WB Matirkatha Scheme | মাটির কথা পোর্টাল – কৃষির উন্নয়নে অনলাইন ব্যবস্থা!

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

কৃষি সম্পর্কিত সব রকম সমস্যার সমাধানের জন্য 'মাটির কথা' হল একটি অনলাইন পোর্টাল যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত চাষীবন্ধুরা তাদের বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে থাকেন।


ভূমিকা | Introduction of Matirkatha

মাটির কথা অর্থাৎ যারা একদম মাটির সঙ্গে যুক্ত সেই সব কৃষক বন্ধু ও চাষীদের কথা। কৃষি সম্পর্কিত সব রকম সমস্যার সমাধানের জন্য 'মাটির কথা' হল একটি অনলাইন পোর্টাল যেখানে পশ্চিমবঙ্গের সমস্ত চাষীবন্ধুরা তাদের বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে থাকেন। মাটির কথা অ্যাপ্লিকেশন টি সম্পূর্ণভাবে কৃষকদের সুবিধার্থে, কৃষকদের কল্যাণের কথা চিন্তা করেই তৈরি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে । matirkatha net হল উক্ত পোর্টাল টির অফিসিয়াল ওয়েবসাইট ।

প্রকল্পটির শুভারম্ভ | The launch of Matirkatha

Trending Updates

নির্বাচনে জয়লাভ করে ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে কৃষিজ ক্ষেত্রে ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করার জোর দিয়েছেন । এই উদ্দেশ্য সফল করার জন্য তিনি দিয়েছেন কৃষিতে ব্যাপক গুরুত্ব। অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি কৃষিকেও ই-ব্যবস্থার আওতায় আনা হয়েছে। ইন্টারনেট নির্ভর কৃষক বন্ধুদের জন্য এই প্রকল্পের সূচনা হয় ২০১৪-১৫ সালে, যা সমগ্র রাজ্যে শুরু হয় ২০১৫-১৬ সালে। এই পরিষেবার সুবিধা লাভ করতে মোবাইল ফোনে ইন্টারনেট থাকাটাই একমাত্র শর্ত ।২০১৭-১৮ সালে কৃষকদের অ্যাপ্লিকেশন ‘মাটির কথা কৃষকের কথা’ চালু হয়েছিল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মাটির কথা পোর্টালের মাধ্যমে।

কৃষি বিভাগ
কৃষি বিভাগ

প্রকল্পটির উদ্দেশ্য | Purpose of Matirkatha

মাটির কথা অ্যাপ্লিকেশনে ৯৩টি শস্যের জন্য সমস্ত প্রয়োজনীয় বিজ্ঞানসম্মত উপায়ের বিস্তারিত বিবরণ দেওয়া থাকে। এখানে চাষ বা কৃষি সংক্রান্ত নানারকম জিজ্ঞাসাবাদ ও করা যায়, যেমন জমিতে যথাযথ কোন সার ও কত পরিমাণে কীটনাশক ব্যবহার করা উচিত ইত্যাদি র মতো সমস্ত তথ্য এই পোর্টালে পাওয়া যাবে। প্রশ্নের যাবতীয় উত্তর লাভ করা যাবে এসএমএস মারফত। এ পর্যন্ত ২৬০০০০ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটটি হল, www.matirkatha.gov.in

অধিক সহায়তার জন্য প্রকল্প সম্বন্ধীয় টোল ফ্রি নম্বর এবং ওয়েবসাইট | Necessary contact for Matirkatha

কৃষকদের সহায়তার জন্য মাটির কথা প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে বা কোনো প্রশ্ন থাকলে নিম্নে উল্লিখিত টোল ফ্রি নম্বরে যোগাযোগ করা যেতে পারে 

18001031100 হল টোলফ্রি নম্বর যেটি সোম থেকে শনি সকাল ৭টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত খোলা।

এছাড়াও আরও বিশদে জানতে কৃষকরা তাঁর নিজের নিজের ব্লকের সহ-কৃষি অধিকর্তার দপ্তরের সাথে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া www.matirkatha.gov.in, এই ওয়েবসাইট টি থেকেও তারা সহায়তা পেতে পারেন ।

মাটির কথা পোর্টালের মাধ্যমে অনলাইন লাইসেন্সিং সিস্টেম | online licensing system through ‘Matirkatha’

