কর্ণাটকে ধর্ষণের অভিযুক্ত মঠ প্রধানের শিষ্যের রহস্যজনক মৃত্যু, উদ্ধার সুইসাইড নোট

Monday, September 5 2022, 12:27 pm
highlightKey Highlights

কর্ণাটকের বেলাগাভি জেলায় নিজের মঠে এক সন্ন্যাসীর মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে।


শ্রী গুরু মাদিবালেশ্বর মঠের প্রধান বাসভ সিদ্দলিঙ্গ স্বামীকে তাঁর বাসভবনে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুলিশ বাসভ সিদ্দলিঙ্গ স্বামীর মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। কর্ণাটক পুলিশ বাসভ সিদ্দলিঙ্গ স্বামীর মৃত্যুর তদন্ত শুরু করেছে।

জামিনের আবেদন নাকচ করা হয়,  কী লেখা রয়েছে উদ্ধার হওয়া সুইসাইড নোটে

শিবমূর্তি মুরগা শারনারু শিষ্য ছিলেন বাসভ সিদ্দিলিঙ্গ স্বামী। শিবমূর্তি মুরগা শারনারু বিরুদ্ধে দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ রয়েছে। এই বিষয়ে সম্প্রতি একটি ভিডিও হয়েছে। সেখানে দুই মহিলাকে শিবমূর্তি মুরগা শারনারুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়ে কথা বলতে দেখা যায়। দুই মহিলার কথপোকথনে বাসভ সিদ্দিলিঙ্গ স্বামীর নাম উঠে এসেছে। সুইসাইড নোটে বাসভ সিদ্দিলিঙ্গ স্বামী জানিয়েছেন, এই ভিডিওটির জন্য তিনি অত্যন্ত বিরক্ত বোধ করছেন। সেই কারণে তিনি আত্মহত্যা করছেন। কর্ণাটক পুলিশ বাসভ সিদ্দিলিঙ্গ স্বামীর মৃত্যুর তদন্ত শুরু করেছে।

Trending Updates

দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে শিবমূর্তি মুরগা শারনারুকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত। আদালতের নির্দেশ অনুসারে অভিযুক্তকে চিত্রদুর্গার কারাগারে রাখা হবে। শিবমূর্তি মুরগা শারনারুর জন্য চিত্রদুর্গার কারাগারের নিরাপত্তা বাড়ানো হয়েছে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শিবমূর্তি মুরগা শারনারুর জামিনের আবেদন করা হয়। ৭ সেপ্টেম্বর জন্য তা মুলতুবি রাখা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File