লাইফস্টাইল

Mahalaya 2023 | মহালয়া 'শুভ' না 'অশুভ'? সোশ্যাল মাধ্যমে তর্কে জড়ানোর আগে জানুন মহালয়ার মাহাত্ম্য! সূর্যগ্রহণেও কি করতে পারবেন তর্পণ?

Mahalaya 2023 | মহালয়া 'শুভ' না 'অশুভ'? সোশ্যাল মাধ্যমে তর্কে জড়ানোর আগে জানুন মহালয়ার মাহাত্ম্য! সূর্যগ্রহণেও কি করতে পারবেন তর্পণ?
Key Highlights

রাত পোহালেই মহালয়া। মহালয়া অমাবস্যা ২০২৩-তে রয়েছে সূর্যগ্রহণও। জানুন মহালয়া 'শুভ' না 'অশুভ'।

রাত পোহানোর অপেক্ষায় সকল বাঙালি। কারণ আগামীকাল মহালয়া! আজ রাতেই অনেকে রেডিও রেডি করে রাখবেন আকাশবাণীতে 'মহিষাসুরমর্দিনী' শোনার জন্য। তবে মহালয়া মানে কেবল আকাশবাণীর  'মহিষাসুরমর্দিনী' নয়। মহালয়া অমাবস্যা (Mahalaya Amavasya)এ সর্বপিতৃ অমাবস্যায় পিতৃকূলকে শ্রদ্ধা জানিয়ে হিন্দু শাস্ত্র মতে পালিত হয় তর্পণ। এদিনের গুরুত্ব সম্পর্কে অনেকেই খুব বেশি অবগত নন। অনেকের কাছেই মহালয়া মানে 'মহিষাসুরমর্দিনী' শোনা এবং বেতার অনুষ্ঠানটি শুরু হতেই সোশ্যাল মাধ্যমে 'শুভ মহালয়া' শুভেচ্ছা জানানো। তবে প্রত্যেক বছরই মহালয়া 'শুভ' না 'অশুভ' এই নিয়ে তর্ক লেগেই থাকে। মহালয়া ২০২৩ (Mahalaya 2023) এর আগেই জেনে নিন কোনটা ঠিক!

'আশ্বিনের শারদপ্রাতে...' বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর রেডিওতে বেজে উঠলেই বাঙালির জীবনে সূচিত হয় মহালয়া। তবে মহালয়া মানেই কেবল বেতার অনুষ্ঠান নয়! মহালয়ার গুরুত্ব বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ। 'মহালয়া' অর্থাৎ মহান যে আলয়, এই কথাটির ব্যাখ্যা নানা ভাবে করা যায়। যেহেতু মহালয়া থেকেই দেবী দূর্গার আবাহন মুহূর্তটি চিহ্নিত হয়ে যায়, তাই অনেকের মতে দেবী স্বয়ং হলেন এই আলয় বা আশ্রয়। ভিন্নমতে, এই মহান আলয় হল পিতৃলোক। যেহেতু এটি পিতৃপক্ষের অবসান চিহ্নিত করে। ঠিক এর পরদিন থেকে দেবীপক্ষের সূচনা। 'পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা'।মহালয়া অমাবস্যা (Mahalaya Amavasya)এ পিতৃকূলকে শ্রদ্ধা জানিয়ে হিন্দু শাস্ত্র মতে পালিত হয় তর্পণ। তবে তর্পণ কখন হবে, তার সময় কাল নির্ভর করে মহালয়া অমাবস্যা (Mahalaya Amavasya)তিথি কখন থেকে পড়ছে, তার ওপর।

শাস্ত্রমতে মণ হয়, পিতৃপক্ষের এক পক্ষকাল পিতৃপুরুষরা মনুষ্যলোকের কাছাকাছি চলে আসে। পুরাণমতে, ব্রহ্মার নির্দেশেই গড়ে ওঠে এই মহামিলনক্ষেত্রটি। এই সময় তাই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে মানুষ। শাস্ত্রমতে, হিন্দুদের অবশ্য পালনীয় যে পঞ্চমহাযজ্ঞের বিধান রয়েছে, তার মধ্যে অন্যতম হল পিতৃযজ্ঞ অর্থাৎ তর্পণাদি। এই তর্পণ কথার অর্থ হল, যাতে অন্যের তৃপ্তি হয় তার উদ্দেশ্যে জলদান। তর্পণ তাই শুধু পিতৃপুরুষের উদ্দেশ্যেই নয়, সর্বভূতের উদ্দেশেই করতে হয়। যেহেতু পিতৃপক্ষে পিতৃলোক ও মনুষ্যলোক কাছাকাছি চলে আসে, তাই ধারণা করা হয়, এই সময়কালে যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ অর্থাৎ জলদান করা হয়, তবে তা তাঁদের কাছে সহজে পৌঁছায়। যার মহাপ্রকাশ পিতৃপক্ষের শেষ দিনটিতে অর্থাৎ মহালয়ায়। এই কারণেই পিতৃপক্ষের অবসানে মানুষ তর্পণে রত হন।

