গরমের অস্বস্তি দূর করতে পরপর দুদিন বৃষ্টি নামবে কলকাতায়, ঝোড়ো হাওয়া বইবে প্রবল বেগে
তাপমাত্রার পারদ ইতিমধ্যেই সকালের দিকে ৩৮ ডিগ্রি ছুঁয়েছে। তাই এই প্রচন্ড গরম থেকে স্বস্তি দিতে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়।
আজ ও আগামিকাল অর্থাৎ সোমবার এই দুই দিনই কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা ৩৮ ডিগ্রির উপরে থাকতে পারে৷ কলকাতায় তাপমাত্রা বৃদ্ধির ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এর ফলে পারদ ৩৮ ডিগ্রির আশেপাশে থাকলেও ৪২ ডিগ্রির মতো অনুভূতি হবে।
মহানগরী কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একনজরে জানুন আবহাওয়া দফতরের পূর্বাভাস
হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে৷ বাকি জেলাগুলিতে হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বিকেল-সন্ধ্যের ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও দিনের বেলা গরমের অস্বস্তি বাড়বে। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৮ ও ২৯ ডিগ্রির কাছাকাছি৷
রবিবার-সোমবার বিকেল বা সন্ধ্যে নাগাদ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে কলকাতায়।
- Related topics -
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- বৃষ্টিপাত
- শহর কলকাতা
- কালবৈশাখী