Jan Aushadhi Kendra | নিকটবর্তী রেশন দোকানেই মিলবে ওষুধ! তাও আবার গড়ে ৫০-৯০ শতাংশ ছাড়ে! ' জন ঔষধি কেন্দ্র ' প্রকল্পে লাভবান হবেন ডিলাররাও!

Thursday, March 14 2024, 11:42 am
highlightKey Highlights

কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে রেশন দোকানে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরিব-মধ্য়বিত্ত মানুষদের কাছে এই রেশন দোকান অত্যন্ত ভরসার জায়গা। এবার সেই রেশন দোকানে জনঔষধি কেন্দ্র খোলার ছাড়পত্র দেওয়া হবে।


এবার রেশন দোকানেও পাওয়া যাবে ওষুধ! অবিশ্বাস্য মনে হলেও ভারতীয় জন ঔষধি কেন্দ্র (Bharatiya Jan Aushadhi Kendra) প্রকল্প দ্বারা তা সত্যি করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।  আপনার নিকটতম রেশনের দোকান (nearest ration shop) গড়ে উঠবে জন ঔষধি কেন্দ্র (Jan Aushadhi Kendra) এ। জানা গিয়েছে, রেশন দোকানে বা জন ঔষধি কেন্দ্রের ওষুধ মিলবে কম দামেও। 

জন ঔষধি কেন্দ্র : 

Trending Updates

 কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে রেশন দোকানে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র (Jan Aushadhi Kendra) খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরিব-মধ্য়বিত্ত মানুষদের কাছে এই রেশন দোকান অত্যন্ত ভরসার জায়গা। এবার সেই রেশন দোকানে জনঔষধি কেন্দ্র খোলার ছাড়পত্র দেওয়া হবে বলে খবর।  এই বিষয়ে মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক ডিলারদের সঙ্গে ভার্চুয়াল মাধ্য়মে একটি জরুরী বৈঠক করে। সেখানেই এই প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র খোলার ব্যাপারে বলা হয়েছে। তবে এই ধরনের কেন্দ্র খোলার ক্ষেত্রে শর্তসাপেক্ষে রাজি হয়ে গিয়েছেন ডিলাররা।  

জানা গিয়েছে এই রেশন দোকান তৈরির ক্ষেত্রে কোথাও কোনও বিনিয়োগ করতে হবে না। যে সমস্ত অর্ডার করা হবে তা কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সির তরফে মিটিয়ে দেওয়া হবে। এই ওষুধ বিক্রির পরে কমিশন পাবেন ডিলাররা। তবে ধাপে ধাপে ওষুধ কেনার টাকা ফেরত দিতে হবে। এর জেরে রেশন সামগ্রী বণ্টনের পাশাপাশি এই ওষুধ বিক্রি করে কিছুটা হলেও অতিরিক্ত লাভ হবে রেশন ডিলারদের। ভারতীয় জন ঔষধি কেন্দ্র (Bharatiya Jan Aushadhi Kendra) খোলার জন্যে রেশন ডিলারদের স্বল্প সুদে ঋণও দেবে স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

ইতিমধ্যেই সারা দেশে প্রায় সাড়ে ন’হাজার প্রধানমন্ত্রী জন-ঔষধি কেন্দ্র রয়েছে। আর পাঁচটা মেডিসিন শপের তুলনায় সেখান থেকে অনেক কম দামে ওষুধ পাওয়া যায়। ফলে জন-ঔষধি কেন্দ্রের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। তাই দেশজুড়ে জন-ঔষধি কেন্দ্র খোলার পরিকল্পনা করেছে নরেন্দ্র মোদি সরকারের। সে জন্যেই রেশন দোকানকে বাছা হচ্ছে। তাতে সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন, তেমনই রেশন ডিলারদের রোজগারও বাড়বে।

আরো পড়ুন: WB Matirkatha Scheme

কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের এক আধিকারিকের ব্যাখ্যা, গোটা দেশেই রেশন দোকান ছড়িয়ে রয়েছে। মূলত গরিব ও মধ্যবিত্ত মানুষ রেশন দোকানে বেশি যাতায়াত করেন। দেশে এমন অনেক প্রত্যন্ত এলাকা রয়েছে যেখানে আশপাশে কোনও ওষুধের দোকান নেই। কিন্তু রেশন দোকান রয়েছে। রেশনে জন-ঔষধি কেন্দ্র তৈরি হলে আশপাশের মানুষজন তাদের নিকটতম রেশনের দোকান (nearest ration shop) থেকে কম পয়সায় ওষুধ কিনতে পারবেন। সরকারি সূত্রের খবর, প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের ওষুধ তালিকা (Jan Aushadhi Kendra medicine list) এর মধ্যে রয়েছে প্রায় ১৮০০ ধরনের ওষুধ এবং ৩০০-র মতো মেডিক্যাল ডিভাইস। যে কোনও ব্র্যান্ডেড ওষুধের তুলনায় এখানে গড়ে ৫০-৯০ শতাংশ কম দামে ওষুধ পাওয়া যায়।

উল্লেখ্য, রেশন বণ্টন নিয়ে সার্বিকভাবে নানা অভিযোগ ওঠে। সেক্ষেত্রে রেশন দোকানে জনঔষধি কেন্দ্র খোলা হলে তাতে স্বচ্ছতা কতটা বজায় থাকবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে বাসিন্দাদের একাংশের মত, এক্ষেত্রে সরকারি নজরদারি করাটা অত্যন্ত দরকার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File