Rahul Purkayastha | প্রয়াত হলেন উদ্বাস্তু কলোনির সংগ্রামী রোজনামচার কবি 'রাহুল পুরকায়স্থ'
Friday, July 25 2025, 11:22 am
Key Highlightsশেষপর্যন্ত মৃত্যু কখনও গ্রাস করতে পারে না কবিতাকে। রাহুল পুরকায়স্থর শারীরিক মৃত্যুর পরও তাই তাঁর কবিতারা রয়ে গেল।
প্রিয়জনদের উপস্থিতিতে শেষবারের মতো বিদায় নিলেন কবি রাহুল পুরকায়স্থ। এদিন দুপুর ২:১০ মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুর সময় কবির বয়স হয়েছিল ৬০ বছর। হাসপাতাল সূত্রে খবর, একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল তাঁর। ‘নেশা এক প্রিয় ফল’, ‘ও তরঙ্গ লাফাও’, ‘আমার সামাজিক ভূমিকা’, ‘সামান্য এলিজি’র মতো বহু স্মরণীয় কাব্যগ্রন্থ রচনা করেছেন তিনি। লেখালেখির জন্য পেয়েছেন পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সুভাষ মুখোপাধ্যায় সম্মাননা। সারা জীবনে তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ২০।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- কবি
- বাংলা সাহিত্য
- সাহিত্য
- সাহিত্যিক
- প্রয়াত