তবে তর্পণ একপ্রকার শ্রাদ্ধ। ফলে অনেকেই দিনটিকে শুভ বলে মানতে নারাজ। অন্যদিকে এদিনই আবার দেবীপক্ষের সূচনা। মায়ের চক্ষুদানও করা হয় এদিন। ফলে অনেকে এই দিনটা শুভ বলে মনে করেন। তাঁদের মতে এদিন মাতৃপক্ষের সূচনা হয় বলে সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে। দেবীর আসার আনন্দে চারদিক ভরে ওঠে। তাই এই দিনটি কখনই অশুভ হতে পারে না। আসলে আমাদের শাস্ত্রে দিনটি শুভ না অশুভ সেটা আলাদা করে উল্লেখ নেই। কিন্তু এই বিশেষ দিনের হাত ধরে যাতে সমস্ত খারাপ কিছু নাশ হয়ে শুভ হয়ে সেটাই সকলে প্রার্থনা করে থাকেন। মহালয়া নিয়ে নানা ব্যাখ্যা, নানা মত রয়েছে। মহালয়া শুভ ও অশুভের দ্বন্দ্ব বা তর্কও ব্যক্তিগত প্রেক্ষিতের উপর নির্ভর করে। তাই 'শুভ মহালয়া' লিখলেও যেমন দোষের নয়, আবার যাঁরা কেবল 'মহালয়া' লেখেন সেটাও ভুল নয়।

প্রসঙ্গত, মহালয়া ২০২৩ (Mahalaya 2023)এর দিনই এবার মহাজাগতিক যোগ! মহালয়া অমাবস্যা ২০২৩ (Mahalaya Amavasya 2023) এ এবার  রয়েছে সূর্য গ্রহণ। ফলে অনেকেরই প্রশ্ন, মহালয়া অমাবস্যা ২০২৩ (Mahalaya Amavasya 2023) তে কি তর্পন করা যাবে? পুরাণের কাহিনিতে আথে, স্বরভানু রাক্ষসের মাথা এবং ধড় দুই ছায়া-রাক্ষস রূপে ঘুরে বেড়ায় মহাজগতে এবং সূর্য গ্রহণ ও চন্দ্র গ্রহণের কারণ এই দুই ছায়া-রাক্ষস। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই রাহু এবং কেতুর অবস্থানের হেরফেরে বদল হয় মানুষের ভাগ্যে। ভাগ্যচক্রের ঠিক সময়ে ঠিক জায়গায় রাহু কেতু না থাকলে হয়ে যেতে পারেন ফকির।

মহালয়া অমাবস্যা ২০২৩ তিথি-দিনক্ষণ:

পঞ্জিকা মতে , এবারে মহালয়া পড়েছে ১৪ই অক্টোবর, বাংলায় ২৬ শে আশ্বিন। অমাবস্যা শুরু ১৩ই অক্টোবর,বাংলায় ২৫সে আশ্বিন রাত্রি ৯:২৮ মিনিটে, শেষ ১৪ই অক্টোবর রাত্রি ১০:৫১ মিনিটে। আবার বাংলা ক্যালেন্ডার অনুসারে এ দিনই কিন্তু রয়েছে পূর্ণ গ্রাস সূর্য গ্রহণ। ১০০ বছরে বিরল এই মহা জাগতিক যোগ।

মহালয়া অমাবস্যা ২০২৩ (Mahalaya Amavasya 2023)তে তর্পন করতে পারবেন কি না তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। তবে আগামীকাল ১৪ই অক্টোবর সূর্য গ্রহণ থাকলেও তা ভারত থেকে দেখা যাবে না। দেখা যাবে আমেরিকা ও অনান্য দেশ থেকে। শাস্ত্র মতে, শুধু মাত্র যে দেশে সূর্য গ্রহণ দেখা যাবে সেখানেই এই শুভ অশুভর প্রশ্ন ওঠে। তাই ভারতে মহালয়ার দিন তর্পণে কোনও রকম বাধা নেই।