Living Room Indoor Plants | ইনডোর প্ল্যান্ট দিয়ে ঘর সাজাবেন? বাস্তু মতে এই গাছগুলি পরিবেশ সুন্দর করার সঙ্গে আনবে সুখ-সমৃদ্ধি!

Thursday, October 5 2023, 9:53 am
highlightKey Highlights

বর্তমানে ইন্টেরিয়র ডিজাইনের জন্য বিশ্ব জনপ্রিয় লিভিং রুম ইনডোর প্লান্ট। অনেকেই শখের জন্য বা ঘর সাজানোর জন্য ঘরে গাছ রাখেন। তবে বিশেষ কিছু গাছ সঠিক স্থানে রাখলে বিস্তার করবে ইতিবাচক প্রভাব।


সবুজের মধ্যে প্রায় সবারই ভালো লাগে। ভরপুর অক্সিজেন, পরিশুদ্ধ বায়ু, উজ্জ্বল-সুন্দর-মনোরম পরিবেশের জন্য অনেকেই বাড়িতে নানানরকম গাছ লাগিয়ে থাকেন। কম বেশি আমাদের সকলের বাড়িতেই নানা রকমের ছোট বড় গাছ রয়েছে। আবার অনেকে ইন্টেরিয়র ডিজাইনের জন্য অর্থাৎ ঘর সাজানোর জন্যও লিভিং রুমে ইনডোর প্লান্ট (Living Room Indoor Plants) রাখেন। বাজার থেকে ছোট বড়, ফুল সমেত বা ফুল ছাড়া অনেকেই গাছ কিনে ঘর সাজান। তবে আপনি কি জানেন আপনার ঘর সাজানোর জন্য আনা গাছের ওপর নির্ভর করছে আপনার এবং আপনার পরিবারের ইতিবাচকতা বা নেতিবাচকতা? বাস্তুশাস্ত্র অনুসারে, এমন অসংখ্য লিভিং রুমের ইনডোর প্লান্ট (Living Room Indoor Plants) রয়েছে যা বায়ুকে বিশুদ্ধ করার পাশাপাশি ইতিবাচক প্রভাব বিস্তার করে। অর্থাৎ এই বিশেষ কিছু গাছ ঘরে রাখলে আপনার স্বাস্থ্যের উন্নতি হওয়ার সঙ্গে আপনার কর্মক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে সুপ্রভাব ফেলতে পারে। ফল দেখে নিন বাস্তুশাস্ত্র মতে কোন কোন গাছ ঘরে রাখলে তা সুপ্রভাব আনবে আপনার জীবনে।

বাস্তুশাস্ত্র অনুসারে, এমন অসংখ্য লিভিং রুমের ইনডোর প্লান্ট রয়েছে যা বায়ুকে বিশুদ্ধ করার পাশাপাশি ইতিবাচক প্রভাব বিস্তার করে
বাস্তুশাস্ত্র অনুসারে, এমন অসংখ্য লিভিং রুমের ইনডোর প্লান্ট রয়েছে যা বায়ুকে বিশুদ্ধ করার পাশাপাশি ইতিবাচক প্রভাব বিস্তার করে

হিন্দু শাস্ত্র অনুযায়ী, তুলসী গাছের তাৎপর্য অপরিসীম। এই গাছের একাধিক স্বাস্থ্যগুণ তো রয়েছেই, পাশাপাশি বাড়িতে তুলসী গাছ থাকা শুভ বলে মনে করা হয়। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী, এই উদ্ভিদটি সম্পদের দেবী লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। যার ফলে বহু হিন্দু বাড়িতেই তুলসী মঞ্চ থাকে। আবার অনেকে লিভিং রুমের ইনডোর প্লান্ট (Living Room Indoor Plants) হিসেবেও তুলসী গাছ রাখেন। তবে বাস্তুশাস্ত্র মতে কোন স্থানে এই গাছ রাখা উচিত তা জানেন না অনেকেই।

বাস্তুশাস্ত্র মতে কোথায় তুলসী গাছ রাখবেন?

বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির "ব্রহ্ম স্থান"-এ অর্থাৎ বাড়ির মাঝখানে তুলসী গাছ রাখা উচিত। যদি এই জায়গায় না রাখা যায় তবে বাড়ির উত্তর, উত্তর-পূর্ব বা পূর্ব দিকে রাখতে পারেন। কোনোমতেই দক্ষিণ দিকে এই গাছ রাখেবন না। কারণ দক্ষিণ দিকে তুলসী গাছ রাখা অশুভ বলে মনে করা হয় এবং এর ফলে নেতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পেতে পারে। তবে খেয়াল রাখবেন বাড়ির মাঝখানে বা উত্তর, উত্তর-পূর্ব বা পূর্ব দিকে তুলসী গাছ যেখানে রাখবেন সেখানে যাতে সূর্যের আলো পৌঁছায়। কারণ তুলসী গাছের জন্য সরাসরি সূর্যের আলো দরকার। পাশাপাশি তুলসী গাছের জন্য মাঝারি জল সরবরাহ এবং সুনিষ্কাশিত মাটি প্রয়োজন।

হিন্দু শাস্ত্র অনুযায়ী, তুলসী গাছের তাৎপর্য অপরিসীম
হিন্দু শাস্ত্র অনুযায়ী, তুলসী গাছের তাৎপর্য অপরিসীম

২. জুঁই । Jasmine :

অত্যন্ত সুন্দর এবং জনপ্রিয় জুঁই ফুল। অনেকেই এই ফুলের সৌন্দর্যের জন্য জুঁই ফুলের গাছ বাড়িতে রাখেন। এই ছোট্ট সাদা ফুলের মিষ্টি এবং তাজা সুবাস মেজাজকে হালকা করে এবং বাড়িতে শান্তিপূর্ণ  পরিবেশ গঠন করে। তবে এই গাছের ওপরেও নির্ভর করে বাস্তু।

বাস্তুশাস্ত্র মতে কোথায় জুঁই গাছ রাখবেন?

 বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর, উত্তর-পূর্ব বা পূর্ব দিকে জুঁই গাছ রাখা উচিত। তবে খেয়াল রাখবেন যাতে এই গাছ ঠিক মতো সূর্যের আলো পায়।

 বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর, উত্তর-পূর্ব বা পূর্ব দিকে জুঁই গাছ রাখা উচিত
 বাস্তুশাস্ত্র মতে বাড়ির উত্তর, উত্তর-পূর্ব বা পূর্ব দিকে জুঁই গাছ রাখা উচিত

৩. মানি প্ল্যান্ট । Money plant :

বেশ কিছু সময় ধরে ভালোরকমের জনপ্রিয়তা লাভ করেছে এই গাছ। অসংখ্য ব্যক্তি মানি প্ল্যান্টকে লিভিং রুমের ইনডোর প্লান্ট (Living Room Indoor Plants) হিসেবে রেখে থাকেন। বলা হয়, এই গাছ বাড়িতে রাখলে নাকি অর্থনৈতিক সমস্যা দূর হয়। মানি প্ল্যান্ট সম্পদ এবং সমৃদ্ধি আকর্ষণ করে। এছাড়াও এই গাছ এয়ার পিউরিফায়ার হিসেবেও কাজ করে। বায়ু পরিশোধ করে প্রচুর পরিমাণে অক্সিজেন নির্গত করে এই গাছ।

বাস্তুশাস্ত্র মতে কোথায় মানি প্ল্যান্ট রাখবেন?

বাস্তুশাস্ত্র মতে বলা হয়, মানি প্ল্যান্ট  ভগবান গণেশ এবং শুক্র গ্রহের আশীর্বাদ আকর্ষণ করে। যার ফলে অনেকে বিশ্বাস করেন যে এটি আর্থিক সমস্যা দূর করে। তবে তার জন্য এই গাছ সঠিক দিকে বা স্থানে রাখতে হবে। বাস্তুশাস্ত্র মতে এই গাছ দক্ষিণ-পূর্ব দিকে রাখা উচিত। পাশাপাশি এই গাছ কখনই কাউকে উপ[অহাৰ হিসেবে দেওয়া উচিত নয়।

মানি প্ল্যান্ট সম্পদ এবং সমৃদ্ধি আকর্ষণ করে
মানি প্ল্যান্ট সম্পদ এবং সমৃদ্ধি আকর্ষণ করে

