Cyclone Dana । ঘূর্ণিঝড় 'দানা' মোকাবিলায় কী কী করবেন? আর কী কী করবেন না? দেখে নিন এক নজরে

Thursday, October 24 2024, 7:50 am
highlightKey Highlights

'দানা'র দাপটে ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে উপকূলবর্তী এলাকায়। প্রবল হাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরী ও পারাদ্বীপের বিস্তীর্ণ এলাকা। প্রভাব পড়ছে শহর কলকাতা সহ বাংলার একাধিক জেলায়। দুই ২৪ পরগনায় ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। জনগণকে সতর্ক করতে জেলায় জেলায় মাইকিং শুরু করেছে প্রশাসন। প্রাকৃতিক দুর্যোগে কীভাবে সুরক্ষিত থাকবেন? বাড়ির লোকদের সুরক্ষিত রাখতে কী কী পদক্ষেপ নেবেন? বিশেষ হেল্পলাইন নম্বরই বা কী? দেখে নিন এক নজরে।


আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'দানা'। প্রতিবেশী রাজ্য ওড়িশায় ল্যান্ডফল হবে সাইক্লোনের। ইতিমধ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে রাজ্যেও। খাস শহর কলকাতায় ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দুই ২৪ পরগনায় ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। কলকাতা পুরনিগমের তরফ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বিশেষ হেল্পলাইন নম্বর চালু করেছে লালবাজার। জনগণকে সতর্ক করতে জেলায় জেলায় মাইকিং শুরু করেছে প্রশাসন। নিচু এলাকার মানুষদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

ঘূর্ণিঝড় আছড়ে পড়লে নিজেকে সুরক্ষিত রাখতে কী করবেন আর কী করবেন না জেনে নিন-

‘দানা' মোকাবিলায় কী কী করবেন :

Trending Updates
  • পর্যাপ্ত পরিমানে শুকনো খাবার (মুড়ি, চিঁড়ে, বিস্কুট ) ঘরে স্টোর করুন।পানীয় জল, ব্যাটারি, টর্চ, প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে রাখুন।
  • উপকূলবর্তী এলাকায় কাঁচা বা মাটির বাড়ি হলে নিরাপদ স্থল বা সরকারি আশ্রয়কেন্দ্রে চলে যান।
  • প্রচন্ড ঝড় উঠলে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করুন। এসি, টিভি, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, গিজার, কম্পিউটারের প্লাগ খুলে রাখুন । মোবাইল ফোনে চার্জ দিয়ে রাখতে ভুলবেন না।
  • বাড়ির বাইরে কাঠের স্তূপ, টিন, ইট ইত্যাদি জিনিসকে ইতস্তত ছড়িয়ে থাকলে সেগুলোকে ঢেকে রাখুন, যাতে ঝড়ে উড়ে গিয়ে দুর্ঘটনা না ঘটে।
  • দরজা, জানলা খুব ভালো করে বন্ধ করবেন। ছাদে বা বারান্দায় ফুলের টব থাকলে অবশ্যই তা ঘরের মধ্যে রাখবেন, নইলে টব উড়ে পরে আঘাত লাগার সম্ভাবনা আছে।
  • গুজবে কান দেবেন না।সংবাদমাধ্যমে সজাগ নজর রাখুন। ঝড়ের সতর্কবার্তা প্রতি মুহূর্তে মন দিয়ে শুনুন এবং সমস্ত নির্দেশ মেনে চলুন।

কী কী করবেন না :

  • ঝড় না থামা পর্যন্ত বাড়ির বাইরে যাবেন না । কোনও বিদ্যুতের তারে হাত দেবেন না।
  • আপৎকালীন পরিস্থিতিতে আচমকা ঝড়-বৃষ্টি হলে গাছের তলায় কোনও ভাবেই আশ্রয় নেবেন না। কোনও পাকা বাড়ি, কংক্রিটের ছাউনি আছে এমন জায়গায় মাথা গোঁজা যেতে পারে।
  • অযথা জল অপচয় করবেন না।

যেকোনও প্রয়োজনে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন।

  • WBSEDCLএর হেল্পলাইন নম্বর: ৮৯০০৭৯৩৫০৩, ৮৯০০৭৯৩৫০৪, টোল ফ্রি নম্বর: ১৯২২, হোয়াটসঅ্যাপ - ৮৪৩৩৭১৯১২১।
  • WBSEDCLএর হেল্পলাইন নম্বর: ৮৯০০৭৯৩৫০৩, ৮৯০০৭৯৩৫০৪, টোল ফ্রি নম্বর: ১৯২২, হোয়াটসঅ্যাপ - ৮৪৩৩৭১৯১২১।
  • CESC এর হেল্পলাইন নম্বর- ০৩৩ ৩৫০১১৯১২, ০৩৩ ৪৪০৩১৯১২, ১৮৬০৫০০১৯১২। হোয়াটস অ্যাপ - ৭৪৩৯০০১৯১২।
  • বিশেষ হেল্পলাইন নম্বর - ৯৮৩১০৭৯৬৬৬, ৯৮৩১০৮৩৭০০।
  • CESC এর হেল্পলাইন নম্বর- ০৩৩ ৩৫০১১৯১২, ০৩৩ ৪৪০৩১৯১২, ১৮৬০৫০০১৯১২। হোয়াটস অ্যাপ - ৭৪৩৯০০১৯১২।
  • বিশেষ হেল্পলাইন নম্বর - ৯৮৩১০৭৯৬৬৬, ৯৮৩১০৮৩৭০০।

ইতিমধ্যেই 'সিভিয়ার সাইক্লোনিক' স্টর্ম বা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘দানা’। আজ ২৪শে অক্টোবর মধ্যরাত থেকে আগামিকাল শুক্রবার সকালের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে ওড়িশা উপকূলে ল্যান্ডফল করবে। ওড়িশার ভিতরকণিকা ও ধামারার কাছে ল্যান্ডফল করার সম্ভাবনা প্রবল। এর প্রভাব থাকবে পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত। ল্যান্ডফলের সময় এর গতিবেগ হতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার। ঘূর্ণিঝড় সতর্কতায় বন্ধ হয়েছে বিভিন্ন প্রান্তের স্কুল , কলেজ। বন্ধ রয়েছে একাধিক লোকাল ট্রেন, বাতিল করা হয়েছে এক্সপ্রেস ট্রেন গুলিও। জেলায় জেলায় জারি করা হয়েছে রেড এলার্ট। প্রশাসনের তরফ থেকে মাইকিং করে জনগণকে সতর্ক করা হচ্ছে। ঝড়ের সময় অযথা বাইরে বেরোবেন না। গুজবে কান দেবেন না। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। ঝড় সম্পর্কিত আপডেট পেতে নজর রাখুন বেঙ্গলBYTE-এ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File