মাটির কথা পোর্টাল
মাটির কথা পোর্টাল

পশ্চিমবঙ্গ সরকার, ‘মাটির কথা অনলাইন লাইসেন্সিং’ সিস্টেম ও চালু করেছে। মাটিরকথা লাইসেন্স পাওয়ার জন্য যে কোন উদ্যোক্তা বা দোকানের মালিক চাষের জন্য সার, বিভিন্ন ফসলের বীজ ও কীটনাশক এবং রাসায়নিক সার বিক্রয় করার জন্য সরকারের তরফ থেকে লাইসেন্স প্রাপ্তির জন্য অনলাইনে আবেদন করতে পারেন। সমগ্র লাইসেন্সিং প্রক্রিয়া টি হল স্বয়ংক্রিয় ।যিনি আবেদনকারী তাঁকে শুধু ১বার যেতে হবে দপ্তরে নিজের ডকুমেন্টস অথবা নথী যাচাই এর জন্য। যাচাইয়ের পর সমস্ত তথ্য সঠিক প্রমাণিত হলে ১ মাসের মধ্যে লাইসেন্স পাওয়া যাবে।

প্রকল্পের সুবিধা সমূহ | Benefits of Matirkatha

কৃষকদের যাবতীয় সহায়তা করার জন্য “মাটির কথা” অ্যাপ্লিকেশন তৈরি করেছে রাজ্য সরকার। পূর্বে উল্লেখিত এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কৃষকরা সরাসরি যাবতীয় কৃষি সংক্রান্ত দরকারি জিজ্ঞাস্যের উত্তর পেতে পারেন। গুগল প্লেস্টোরে গিয়ে 'Matir Katha' লিখে অনুসন্ধান করলে পাওয়া যাবে কৃষকদের সহায়তাকারী এই মোবাইল অ্যাপ্লিকেশনটি। এই অ্যাপ্লিকেশনটি থেকে কৃষকদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়ে থাকে। চাষবাস সংক্রান্ত প্রশ্নের উত্তর থেকে শুরু করে প্রাকৃতিক যেকোনো দুর্যোগের রিপোর্ট সংক্রান্ত সহায়তা মিলবে কৃষকের তথ্য নিবন্ধীকরণের এই পোর্টালটির মাধ্যমে । কৃষক বন্ধুরা চাইলে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে কৃষি দপ্তরে যোগাযোগও করতে পারবেন। মাটির কথা অ্যাপলিকেশন থেকে, সরকারি নানান প্রকল্পের বিবরণ মিলবে, এবং সব বিবরণ ও প্রশ্নের উত্তরেই পাওয়া যাবে বিশেষজ্ঞদের মতামত।

কৃষি দফতর দ্বারা প্রকাশিত Matirkatha web portal - https://matirkatha.net/  মাধ্যমে একদিকে যেমন West Bengal All Farmers বিভিন্ন সমস্যার কথা বলতে পারবে তেমনি আধুনিক যন্ত্রপাতি সহযোগে সরকার দ্বারা কৃষকদের বিভিন্ন পারামর্শ দেওয়া হয়ে থাকে।

এ ছাড়াও Matirkatha toll free Number দ্বারা কৃষকরা নিজেদের যে কোনো সমস্যার কথা যেমন - ফসলের সমস্যার, মৎস চাষে কোনো সমস্যা, প্রাকৃতিক দুর্যোগের মতন অসুবিধার কথা খুব সহজেই জানাতে পারেন। এছাড়া মাটির কথা স্বাস্থ্য কার্ড, কৃষিযন্ত্র ক্রয় করতে কৃষদের আর্থিক সাহায্যে প্রভূত কার্যকরী । 

রেজিস্ট্রেশনের জন্য | Matirkatha registration

বিভিন্ন সার্ভিসের নিবন্ধীকরণের জন্য মাটির কথা পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজেই তা করা যাবে। 

মাটির কথা অনলাইন আবেদন করার প্রক্রিয়া | Application for Matirkatha

উক্ত পোর্টালে অনলাইন আবেদন করার জন্য আবেদনকারীকে আগে matirkatha.net বা www.matirkatha.gov.in খুলতে হবে এবং তার পরে আবেদনকারীর যার জন্য বা যে কারণে আবেদন করছেন তা ক্লিক করে আবেদন করতে পারা যাবে।

মাটির কথা
মাটির কথা

মাটির কথা লাইসেন্স পাওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস | Requird documents for Matirkatha license 

