বিনোদন

Jawan | মুক্তির দিনই রেকর্ড ব্যবসার আশা! শাহরুখের কেরিয়ারের সবচেয়ে হাই বাজেট ছবি 'জওয়ান'! নিজের পারিশ্রমিকই ১০০কোটি!

Jawan | মুক্তির দিনই রেকর্ড ব্যবসার আশা! শাহরুখের কেরিয়ারের সবচেয়ে হাই বাজেট ছবি 'জওয়ান'! নিজের পারিশ্রমিকই ১০০কোটি!
Key Highlights

৭ই সেপ্টেম্বর, আগামীকাল বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের অভিনয় করা সবথেকে হয় বাজেটের সিনেমা জওয়ান। জানুন জওয়ান সিনেমার বাজেট কত।

সময় গুনছেন শাহরুখ ফ্যানরা। আগামীকাল অর্থাৎ ৭ই সেপ্টেম্বর হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায়  ৭সেপ্টেম্বর বিশ্বব্য়াপী মুক্তি পাচ্ছে 'জওয়ান' (Jawan)। ছবির প্রমোশন থেকে শুরু করে সাফল্য কামনা করে সম্প্রতি মন্দিরে মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে কিং খান অর্থাৎ শাহরুখ খানকে (Shah Rukh Khan)। বাদশাহর নতুন ছবি মুক্তির একদিন আগে, বাণিজ্য বিশেষজ্ঞরা এবং শিল্পের সঙ্গে যুক্ত অভ্যন্তরীণ ব্যক্তিরা জানিয়েছেন, কেবল হিট নয়, বড় পর্দায় সুপার হিট হতে চলেছে জওয়ান। জওয়ান সিনেমার বাজেট (Jawan Movie Budget) এর বহুগুণ বেশি আয় করবে এই সিনেমা।

সাম্প্রতিক একটি সমীক্ষা অনুযায়ী, সিনেমা মুক্তির প্রথমদিনই  ৭০ কোটিরও বেশি ব্য়বসা করতে পারে এই ছবি। জানা যাচ্ছে, জওয়ান ছবির তেলেগু-ডাব করা সংস্করণের সকাল ৬টার শো অগ্রিম বুকিং ইতিমধ্য়েই ৮০% পূর্ণ হয়ে গেছে। ট্রেড অ্য়ানালিসিস্ট অতুল মোহন নিশ্চিত, শাহরুখের নতুন ছবি জওয়ান প্রথমদিনেই বক্স অফিস রেকর্ড গড়বে। তিনি বলেন, হিন্দি, তামিল এবং তেলেগু ভাষা মিলিয়ে এই ছবির প্রথম দিনের আয় হতে পারে ৮০ কোটির কাছাকাছি।

অন্যদিকে, প্রযোজক এবং চলচ্চিত্র ব্যবসা বিশ্লেষক গিরিশ জোহরের আশা, জওয়ান মুক্তির দিনই ১০০ কোটির ব্যবসা করবে। পাশাপাশি, সপ্তাহান্তে ছবিটি ৩০০ কোটির আয় করতে পারে বলেও জানিয়েছেন তিনি। কেবল পিভিআর আইনক্স লিমিটেড (PVR Inox Limited) এই মুক্তির দিনে ৬৫ কোটির আয় হবে বলে অনুমান নির্বাহী পরিচালক সঞ্জীব কুমার বিজলির।

উল্লেখ্য়, সম্প্রতি ছবির সাফল্য কামনায় তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে (Sri Venkateswara Swamy Temple in Tirupati) পৌঁছে গিয়েছিলেন শাহরুখ খান ও ছবির অভিনেত্রী নয়নতারা। সঙ্গে ছিলেন কিং খান কন্যা সুহানাও (Suhana)। নয়নতারার স্বামী চলচ্চিত্র নির্মাতা বিঘ্নেশ শিবানারও দেখা মিলল সেখানে। ইতিমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখ-নয়নতারা-সুহানার তিরুপতি মন্দিরে পুজো দেওয়ার এই ভিডিও। জওয়ান' মুক্তির আগে ছবির প্রচারে কোনও খামতি যে রাখতে চান না বাদশাহ, তা ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন তিনি। বহুদিন ধরে এই ছবি রয়েছে খবরের শিরোনামে।

