Jaya Verma Sinha | ভারতের ইতিহাসে প্রথমবার! রেলবোর্ডের প্রথম মহিলা সিইও-র দায়িত্বে জয়া ভার্মা সিনহা!

Friday, September 15 2023, 9:25 am
highlightKey Highlights

১লা সেপ্টেম্বর থেকে ১১৮ বছরে প্রথমবার ভারতীয় রেল বোর্ডের সিইও হিসেবে দায়িত্ব সালমাতে চলেছেন এক মহিলা। জানুন কে এই জয়া ভার্মা সিনহা।


১লা সেপ্টেম্বর দেশের রেল ইতিহাসের পাতায় যুক্ত হলো নয়া নাম। এদিন থেকে রেলবোর্ডের নতুন চেয়ারপার্সন তথা সিইও-র (Railway Board CEO) দায়িত্ব নিলেন জয়া ভার্মা সিনহা (Jaya Verma Sinha)। রেল মন্ত্রকের ১১৮ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা এই গুরুদায়িত্ব সামলাচ্ছেন। ফলে এটি রেলের সুদীর্ঘ ইতিহাসে এটি নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। বলা চলে, এক সময়ে পিছিয়ে থাকা, ছায়ায় আশ্রিত, দমিয়ে রাখা নারীরা যে কোনও অংশেই পুরুষের থেকে কম যায়না তারই প্রমাণ এই ঘটনা। আবার এও বলা চলে, নারীশক্তি এবং নারী প্রাধান্য নিয়ে বেশ সচেতন ভারত সরকার। তবে কে এই ইতিহাস রচনা করা জয়া ভার্মা সিনহা? চিনুন ভারতের প্রথম রেলবোর্ডের মহিলা চেয়ারপার্সন জয়া ভার্মা সিনহাকে (Jaya Verma Sinha, first woman CEO and chairperson of the railway board) এবং কীভাবেই বা তিনি ১০৫ বছরের রেকর্ড ভেঙে পেলেন এই পদ।

রেলবোর্ডের নতুন চেয়ারপার্সন তথা সিইও-র দায়িত্ব নিলেন জয়া ভার্মা সিনহা
রেলবোর্ডের নতুন চেয়ারপার্সন তথা সিইও-র দায়িত্ব নিলেন জয়া ভার্মা সিনহা

১৯০৫ সালে প্রতিষ্ঠিত হয় ভারতের রেলওয়ে বোর্ড (Railway Board of India)। তবে প্রতিষ্ঠাকাল থেকেই এই বোর্ডের সিইও পদে কর্মরত হয়ে এসেছেন কেবল পুরুষরা। তবে দীর্ঘ ১১৮ ববছর পর এই পদে কেন্দ্র সরকার দ্বারা নিযুক্ত হলেন এক মহিলা। ভারতীয় রেল বোর্ডের সিইও হিসেবে দায়িত্ব সামলাতে চলেছেন এই পদে নিযুক্ত প্রথম মহিলা জয়া ভার্মা সিনহা। 

রেল মন্ত্রকের ১১৮ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা এই গুরুদায়িত্ব সামলাচ্ছেন
রেল মন্ত্রকের ১১৮ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা এই গুরুদায়িত্ব সামলাচ্ছেন

১৯৬৩ সালে ১৮ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন জয়া। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের (Allahabad University) প্রাক্তনী ছাত্রী জয়া ভার্মা সিনহা রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিসের (Railway Management Service) ১৯৮৬ ব্যাচের অংশ। ১৯৮৮ সাল থেকে  ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিসে (IRTS) যোগ দেন তিনি। জয়া ভার্মা সিনহা বর্তমানে রেলওয়ে বোর্ডের অপারেশনস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট-র সদস্য হিসাবে রয়েছেন। প্রায় ৩৫ বছর ইন্ডিয়ান রেলের সঙ্গে যুক্ত রয়েছেন ভার্মা। বিভিন্ন সময়ে উত্তর রেলওয়ে, দক্ষিণ পূর্ব রেলওয়ে এবং পূর্ব রেলওয়েতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের  প্রাক্তনী ছাত্রী জয়া ভার্মা সিনহা
এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের  প্রাক্তনী ছাত্রী জয়া ভার্মা সিনহা

