বিজ্ঞান

Chandrayaan 3 Current Status । 'ঘুম' থেকে উঠলো না বিক্রম ও প্রজ্ঞান! ইসরোর ডাকে সারা দিচ্ছে না চন্দ্রযান ৩! আশা ছাড়তে তবুও নারাজ বিজ্ঞানীরা!

Chandrayaan 3 Current Status । 'ঘুম' থেকে উঠলো না বিক্রম ও প্রজ্ঞান! ইসরোর ডাকে সারা দিচ্ছে না চন্দ্রযান ৩! আশা ছাড়তে তবুও নারাজ বিজ্ঞানীরা!
Key Highlights

২২সে সেপ্টেম্বর সূর্যের এল পড়েছে চাঁদে। এদিন ফের বিক্রম প্রজ্ঞানের জেগে ওঠার আশা দেখেছিলেন ইসরোর বিজ্ঞানীরা, তবে চন্দ্রযান -৩ এর বর্তমান স্ট্যাটাস এখনও স্লিপ মোডে। যদিও এখনই হাল ছাড়ছেন না ইসরোর চন্দ্রযান-৩ এর বিজ্ঞানীরা।

চির ঘুমেই রয়ে গেলো চন্দ্রযান ৩ (ISRO Chandrayaan 3)। বহু চেষ্টার পরেও পৃথিবীর ডাকে সারা দিলো না বিক্রম, প্রজ্ঞান। চাঁদের মাটিতে কাজ শেষের পর স্লিপ মোডে পাঠিয়ে দেওয়া হয়েছিল চন্দ্রযান-৩ অভিযানের অবতরণ যান বিক্রম এবং অভিযাত্রী যান প্রজ্ঞানকে। কথা ছিল, চাঁদে যখন আবার সূর্য উঠবে, তখন তাদের ঘুম ভাঙানোর চেষ্টা করা হবে। কিন্তু শুক্রবার, ২২সে সেপ্টেম্বর সন্ধ্যায় ইসরোর সেই চেষ্টা সফল হয়নি। চন্দ্রযান-৩ এর বর্তমান স্ট্যাটাস (chandrayaan 3 current status) এখনও স্লিপ মোডেই রয়েছে বলে জানিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা।

চন্দ্রযান -৩ এর বর্তমান স্ট্যাটাস সম্পর্কে আরও পড়ুন : প্রজ্ঞানের পর ঘুমিয়ে পড়লো বিক্রম! রোভার-ল্যান্ডারের 'ঘুম' ভাঙাতে সাহায্য নাসার!

২৩ সে আগস্ট দিনটি সকল ভারতীয়দের জন্য চিরস্মরণীয়। কারণ সেদিনই পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছিল ভারত (India), তথা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (Indian Space Research Organization) অর্থাৎ ইসরোর চন্দ্রযান ৩ (ISRO Chandrayaan 3)। চাঁদের মাটিতে নেমে নানান গবেষণা করে সময় মতো ঘুমিয়েও পরে চন্দ্রযান ৩ এর ল্যান্ডার বিক্রম (Bikram) ও রোভার প্রজ্ঞান (Rover)। আজ সেই প্রজ্ঞান - বিক্রমের ঘুম থেকে ওঠার সম্ভাবনা দিন ছিল।

চাঁদের শিবশক্তি পয়েন্টে এসে পড়েছে সূর্যের মিঠে রোদ। অর্থাৎ এই সূর্যের আলোতেই ফের চন্দ্রযান ৩ এর চালু হওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবার রাত থেকেই ইসরোর বিজ্ঞানীরা নানাবিধ পরীক্ষা চালু করেছেন বিক্রম ও প্রজ্ঞানকে ঘুম থেকে তোলার জন্য। চন্দ্রযান ৩ এর বর্তমান স্ট্যাটাস (chandrayaan 3 current status) অনুযায়ী, চাঁদের দক্ষিণ মেরুর যে শিবশক্তি পয়েন্টে বিক্রম এবং প্রজ্ঞান পা পড়েছিল, সেখানে ইতিমধ্যে সূর্যের আলো পড়েছে। ফলে সেখানে বরফ জমা তাপমাত্রা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। সূর্যের আলোর সাহায্যে বিক্রম ও ল্যান্ডারের সোলার প্যানেলগুলি আবার সতেজ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, সূর্যের তাপে সোলার প্যানেল চার্জ হয়ে গেলেই ফের ইসরোর চন্দ্রযান ৩ এর (ISRO Chandrayaan 3) সচল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।