৪. স্নেক প্ল্যান্ট । Snake Plant :

স্নেক প্ল্যান্ট বায়ুমণ্ডলকে অক্সিজেন এবং আর্দ্রতা দিয়ে পূর্ণ করে বাড়ির ভিতরে বাতাসের গুণমান উন্নত করে। পাশাপাশি, বলা হয় স্নেক প্ল্যান্ট  শান্তি ও সুখের প্রচার করে, পরিবেশকে সতেজ এবং সুন্দর করে তোলে। বর্তমানে এই গাছ দিয়ে ঘর সাজানো কার্যত ট্রেন্ড হয়ে উঠেছে। ফলে কেউ গাছ লিভিং রুমের ইনডোর প্লান্ট (Living Room Indoor Plants) হিসেবে বেশ জনপ্রিয়। তবে যেখানে সেখানে এই গাছ রাখলে তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বাস্তুশাস্ত্র মতে কোথায় স্নেক প্ল্যান্ট রাখবেন?

বাস্তুশাস্ত্র মতে, এই গাছ ঘরের কোণায় রাখা উচিত। বলা হয় এই গাছ বাস্তু মতে সঠিক স্থানে রাখলে এটি বাড়িতে ইতিবাচক প্রভাব ফেলে।  

স্নেক প্ল্যান্ট  শান্তি ও সুখের প্রচার করে, পরিবেশকে সতেজ এবং সুন্দর করে তোলে
স্নেক প্ল্যান্ট শান্তি ও সুখের প্রচার করে, পরিবেশকে সতেজ এবং সুন্দর করে তোলে

৫. লাকি ব্যাম্বু । Lucky Bamboo :

বাস্তু শাস্ত্রের সবচেয়ে প্রিয় উদ্ভিদগুলির মধ্যে একটি হলো লাকি ব্যাম্বু। প্রধানত অফিসে বা অফিস ডেস্কে দেখতে পাওয়া যায় এই গাছ। সবুজের প্রতীক হিসেবে মানসিক শান্তি বিস্তার করার পাশাপাশি বাস্তু মতে এই গাছ খুবই শুভ। এই গাছ বিভিন্ন আকারে পাওয়া যায়। ক্ষুদ্র সংস্করণ থেকে শুরু করে একটি পূর্ণ আকারের পাত্রযুক্ত উদ্ভিদ এটি। ফলে সহজেই যে কোনো জায়গায় এই গাছ রাখা যায়।

বাস্তুশাস্ত্র মতে কোথায় লাকি ব্যাম্বু রাখবেন?

 বায়ু শুদ্ধ করার পাশাপাশি এই গাছ বাস্তুমতে সৌভাগ্য ডেকে আনে। যার ফলে এই গাছের নাম 'লাকি' অর্থাৎ শুভ ব্যাম্বু বা বাঁশ গাছ। অতীব জনপ্রিয় এই গাছ দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিকে রাখা উচিত।

বায়ু শুদ্ধ করার পাশাপাশি এই গাছ বাস্তুমতে সৌভাগ্য ডেকে আনে লাকি ব্যাম্বু
বায়ু শুদ্ধ করার পাশাপাশি এই গাছ বাস্তুমতে সৌভাগ্য ডেকে আনে লাকি ব্যাম্বু

প্রসঙ্গত, বাস্তুশাস্ত্রে দিকনির্দেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার ঘরের জানলা, দরজা থেকে শুরু করে, আসবাব এমনকি বাড়িতে রাখা গাছপালার দিক নির্দেশও আপনার জীবনে প্রভাব ফেলে। ফলে বাস্তু মতে এগুলো সঠিক স্থানে রাখা উচিত। গাছপালা তাত্ক্ষণিকভাবে স্থানের চেতনাকে উন্নত করে। গাছপালা নান্দনিক মান বাড়ায় এবং পরিবেশ সুন্দর করে তোলে। এছাড়াও বাস্তু মতে শান্তি এবং সমৃদ্ধির ভাল শক্তি আকর্ষণ করার জন্য বিভিন্ন ধরণের গাছপালা বাড়িতে লাগানো  শুভ বলে মনে করা হয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File