2023 Durga Puja | পুজোর বাজারে 'পিকপকেটিং' করতে 'পকেটমার'দের কোড ল্যাঙ্গুয়েজে'র ব্যবহার! এই শব্দ শুনতেই হয়ে যান সতর্ক!
২০২৩ দূর্গা পূজার আগেই শহরে আছে ভিন রাজ্যের 'পকেটমার'। চুরি-ছিনতাইয়ের জন্য তারা ব্যবহার করছে বিশেষ শব্দের। ভিন্ন জাতীয় শব্দ শুনতেই সতর্ক হওয়ার বার্তা লালবাজার কলকাতার। পাশাপাশি রাস্তা আটকে চাঁদা তোলা যাবে না বলে জানালো কলকাতা পুলিশ।
পুজোর আগে কলেজ, অফিস ছুটির পর কিংবা শনি-রবিবার দুপুর বিকেল করে নিউ মার্কেট, হাতিবাগান, ধর্মতলা চত্বরে কেনাকাটা করতে যান শহরের প্রায় সকলেই। পায়ে হেটে ঘুরে, ভিড় ঠেলে, দরদাম করে জিনিস না কিনলে মনে হয়না পুজো এসেছে। তবে এই সময় রাস্তাঘাটে চলাফেরা করার সময় একটু বেশি সতর্ক থাকতে হয়। পুজো এলেই যেমন অন্যান্য রাজ্য, জেলা থেকে বিভিন্ন ব্যবসায়ীরা আসেন শহরে, তেমনই আসে দুষ্কৃতীরা। যার ফলে পুজোর মরশুমে চুরি-ছিনতাইয়ের ঘটনাও বৃদ্ধি পায়। বোঝার আগে পকেট থেকে গায়েব হয়ে যায় মানি পার্স, ফোন। তবে এবার দুষ্কৃতীদের দৌরাত্ম্য রুখতে বিশেষ বার্তা দিলো লালবাজার কলকাতা (Lalbazar Police), কলকাতা পুলিশ (Kolkata Police)।
দূর্গা পূজা ২০২৩ সম্পর্কে আরও পড়ুন : পুজোর সাজে তিলোত্তমার ১৫০ বছরের 'সঙ্গী'! পুজো পরিক্রমা করুন 'পুজো স্পেশ্যাল ট্রাম'-এ চড়ে!
সূত্রের খবর, লালবাজার কলকাতা (Lalbazar Kolkata) সম্প্রতি জানিয়েছে, কলকাতার খ্যাতনামা শপিং মার্কেটে ভিড়ের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। চুরি-ছিনতাইয়ের জন্য বিশেষ শব্দও বা 'কোড ল্যাঙ্গুয়েজ' ব্যবহারও করছে তারা। ফলে কলকাতা পুলিশ (Kolkata Police) এর সতর্কবার্তা, যখনই বিজাতীয় বিশেষ কিছু শব্দ কানে আসবে তখনই হতে হবে বেশি সতর্ক। দেখে নিতে হবে মানি পার্স, ফোন সব জিনিস সঙ্গে রয়েছে কি না।
দূর্গা পূজা ২০২৩ সম্পর্কে আরও পড়ুন :পুজোতে ইস্ট-ওয়েস্ট রুটেও মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রো! চালু হবে কিউআর কোড যুক্ত কাগজের টিকিট!
এই 'কোড ল্যাঙ্গুয়েজে'র উদাহরণ হিসেবে লালবাজার কলকাতা (Lalbazar Kolkata) বলছে, তিনটি ক্যামেরা লেন্সযুক্ত মোবাইলকে একটি গ্যাং বলে ‘তিন আঁখে’। ঘটনা আরও বিশদে বোঝানোর জন্য এক পুলিশকর্তা বলেন, যদি হঠাৎ ভিড়ে কাউকে অন্যজনকে বলতে শোনা যায় 'ইয়ার ছোট্টু দেখ দেখ, উসকা পিচ্ছাল মে কাগজ হ্যায়। তাস লেকর চেরাই কর দে' তাহলেই ততক্ষনাৎ সতর্ক হয়ে যেতে হবে। কারণ এই কথার অর্থ, 'ছোট্টু দেখ, ওই লোকটার পিছনের পকেটে নগদ টাকা আছে। ব্লেড দিয়ে কেটে দে।'
কলকাতা পুলিশ (Kolkata Police) জানিয়েছে, আসলে ২০২৩ দূর্গা পূজা (2023 Durga Puja)র মরশুমে শহরে বানজারা, ইরানি, সাউথ ইন্ডিয়ান, গুজরাত গ্যাং, ঝাড়খণ্ড গ্যাংয়ের মতো ভিন রাজ্য থেকে এসেছে কেটমার, লিফ্টার, কেপমার। পুজোতে ভিড়তে মধ্যে একে অপরের সঙ্গে সহযোগিতা করে ইতিমধ্যেই 'তারা' বানিয়ে ফেলেছে গ্যাং। ছেলে-মেয়ে, কিশোর-কিশোরী,বয়স্ক-বয়সের কোনো সীমা নেই এই গ্যাংএ। ২০২৩ দূর্গা পূজা (2023 Durga Puja)তে এবার এনারাই ব্যবহার করছেন 'কোড ল্যাঙ্গুয়েজ'। তবে গোয়েন্দা বিভাগের ওয়াচ শাখায় দীর্ঘদিন কাজের সুবাদে অনেক লালবাজারের পুলিশ কর্তারাই বুঝে গিয়েছেন এই এসব সাঙ্কেতিক ভাষা। সব মিলিয়ে ওই ভাষা গোয়েন্দাদের অনেকের রপ্ত হয়ে গিয়েছে। সেই সূত্রে পুলিশের সতর্কবার্তা, এসব আপাত-নিরীহ শব্দ বা শব্দবন্ধ কানে এলেই সাধারণ মানুষ যদি সচেতন হয়ে যায়, তাহলে ব্যর্থ হবে দুষ্কৃতীরা।
দূর্গা পুজো ২০২৩ সম্পর্কে আরও পড়ুন : পুজোতে রেল যাত্রীদের জন্য বড় ঘোষণা! দুর্গাপুজোয় শিয়ালদহ ডিভিশনে চলবে মোট ১৮টি স্পেশাল লোকাল ট্রেন!
দূর্গা পূজা ২০২৩ সম্পর্কে আরও পড়ুন : এসি বাসে চড়ে বারোয়ারি থেকে বনেদি বাড়ির প্রতিমা দর্শন! দুর্গাপুজোয় আকর্ষণীয় প্যাকেজ আনলো পর্যটন দফতর!
অন্যদিকে, রাস্তা আটকে সেই চাঁদা নেওয়ার ঘটনাতেও সতর্কতা নিচ্ছে লালবাজার কলকাতা (Lalbazar Kolkata)। পুজো এলেই এ পাড়া ও পাড়া থেকে বাড়ি গিয়ে চাঁদা তোলার রীতি যুগ যুগ ধরে চলে আসছে। কেবল বাড়ি গিয়েই নয়, রাস্তা আটকে চাঁদার নামে জুলুমবাজির ঘটনাও দেখা যায় কলকাতায়। তবে এবার এই ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, জোর করে কারও থেকে চাঁদা নেওয়ার ঘটনা আটকানোর নির্দেশ দেওয়া হয়েছে সব ট্র্যাফিক গার্ডগুলিকে। রাস্তা আটকে গাড়ি থেকে চাঁদা তোলার জন্য যানজট যেন কোনওভাবেই না হয় সেটাও নিশ্চিত করতে বলা হয়েছে। গত কয়েকবছরে দুর্গাপুজোর নামে রাস্তা আটকে চাঁদা তোলার নাম জুলুমবাজির অভিযোগ আসার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- Related topics -
- লাইফস্টাইল
- ক্রাইম
- লালবাজারের সাইবার ক্রাইম শাখা
- শহর কলকাতা
- লালবাজার
- লালবাজার গোয়েন্দাবিভাগ
- কলকাতা পুলিশ
- চুরি
- দুর্গাপুজো
- পুজো ও উৎসব
- দূর্গা পুজো ২০২৩