গরমের অস্বস্তি দূর করতে পরপর দুদিন বৃষ্টি নামবে কলকাতায়, ঝোড়ো হাওয়া বইবে প্রবল বেগে

Saturday, June 4 2022, 11:35 am
highlightKey Highlights

তাপমাত্রার পারদ ইতিমধ্যেই সকালের দিকে ৩৮ ডিগ্রি ছুঁয়েছে। তাই এই প্রচন্ড গরম থেকে স্বস্তি দিতে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়।


আজ ও আগামিকাল অর্থাৎ সোমবার এই দুই দিনই কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা ৩৮ ডিগ্রির উপরে থাকতে পারে৷ কলকাতায় তাপমাত্রা বৃদ্ধির ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। এর ফলে পারদ ৩৮ ডিগ্রির আশেপাশে থাকলেও ৪২ ডিগ্রির মতো অনুভূতি হবে।

মহানগরী কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একনজরে জানুন আবহাওয়া দফতরের পূর্বাভাস

হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে৷ বাকি জেলাগুলিতে হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বিকেল-সন্ধ্যের ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও দিনের বেলা গরমের অস্বস্তি বাড়বে। আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৮ ও ২৯ ডিগ্রির কাছাকাছি৷

Trending Updates

রবিবার-সোমবার বিকেল বা সন্ধ্যে নাগাদ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে কলকাতায়। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File