IND Law: তদন্তের স্বার্থে সাংবাদিকদের তাদের গোপন সূত্র জানাতে হবে
Key Highlightsতদন্তকারীর কাছ থেকে সাংবাদিকরা তাদের সূত্র গোপন রাখতে পারবেন না, সিবিআই আদালতের নির্দেশ ।
বুধবার নয়াদিল্লির একটি বিশেষ সিবিআই আদালত একটি 'ক্লোজার রিপোর্ট' বাতিল করার পরে এই আদেশ আসে। সাংবাদিকরা কোন সূত্র থেকে তথ্য পাচ্ছেন তা আর তদন্তকারী সংস্থা থেকে গোপন রাখা যাবে না।

এই বিষয়ে আরও তদন্ত প্রয়োজন, সিবিআই আদালতও তা নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টে মুলায়ম সিং যাদব এবং তার পরিবারের সদস্যদের সম্পত্তি মামলার শুনানির জন্য ১০ই ফেব্রুয়ারী, ২০০৯ তারিখে নির্ধারিত ছিল। তার ঠিক আগের দিন একটি সংবাদপত্রে তার সম্পর্কে খবর ছাপা হয়েছিল। কিন্তু পরে দেখা যায় জাল নথির ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছেন ওই সাংবাদিক। এ বিষয়ে তদন্ত শুরু হলে সাংবাদিক জানান, কোন উৎস থেকে তিনি এ খবর পেয়েছেন তা প্রকাশ্যে বলতে পারছেন না। ফলে তদন্ত সেখানেই থেমে যায়।

রাউজ অ্যাভিনিউ জেলা আদালতের মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অঞ্জলি মহাজন বুধবার মামলার ক্লোজার রিপোর্ট বাতিল করেছেন। তার মতে, তদন্তের সময় একজন সাংবাদিক তদন্তকারী সংস্থার তথ্য গোপন রাখতে পারেন না। তদন্ত এগিয়ে নিতে তাকে সবকিছু প্রকাশ করতে হবে।