উল্লেখ্য, গত ৪ ঠা সেপ্টম্বর বিক্রম ল্যান্ডার এবং রোভার প্রজ্ঞান স্লিপ মোডে চলে যায়। ঘুমিয়ে পড়ার আগেই চন্দ্রযান ৩ আবিষ্কার করেছে অক্সিজেন সহ একাধিক যৌগের হদিস থেকে শুরু করে চন্দ্রকম্পন।চাঁদের মাটিতে ঘুরে তথ্য সংগ্রহকারী প্রজ্ঞানকে গত ২ সেপ্টেম্বর ঘুম পাড়িয়েছিল ইসরো। অন্য দিকে, চাঁদে অবতরণের পর প্রজ্ঞানের মতো ঘুরে বেড়াতে না পারলেও বিক্রম এক জায়গায় দাঁড়িয়ে থেকেই একের পর এক পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে গিয়েছে। চাঁদে নিজের কাজ সুষ্ঠু ভাবে সম্পন্নও করেছে। সেই বিক্রমকেও গত ৪ সেপ্টেম্বর নিষ্ক্রিয় করে দিয়েছিল ইসরো।

তবে যেহেতু ১৪ দিনের আয়ু নিয়ে চাঁদের দেশে গিয়েছিল ইসরোর চন্দ্রযান ৩ (ISRO Chandrayaan 3) ফলে সূর্য গ্রহণ হতেই ঘুমের দেশে চলে যায় ইসরোর তৃতীয় চন্দ্রযান। তবে এদিন চাঁদের মাটিতে সূর্যের আলো পড়তেই ফের আশার আলো দেখেন বিজ্ঞানীরা। ফের ১৪ দিন চাঁদের মাটিতে ঝকঝক করবে আলো। ফলে আশা ছিল, যদি যন্ত্রপাতির ব্যাচারি চার্জ হয় তবে ফের জেগে উঠতে পারে বিক্রম ও প্রজ্ঞান। সেই পরিস্থিতিতে চন্দ্রযান-৩ মিশনের ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞানের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। বিজ্ঞানীদের আশা, যদি সেই কাজে সফল হয় ইসরো, তাহলে চন্দ্রপৃষ্ঠে আরও কয়েকদিন পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারবে ল্যান্ডার এবং রোভার।

কিন্তু ইসরো জানিয়েছে, বিক্রম বা প্রজ্ঞানের কাছ থেকে কোনও সিগন্যালই এসে পৌঁছয়নি পৃথিবীতে। তবে একই সঙ্গে ইসরো এ-ও জানিয়েছে যে, সাড়া না পেলেও এখনই হাল ছাড়তে নারাজ তারা।


Israel Attack Gaza | ঈদের দিনেও ইজরায়েলি হামলায় ৬৮ জনের প্রাণহানি! মৃত্যু নিষ্পাপ শিশুদেরও!
Magrahat Station | মগরাহাট স্টেশনে অগ্নিকান্ড! বন্ধ রইলো ডায়মন্ড হারবার লাইনের ট্রেন চলাচল!
Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
Myanmar Update | মৃত্যুপুরী মায়ানমারে ফিল্ড হাসপাতাল বানাচ্ছে ভারত, পরিষেবা দেবেন ১১৮ জন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
২১ টি সেরা যোগাসন এবং তাদের উপকারিতা সঙ্গে ছবি | 21 yoga poses and their benefits with photo
কলকাতায় নেমেই ইডেন গার্ডেন্সে হাজির রাহুল দ্রাবিড়