Kolkata Fire | সাতসকালে চাঁদনি চকের ট্রান্সফর্মারে আগুন, বড়োসড়ো বিপদ থেকে বাঁচলো এলাকাবাসী
Sunday, November 9 2025, 5:23 am
Key Highlightsরবিবার চাঁদনি চক এলাকায় অবস্থিত CESC অফিসের একটি ট্রান্সফর্মারে আগুন লাগে।
রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ আচমকা চাঁদনি চক এলাকায় অবস্থিত CESC অফিসের একটি ট্রান্সফর্মারে আগুন লাগে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। বেশ কিছুক্ষনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল কর্মীরা জানিয়েছেন, কোথাও পকেট ফায়ার রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও কীভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট জানা যায়নি। উল্লেখ্য, দিনতিনেক আগে লালবাজার চত্বরে একটি গুদামে বিধ্বংসী আগুন লেগে পুড়ে যায় গোটা কারখানা।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- অগ্নিকান্ড
- দমকল