  1. প্যান কার্ড
  2. পাসপোর্ট ছবি (JPEG Format Only )
  3. ড্রাইভারি লাইসেন্স
  4. খাজনার রশিদ
  5. দলিল
  6. আরো কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস

মাটির কথার লাইসেন্সের জন্য আবেদন করার প্রক্রিয়া | Application process of Matirkatha

মাটির কথা লাইসেন্সের জন্য আবেদন করতে হলে এর জন্য আগে আবেদনকারীকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি কিসের জন্য লাইসেন্স নিতে চান; বীজ, নাকি কীটনাশক বা অন্য কিছু।

  • Matirkatha official Website এ গিয়ে Click করতে হবে।
  • নিচের দিকে "অনলাইন লাইসেন্স সিস্টেম". নামে একটি option এ ক্লিক করতে হবে। 
  • এবার আবেদনকারীকে login করতে হবে নিজের username ও password দ্বারা।

মাটির কথা অ্যাপ ডাউনলোড | Mobile application download of Matirkatha

মাটির কথা অ্যাপ ডাউনলোড
মাটির কথা অ্যাপ ডাউনলোড

মাটির কথা অ্যাপ ডাউনলোড করতে হলে Google play Store এ গিয়ে "MatirKatha-Krishaker Katha" লেখার পর সাথে সাথেই অ্যাপটি দেখতে পারা যাবে এবং পরবর্তীতে ডাউনলোড করতে হবে।

কিভাবে অনলাইন এ লাইসেন্স এর জন্য আবেদন করতে পারবেন | How to apply for Matirkatha online license 

অনলাইনে লাইসেন্সের আবেদনের জন্য নিচের পিডিএফ (PDF) টি Download করতে হবে

"Matirkotha Licence PDF Download .pdf - Google Drive"

প্রকল্পের বাস্তবায়ন | Implementation of Matirkatha

মাটির কথা পোর্টালের অভূতপূর্ণ সাফল্যে ফলে এই মুহূর্তে রাজ্যের সমস্ত ব্লকের কৃষি দপ্তরে অন্তত তিনটি করে কম্প্যুটার উপলব্ধ আছে যা ইন্টারনেট পরিষেবা যুক্ত। এছাড়া ল্যাপটপ, প্রোজেক্টর ও ট্যাবলেট কম্প্যুটার আছে ই-গভর্নেন্স প্রকল্পের অাওতায়। এর ব্যাতিরেকে ও মহকুমা, জেলা, রেঞ্জ ও রাজ্য কৃষি দপ্তরগুলিও উপযুক্তভাবে কম্প্যুটার ও ইন্টারনেট পরিষেবা লাভ করছে। রাজ্য সরকার ২০১৬-১৭ সাল পর্যন্ত ১৯.৪০ কোটি টাকা ব্যয় করেছে কৃষিতে ই-ব্যবস্থার জন্য। ২০১৭-১৮ সালে আরও ৪.৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই বাবদ।

প্রশ্নোত্তর - Frequently Asked Questions

মাটির কথা প্রকল্পের বৈশিষ্ট্য কী?

মাটির কথা’ প্রকল্পটি, কৃষি প্রযুক্তির সহায়ক এবং উর্ধতন আধিকারিক সমূহকে করে তুলবে পশ্চিমবঙ্গের পরবর্তী কৃষিবিপ্লবের পথিকৃৎ। এই অ্যাপ্লিকেশনটির ফলে মোবাইল এবং ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে পশ্চিমবঙ্গের চাষীদের যাবতীয় প্রশ্নের এবং সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে।

উক্ত প্রকল্প টি পরিচালনার দায়িত্বে কে আছেন?

এই প্রকল্পের মুখ্য পরিচালন অধিকারিক হচ্ছেন কৃষিদপ্তরের সর্বোচ্চ পদাধিকারিকরা।

মাটির কথা অ্যাপ্লিকেশনটির টোল ফ্রি নম্বর কী ?

18001031100 হল টোলফ্রি নম্বর যেটি সোম থেকে শনি সকাল ৭টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত খোলা।

মাটি কথা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে গেলে কী করতে হবে ?

মাটির কথা অ্যাপ ডাউনলোড করতে হলে Google play Store এ গিয়ে "MatirKatha-Krishaker Katha" লেখার পর সাথে সাথেই অ্যাপটি দেখতে পারা যাবে এবং পরবর্তীতে ডাউনলোড করতে হবে।




Contents ( Show )

পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File