জয়া ভার্মা সিনহা রেলে বিভিন্ন ডোমেইন অপারেশন, বাণিজ্যিক, আইটি এবং সতর্কতা জুড়ে তাঁর দক্ষতা প্রদর্শন করেছেন। তিনিই প্রথম মহিলা যিনি দক্ষিণ পূর্ব রেলওয়ের প্রধান অপারেশন ম্যানেজার হিসেবে নিযুক্ত হন। তিনি উত্তর রেলওয়ের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার (Principal Chief Commercial Manager) এবং শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (Northern Railway and Divisional Railway Manager of Sealdah Division) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের ঢাকায় ভারতের হাইকমিশনে রেলওয়ে উপদেষ্টা হিসেবে তাঁর ভূমিকার জন্যই কলকাতা থেকে ঢাকা পর্যন্ত বিখ্যাত মৈত্রী এক্সপ্রেসের (Maitri Express) উদ্বোধন হওয়া সম্ভব হয়েছে।

প্রায় ৩৫ বছর ইন্ডিয়ান রেলের সঙ্গে যুক্ত রয়েছেন ভার্মা
প্রায় ৩৫ বছর ইন্ডিয়ান রেলের সঙ্গে যুক্ত রয়েছেন ভার্মা

উল্লেখ্য,সম্প্রতি বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের ভয়ঙ্কর রেল দুর্ঘটনার (Coromandel Express Rail Accident) পর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জয়া ভার্মা সিনহা। তিনিই এই দুর্ঘটনার কারণ হিসেবে জটিল সিগন্যালিং সিস্টেম ব্যাখ্যা করেছিলেন। রেলের জটিল সিগন্যালিং সিস্টেমের বিষয়টি সাধারণের বোঝার উপযোগী করে সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন জয়া।

বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের ভয়ঙ্কর রেল দুর্ঘটনার পর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জয়া 
বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের ভয়ঙ্কর রেল দুর্ঘটনার পর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জয়া 

সম্প্রতি গত বৃহস্পতিবার রেল মন্ত্রকের এক বিবৃতি জারি করে জয়া ভার্মা সিনহাকে দেশের রেল বোর্ডের সিইও হিসেবে নিযুক্তির খবর প্রকাশ করা হয়। এই বিবৃতিতে বলা হয়, জয়া ভার্মা সিনহাকে রেল বোর্ডের চেয়ারম্যান এবং সিইও পদে অনুমোদন করেছে ক্যাবিনেটের অ্যাপয়েন্টমেন্ট কমিটি (ACC)। উল্লেখ্য, ২০২৩ সালের ১লা সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩১ অগাস্ট পর্যন্ত  রেল বোর্ডের সিইও পদে দায়িত্ব পালন করবেন জয়া। ওড়িশার ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল প্রায় ৩০০ মানুষের। সেই সময় মিডিয়ার চাপ সামলে ছিলেন জয়া। সম্ভবত তারই পুরস্কার পেলেন ভারতীয় রেলের এই তিনি।   

প্রথম ভারতের মহিলা কূটনীতিক হিসেবে পাকিস্তানে ভারতীয় হাইকমিশনে চার্জ ডি’অ্যাফেয়ার্স হিসেবে নিয়োগ করা হয়েছে গীতিকা শ্রীবাস্তব-কে
প্রথম ভারতের মহিলা কূটনীতিক হিসেবে পাকিস্তানে ভারতীয় হাইকমিশনে চার্জ ডি’অ্যাফেয়ার্স হিসেবে নিয়োগ করা হয়েছে গীতিকা শ্রীবাস্তব-কে

প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানে ভারতীয় হাইকমিশনে চার্জ ডি’অ্যাফেয়ার্স (Charge d'Affaires) হিসেবে নিয়োগ করা হয়েছে গীতিকা শ্রীবাস্তব-কে (Geetika Srivastava)। তিনিই এই প্রথম ভারতের মহিলা কূটনীতিক, যিনি এই দায়িত্ব পেয়েছেন। ২০০৫ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিসের ক্যাডার গীতিকা বর্তমানে বিদেশমন্ত্রকের যুগ্ম সচিব হিসেবে ইন্দো-প্যাসিফিক (Indo-Pacific Department, Ministry of External Affairs) বিভাগের দায়িত্ব পালন করছেন। একসময় বেজিংয়ে (Beijing) ভারতীয় দূতাবাসে কর্মরত ছিলেন তিনি। দায়িত্ব সামলেছিলেন কলকাতায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের প্রধান হিসেবেও। ২০১৯ সালে কাশ্মীর থেকে ৩৭০ ধারা (Article 370 from Kashmir in 2019) প্রত্যাহারের পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের ব্যাপক অবনতি হয়। সেই সময় দুই দেশ তাদের হাই কমিশনারকে ফিরিয়ে নিয়েছিল। ফলে এরপর থেকে দুই দেশের হাই কমিশনারের অফিসে চার্জ ডি’অ্যাফেয়ার্স নিয়োগ করার সিদ্ধান্ত হয়। গীতিকা শ্রীবাস্তব সুরেশ কুমারের স্থলাভিষিক্ত হবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File