Jawan | কাক ভোর থেকে দেশ জুড়ে 'জওয়ান' জ্বর! 'বলিউডের কিং' যে তিনিই বোঝালেন রেকর্ড ভাঙা 'জওয়ান'-এ!
৩০০ কোটি জওয়ান সিনেমার বাজেট। যার অনেকাংশই আয় পেল মুক্তির প্রথম দিনেই। দেশ জুড়ে ভোর থেকে দেখা গিয়েছে শাহরুখের ভক্তদের ভিড়। এখনও পর্যন্ত বাদশাহর সেরা ছবি বলে বিবেচিত 'জওয়ান'।
এখন দেশ জুড়ে চারিদিকে 'বাদশাহ'র রাজ! এদিন, ৭ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার ভোরে মুক্তি পেয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘জওয়ান’ (Jawaan)। কাক ভোর থেকেই গোটা দেশের সিনেমাহলে সীমাহীন উন্মাদনা, উপচে পড়া ভিড় ভক্তদের। বহু জায়গায় কিং খান ভক্তরা পোস্টারে পরালেন মালা, আবার অনেকে পোড়ালেন বাজি। আবার বেশ কিছু জায়গায় দেখা গিয়েছে ছবি মুক্তির উচ্ছাসে মিছিলও। এমনকি সিনেমা প্রকাশের উচ্ছাসে রাত জেগেছেন খোদ বলিউডের বাদশাহ। কেমন হলো জওয়ান?
জওয়ান সম্পর্কে পড়ুন : ছয়দিনে ৬০০ কোটি! বক্স অফিসে এখনও ঝড় তুলছে ''জওয়ান'! শীঘ্রই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে!
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া, ইন্টারনেটে সকল জায়গায় ছড়িয়ে পড়েছে শাহরুখ ভক্তদের উন্মাদনা, উচ্ছাসের মুহূর্ত। মুম্বইয়ে (Mumbai) ভোরের প্রথম শো দেখতে রাস্তায় মিছিল করতে দেখা গেল শাহরুখ খানের অনুরাগীদের। ভোর পাঁচটা থেকেই শুরু হয় মিছিল। ভক্তদের উচ্ছাসের সঙ্গে শোনা যায় ‘উই লাভ শাহরুখ’ স্লোগান। কলকাতাতেও (Kolkata) দেখা গিয়েছে অনেকটা একই ছবি। প্রেক্ষাগৃহের সামনে ভোর থেকেই ভিড় ভক্তদের। স্লোগান, বাজি নিয়ে রীতিমতো আনন্দে আত্মহারা সিনেমা প্রেমীরা। তবে দেশের সবচেয়ে নজর কাড়া দৃশ্য দেখা গিয়েছে দক্ষিণ ভারতে।
জওয়ান সম্পর্কে আরও পড়ুন : মুক্তির চারদিনের মাথায় ৫০০ কোটির আয় 'জওয়ান'-র! নিজের রেকর্ডই ভাঙবেন কি 'বাদশাহ'?ছবি 'টুকলি' বলে বিতর্ক নেটিজনদের!
মূলত দক্ষিণী তারকাদের ছবি মুক্তি পেলেই চেন্নাইয়ে (Chennai) উন্মাদনা চোখে পড়ে। বিশেষ করে দক্ষিণের থালাইভা ওরফে রজনীকান্তের (Rajinikanth) ছবি মুক্তি পেলে তো ঝড় ওঠে গোটা চেন্নাইয়ে। তবে এবার কিং খানের জন্যও দেখা গেলো ভক্তদের উচ্ছাসের ঝড়। ‘জওয়ান’কে সঙ্গে নিয়ে দক্ষিণের মাটিতে হইচই ফেলে দিলেন শাহরুখ। ঠিক থালাইভার মতোই, চেন্নাইয়ের শাহরুখ ভক্তরা, কিং খানের ছবিতে মালা পরালেন, নাচলেন শাহরুখের গানে। এমনকী, শাহরুখের কায়দায় হাত ছড়িয়ে, গোটা চেন্নাইয়ে ছড়িয়ে দিলেন শাহরুখ ম্যাজিক।
৩০০ কোটি টাকা জওয়ান সিনেমার বাজেট (Jawaan Movie Budget) জানতে পেরে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, আদৌ অতো কামাতে পারবে কি না। যারা এই প্রশ্ন তুলেছিলেন, তাদের আর আলাদা উত্তরের প্রয়োজন হয়নি। সূর্যের আলো মাটিতে পৌঁছনোর আগেই প্রেক্ষাগৃহের সামনে যেভাবে দর্শকরা ভিড় করা শুরু করেন তা দেখেই বাদশাহর অনুগামী-শত্রু সকলেই বুঝে গিয়েছেন, 'জওয়ান হিট'!
জওয়ান সিনেমার বাজেট ৩০০ কোটি! বিস্তারিত জানতে আরও পড়ুন : মুক্তির দিনই রেকর্ড ব্যবসার আশা! শাহরুখের কেরিয়ারের সবচেয়ে হাই বাজেট ছবি 'জওয়ান'! নিজের পারিশ্রমিকই ১০০কোটি!
