রাজ্যে আগাম প্রবেশ করছে বর্ষা, উত্তরে বৃষ্টি হলেও এখনও গরমে অস্বস্তিতে দক্ষিণবঙ্গ

Wednesday, June 8 2022, 1:14 pm
highlightKey Highlights

উত্তরবঙ্গে বর্ষার ঢোকার স্বাভাবিক সময় ৭ই জুন। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই সময় ১১ই জুন। তবে এবার সেই সময়ের আগেই উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা।


রাজ্যে অবশেষে প্রবেশ করল বর্ষা। যদিও টানা বর্ষণের জন্য এখনও হাপিত্যেশ করতে হবে দক্ষিণবঙ্গকে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, অস্বস্তি থেকে নিস্তার মিলবে না দক্ষিণবঙ্গবাসীর। আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে সঠিক সময়ের চেয়ে চার দিন আগেই বর্ষা ঢুকে পড়েছে উত্তরবঙ্গে। গত শুক্রবার উত্তরবঙ্গের একাংশে বৃষ্টিপাত হয়েছিল। মালদহ, দুই দিনাজপুর ছাড়াও শিলিগুড়িতে চলেছে বৃষ্টি। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। 

Trending Updates

আবহবিদরা জানাচ্ছেন, উত্তরবঙ্গে বর্ষার ঢোকার স্বাভাবিক সময় ৭ জুন। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই সময় ১১ জুন। তবে উত্তরবঙ্গের একাংশে সময়ের আগে বর্ষা ঢুকে পড়েছে। এর ফলে, দক্ষিণবঙ্গে বর্ষার আগমন কয়েক দিন এগিয়ে আসতে পারে বলে জানিয়েছেন আবহদফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File