Makar Sankranti | দেশ জুড়ে নানান জায়গায় নানান নাম নিয়ে পালন হবে মকর সংক্রান্তি! জানুন মকর সংক্রান্তির মাহাত্ম্য এবং কেন পালন করা হয়?

Sunday, January 7 2024, 9:59 am
highlightKey Highlights

মকর সংক্রান্তি ২০২৪ পালন হবে ১৫ই জানুয়ারি। তার আগে জানুন মকর সংক্রান্তি উৎসবের মাহাত্ম্য এবং আমরা কেন মকর সংক্রান্তি উদযাপন করি?


হিন্দু ধর্মে, সূর্যকে নয়টি গ্রহের মধ্যে সবচেয়ে প্রভাবশালী বলে মনে করা হয়। ফলে ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে, মকর সংক্রান্তি উৎসব (Makar Sankranti Festival) প্রতি বছর জানুয়ারিতে উদযাপিত হয় যখন সূর্য দেবতা উত্তরায়ণে থাকেন। জ্যোতিষশাস্ত্র মতে, এই দিনে সূর্য দেব মকর রাশিতে প্রবেশ করেন। পাশাপাশি, মকর সংক্রান্তি থেকে ঋতু পরিবর্তন শুরু হয়। হিন্দু ধর্মে মকর সংক্রান্তি (Makar Sankranti)র বিশেষ মাহাত্ম্য রয়েছে। ২০২৪ সালের প্রথম হিন্দু উৎসবও এটি। ভারতের বিভিন্ন দেশে মকর সংক্রান্তি বিভিন্ন নামে পরিচিত। পশ্চিমবঙ্গে এই দিনটি পৌষ পার্বণ হিসেবে পালিত হয়। এ ছাড়াও গুজরাটে উত্তরায়ণ, উত্তরপ্রদেশে খিচুড়ি, দক্ষিণ ভারতে পোঙ্গাল, পঞ্জাবে লোহড়ি নামে পালিত হয় মকর সংক্রান্তি। জেনে নিন মকর সংক্রান্তি ২০২৪ (Makar Sankranti 2024) কবে, এর শুভ যোগ এবং আমরা কেন মকর সংক্রান্তি উদযাপন করি? (Why do we celebrate Makar Sankranti?)।

আমরা কেন মকর সংক্রান্তি উদযাপন করি? । Why do we celebrate Makar Sankranti?

Trending Updates

মকর সংক্রান্তি (Makar Sankranti) হিন্দুদের একটি প্রধান উৎসব। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করে এবং এই সময় থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয়। হিন্দু শাস্ত্রে সূর্য দেবতার পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। সারা বছরে মোট ১২ সংক্রান্তি হয়। সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে তখন তাকে বলা হয় মকর সংক্রান্তি। এই সংক্রান্তিতে, সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে যাত্রা শুরু করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে উত্তরায়ণকে দেবতাদের দিন এবং দক্ষিণায়নকে দেবতাদের রাত বলা হয়েছে।

কথিত আছে, মকর সংক্রান্তিতে সূর্যদেব ছেলে শনির সঙ্গে দেখা করতে যান। জ্যোতিষশাস্ত্রে শনিদেব হলেন মকর রাশির অধিপতি। সূর্য ও শনিদেবের একে অপরের সঙ্গে শত্রুতা রয়েছে, কিন্তু সূর্যদেব নিজে যখন শনিদেবের সঙ্গে দেখা করতে যান, তখন এই উত্‍সবটি পিতা ও পুত্রের মিলন উত্‍সব হিসাবে পালিত হয়। তাই মকর সংক্রান্তিতে সূর্য দেবের পুজো করে শনি সংক্রান্ত জিনিস দান করলে জন্মকুণ্ডলীতে সূর্য ও শনির কারণে সৃষ্ট দোষ-ত্রুটি দূর হয়।

এছাড়া জ্যোতিষশাস্ত্র অনুসারে, মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করলে, এই দিন থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়। মকর সংক্রান্তির পর দিন বড় হতে থাকে এবং রাত ছোট হতে থাকে। মকর সংক্রান্তির মাধ্যমে দেবতাদের রাত শেষ হয় এবং দিন শুরু হয়। এই তারিখ থেকে সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে চলে যায়। মকর সংক্রান্তির দিনে ভীষ্ম পিতামহ তাঁর জীবন উৎসর্গ করেছিলেন বলে বিশ্বাস করা হয়।

মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। মনে করা হয় মকর সংক্রান্তির দিন মা গঙ্গা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাঁকে অনুসরণ করে কপিল মুনির আশ্রমে পৌঁছন। এ কারণে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নানের গুরুত্ব রয়েছে। এই তিথিতে ভগীরথ তাঁর পূর্বপুরুষদের তর্পণ করেছিলেন। মকর সংক্রান্তিতে সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করে, তখন সমস্ত দেবতা, অসুর এবং মানুষ প্রয়াগের পবিত্র সঙ্গমে স্নান করে।

মকর সংক্রান্তি ২০২৪ । Makar Sankranti 2024 :

পঞ্জিকা অনুযায়ী মকর সংক্রান্তি ২০২৪ (Makar Sankranti 2024) ১৫ ই জানুয়ারিতে পালিত হবে। এ দিন ভোর ২টো ৫৪ মিনিটে ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে সূর্য।

মকর সংক্রান্তির শুভক্ষণ : ১৫ জানুয়ারি, ভোর ২টো ৫৪ মিনিট থেকে শুরু।

মকর সংক্রান্তির পুণ্যকাল : ১৫ জানুয়ারি সকাল ৭টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২১ মিনিট পর্যন্ত।

মকর সংক্রান্তির মহা পুণ্যকাল : ৫ জানুয়ারি সকাল ৭টা ১৫ মিনিট থেকে সকাল ৯টা ০৬ মিনিট পর্যন্ত।

 রবি যোগ : সকাল ৭টা ১৫ মিনিট থেকে সকাল ৮টা ৭ মিনিট পর্যন্ত।

মকর সংক্রান্তির পুজোর নিয়ম :

মকর সংক্রান্তি উৎসব (Makar Sankranti Festival) তিথিতে সকালে তাড়াতাড়ি উঠে কোনও পবিত্র নদীতে স্নান করে নিন। তার পর স্বচ্ছ পোশাক পরে তামার লোটায় জল ভরে তাতে কালো তিল, গুড় ও গঙ্গাজল মিশিয়ে সূর্য মন্ত্রের জপ করে সূর্যকে অর্ঘ্য দিন। এই তিথিতে সূর্যকে অর্ঘ্য দেওয়ার পাশাপাশি শনিকেও জল নিবেদন করুন। এর পর দরিদ্রদের তিল ও খিচুড়ি দান করুন।

উল্লেখ্য, জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মকর সংক্রান্তিতে জলে কালো তিল ও গঙ্গাজল মিশিয়ে স্নান করুন। এর ফলে সূর্য ও শনির আশীর্বাদ পাওয়া যাবে। পাশাপাশি  মকর সংক্রান্তিতে সূর্যকে অর্ঘ্য দেওয়া শুভ বলে মনে করা হয়। তামার লোটায় জল নিয়ে তাতে কালো তিল, লাল চন্দন, লাল ফুল, অক্ষত দিয়ে ওম সূর্যায় নমঃ মন্ত্র জপ করে সূর্যকে অর্ঘ্য দিলেও ভালো হয়। এর ফলে কোষ্ঠীতে উপস্থিত গ্রহ মজবুত হয়।

প্রসঙ্গত, মকর সংক্রান্তি উৎসব উপলক্ষ্যে সারাদেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। পাঞ্জাব, ইউপি, বিহার এবং তামিলনাড়ুতে এই উৎসব থেকেই শুরু হয় নতুন ফসল তোলার কাজ। পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে, মকর সংক্রান্তি লোহরি হিসাবে পালিত হয়। তামিলনাড়ুতে মকর সংক্রান্তি পোঙ্গল হিসেবে পালিত হয়। আসামে মকর সংক্রান্তির প্রথম দিন থেকে ভোগালী বিহু উৎসব পালিত হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File