যেমন জওয়ান-এর 'ফার্স্ট ডে- ফার্স্ট শো' দেখার জন্য গোটা বিশ্ব দেখলো 'বুড়ো' খানের প্রতি ভক্তদের ভালোবাসা, আদতেই সেরকম রেকর্ড ভাঙা আয় করেছে ৩০০ কোটি সিনেমা জওয়ান (Jawaan Movie Budget)। বক্স অফিস বলছে, প্রথমদিনে, সর্বকালের সবচেয়ে বড় বলিউড ওপেনার হয়ে বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে কিং খানের ‘জওয়ান’। 'পাঠান’-এর (Pathan) পর ফের পর্দায় শাহরুখ ম্যাজিক নিয়ে এসেছে এই সিনেমা। শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত জওয়ান সিনেমার প্রি-টিকিট বুকিং এর গড়েছিল রেকর্ড। এবার মুক্তির প্রথমদিনেও রেকর্ড বাদশাহর সিনেমার।
'জওয়ান' সিনেমার বাজেট (Jawaan Movie Budget) ৩০০ কোটি, মুক্তির প্রথম দিনে কত আয় করতে পারে এই সিনেমা?
অঙ্কের হিসেব অনুযায়ী, অগ্রিম টিকিট বুকিং-এ প্রায় ১৪ লাখেরও বেশি টিকিট বিক্রি করেছে অ্যাটলি (Atlee) পরিচালিত ‘জওয়ান’। মুক্তির পর এখনও পর্যন্ত শাহরুখের এই ছবি কেবল ভারতের বক্স অফিসেই ৩৫.৬ কোটি টাকা আয় করেছে। জওয়ান প্রায় ১০,০০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে বৃহস্পতিবার।
- হিন্দি ভাষায় 'জওয়ান' -র আয় : ৬৫ কোটি নেট / ৭৭ কোটি মোট
- তামিল ভাষায় 'জওয়ান' -র আয় : ৪.০০ কোটি নেট / ৪.৭৫ কোটি মোট
- তেলুগু ভাষায় 'জওয়ান' -র আয় : ৪.০০ কোটি নেট / ৪.৭৫ কোটি মোট
- সর্বভারতীয় 'জওয়ান' -র আয় : ৭৩.০০ কোটি নেট / ৮৪.৫০ কোটি মোট
এছাড়াও, বিদেশে, ‘জওয়ান’ প্রথম দিনে ৫০ কোটি টাকার বেশি সংগ্রহ করবে বলে আশা করা হচ্ছে। সুতরাং, ‘জওয়ানের’ সামগ্রিক বিশ্বব্যাপী আয় প্রথম দিনে প্রায় ১৪০ কোটি টাকা ছাপিয়ে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বলাই চলে ভারতীয় চলচ্চিত্রের জন্য সর্বকালের বড় রেকর্ড করল অ্যাকশন ঘরানার ছবি ‘জওয়ান’।
উল্লেখ্য, আজ শাহরুখের (Shah Rukh Khan) নতুন ছবির জন্য শুভেচ্ছার ঢল সোশ্যাল মিডিয়ায়। বলিউড (Bollywood) থেকে শুরু করে দক্ষিণী তারকা, গোটা বিশ্বের সকল তারকা-সাধারণ মানুষ শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখকে। সিনেমার পর্দায় যেমন কখনোই নিরাশ করেন না শাহরুখ, তেমনই এক্ষেত্রেও ভক্তদের মন জয় করে নিয়েছেন কিং খান। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের ব়্যালির একটি ভিডিও শেয়ার করেছেন শাহরুখ। শাহরুখের ফ্যানক্লাবের পক্ষ থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে শাহরুখের ছবি, নতুন ছবির পোস্টার নিয়ে ব়্যালিতে হাঁটছেন অনুরাগীরা। আর এই পোস্টেই লেখা হয়েছে, ভোর সাড়ে পাঁচটা থেকেই শুরু হয়ে গিয়েছে বড়পর্দার রাজাকে আরও একবার আহ্বান জানানোর প্রস্তুতি। 'জওয়ান'-একটা মাস হিস্টিরিয়ায় পরিণত হয়েছে। শাহরুখ এই পোস্টের উত্তরে ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে লেখেন, ভক্তদের এতো উচ্ছাস আনন্দ দেখার জন্য তাদের মতোই রাত জেগে রয়েছেন তিনিও।
এর আগে 'পাঠান' ছবি দ্বারা কামব্যাক করেছিলেন কিং খান। এন্টারটেনমেন্টে ভরপুর সিনেমা 'পাঠান'ও ভেঙেছিল রেকর্ড। জয় করেছিল ভক্তদের মন। বলা চলে ৬০ বছর বয়স হলেও এখনও যে তিনি বলিউডেরই 'কিং' তা বুঝিয়েছিলেন 'পাঠান' সিনেমার মাধ্যমে। রাজনৈতিক ঝামেলা, শাহরুখের সিনেমা 'বয়কট' করা, ছেলে আরিয়ানকে নিয়ে আইনি ঝামেলা। সব কিছুকেই সামাল দিয়ে পাল্টা ঘুরে দাঁড়ানো কাকে বলে তা হয়তো শাহরুখের চেয়ে বেশি ভালো আর কেউ বোঝাতে পারবেন না। 'জওয়ান' সিনেমা কেবল শাহরুখ অনুগামীদেরই নয়, আকর্ষণ করেছে সকল সিনেমা প্রেমীদেরই। 'বলিউডের বাদশাহ' যে শাহরুখ খানই ছিলেন, আছেন এবং থাকবেন, তারই নিদর্শন 'জওয়ান'।
- Related topics -
- বিনোদন
- বলিউড
- দক্ষিণী সিনেমা
- সিনেমাহল
- শাহরুখ খান
- হিন্দি