তিরুপতির মন্দিরে শাহরুখের পড়নে ছিল সাদা কুর্তা। অন্যদিকে সাদা সালোয়ারে নিজেকে সাজিয়েছিলেন সুহানা ও নয়নতারা। এদিন ভক্তদের উদ্দেশে হাত নাড়তেও দেখা গেল কিং খানকে। ভাইরাল হওয়াকে ভিডিওতে দেখা গিয়েছে, কিং খান শক্ত করে ধরে রেখেছেন মেয়ের হাত। পাশাপাশি পাপারাৎজিদের ভিড় থেকে মেয়ে ও নায়িকা দুজনকে আড়াল করতেও দেখা গেল শাহরুখকে। তবে ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উপচে পরে। পাপারাৎজিদের এড়িয়ে মেয়ে সুহানা খান ও তারকা অভিনেত্রী নয়নতারার হাত শক্ত করে ধরে গাড়িতে উঠতে দেখে সমালোচনা নেটিজেনদের। তাঁদের দাবি, ছবির প্রচারের জন্য ধর্মকে ব্যবহার করছেন বলিউড বাদশাহ। আবার অনেকে বলেন, ছবি মুক্তির সময় এলেই এই তারকারা মন্দিরে ছোটেন। তবে নেটিজনদের সকল ট্রোল, নিন্দাকে আগামীকাল ধুঁয়ে ফেলতে চলেছে জওয়ান। এই ছবি কোটি টাকার ব্যবসা করবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, অ্যাটলি (Atlee) পরিচালিত, জওয়ান সিনেমায় নয়নতারা (Nayantara), বিজয় সেতুপতি (Vijay Sethupathi), সানিয়া মালহোত্রা (Sania Malhotra) এবং রিধি ডোগরা (Ridhi Dogra) অভিনয় করেছেন। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দীপিকা পাডুকোনকেও (Deepika Padukone)। তবে জওয়ান-র সবথেকে উল্লেক্ষযোগ্য আকর্ষণ, এটি এখনও পর্যন্ত শাহরুখের কেরিয়ারের সব থেকে বেশি বাজেটের ছবি। আগামীকাল মুক্তি হতে চলা জওয়ান সিনেমার বাজেট (Jawan Movie Budget) ৩০০ কোটি! ভক্তরা যাতে সিনেমা হলে গিয়ে সেরা অভিজ্ঞতা অর্জন করতে পারে, সেরা গল্প এবং ভিজ্যুয়াল এর সাক্ষী থাকতে পারে তার জন্য কিন্তু মোটেই কার্পণ্য করেননি শাহরুখ খান।

উল্লেখ্য, পাঠান (Pathan) ছবিটির বাজেট ছিল ২৫০ কোটি, এর আগে তৈরি হওয়া শাহরুখের জিরোর (Zero) বাজেট ছিল ২০০ কোটি। দিলওয়ালে (Dilwale) এবং রাওয়ান (Ra-One) বানাতে যথাক্রমে খরচ হয় ১৩৫ কোটি এবং ১৩০ কোটি। রইজের (Raees) বাজেট ছিল ৯৫ কোটি, আর হ্যাপি নিউ ইয়ারের (Happy New Year) বাজেট ১৫০ কোটি ছিল। তবে এবার কিং খানের কেরিয়ারের বাজেটের রেকর্ড ভাঙতে চলেছে জওয়ান সিনেমার বাজেট (Jawan Movie Budget)।  সূত্রের খবর অনুযায়ী শাহরুখ খান জানতেন পূর্বে মুক্তি পাওয়া তার পাঠান সিনেমা  দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দেবে, তাই তিনি জওয়ানকে আরও বড় আকর্ষণ করে তুলতে চেয়েছিলেন। যার জন্যই জওয়ান সিনেমার বাজেট (Jawan Movie Budget) এতো বেশি।

জওয়ান সিনেমার বাজেট (Jawan Movie Budget) বেশি হওয়ার নেপথ্যে যেমন রয়েছে হয় গ্রাফিক্স, সাজসজ্জা, তেমনই রয়েছে অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিকও। সূত্র মারফৎ জানা যাচ্ছে, এই ছবিতে অভিনয়ের জন্য বিজয় সেতুপতি দাবি করেছেন প্রায় ২১ কোটি টাকা। নয়নাতারা পেয়েছেন ১০ কোটি টাকা। দীপিকা নিয়েছেন ২০ থেকে ৩০ কোটি এবং নিজে শাহরুখ নিয়েছেন ১০০ কোটি টাকা। ফলে স্বাভাবিকভাবেই জওয়ান ছবি নিয়ে প্রচুর প্রত্যাশা, উচ্ছাস রয়েছে দর্শকদের মধ্যে।


Nadia | বাতিল কাফ সিরাপের পেটি নিয়ে BSF-পুলিশের সংঘর্ষ, নদিয়ায় আহত ২ পুলিশকর্মী, গ্রেপ্তার BSF
Earthquake | সাতসকালে বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, মৃত ৭, আহত অন্ততঃ ১৫০
Weather Update | দমকা হাওয়ায় কাঁপছে মহানগরী, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
Women's Cricket World Cup | নভেম্বরে ভারত কন্যেদের শাপমোচন, প্রোটিয়াদের উড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন হ্যারি-শেফালিরা
Shefali Verma | ফাইনালের স্কোরবোর্ডে শেফালি ভার্মার নামের পাশে উজ্বল ৮৭! প্রোটিয়াদের টার্গেট কত?
IND vs SA, Women's World Cup 2025 | রবিবাসরীয় বিকেলে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা, ফাইনালের মুকুট উঠবে কার মাথায়?
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo