এলপিজি
- রান্নার গ্যাস
- গ্যাস সিলিন্ডার
- পেট্রল
- লোকসভা নির্বাচন
- বাণিজ্য