বড় চমক ভারতীয় রেলের! এবার থাইল্যান্ড ঘুরিয়ে দেখাবে IRCTC

Wednesday, June 29 2022, 4:50 pm
বড় চমক ভারতীয় রেলের! এবার থাইল্যান্ড ঘুরিয়ে দেখাবে IRCTC
highlightKey Highlights

এতদিন ভারতীয় রেলের মাধ্যমে নানা ট্যুর প্যাকেজে গিয়ে ঘুরেছেন যাত্রীরা, সেক্ষেত্রে সৌজন্য দিতে হয় IRCTC-কে। এবার এই ট্যুরকেই আন্তর্জাতিক স্তরে নিয়ে গেল IRCTC।


এবার শুধু দেশের অভ্যন্তরে নয় আন্তর্জাতিক ট্যুর প্যাকেজ নিয়ে এল ভারতীয় রেলের খাবারের দায়িত্বে থাকা আইআরসিটিসি। পূর্ব রেলের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নেপাল, ব্যাংকক, ফুকেত, পাটায়া সহ থাইল্যান্ড ঘুরিয়ে দেখাবে আইআরসিটিসি।

এই তিনটির মধ্যে একটির নাম রাখা হয়েছে "স্বাধীনতা দিবস স্পেশাল থ্রিলিং থাইল্যান্ড", অপরটির নাম রাখা হয়েছে "ফুকেট ক্রবি স্পেশাল প্যাকেজ" ও "নেপাল নির্ভানা প্যাকেজ গ্রুপ-2"। পূর্ব রেলের তরফে তিনটি প্যাকেজের বিস্তারিত জানানো হয়েছে।

প্রথম প্যাকেজ অর্থাৎ "স্বাধীনতা দিবস স্পেশাল থ্রিলিং থাইল্যান্ড"- এর খরচ পড়বে জন প্রতি 38 হাজার 68 টাকা। ১১ই আগষ্ট যাত্রা শুরু করে এতে পাঁচ রাত্রি ছয় দিন ধার্য করা হয়েছে ঘোরার জন্য। এতে ব্যাংকক অথবা পাটায়া ঘোরার সুযোগ থাকবে বলেই জানাচ্ছে পূর্ব রেল। পাশাপাশি দুর্গা পূজার সময় চালু হচ্ছে "ফুকেট ক্রবি স্পেশাল প্যাকেজ"। এতে জন প্রতি খরচ হবে ৫৭ হাজার ৪১৬ টাকা। ১লা অক্টোবর যাত্রা শুরু করে মোট পাঁচ রাত্রি ছয় দিনের এই প্যাকেজে ঘোরার সুযোগ থাকবে ফুকেট অথবা ক্রবি ট্যুরে।

Trending Updates

তৃতীয় ও অন্তিম প্যাকেজ "নেপাল নির্ভানা প্যাকেজ গ্রুপ-2"- এর জন্য জন প্রতি খরচ পড়বে 27 হাজার 896 টাকা। এই প্যাকেজের জন্য হাওড়া - রক্সৌল - হাওড়া বিশেষ চাটার্ড 3 টায়ার বাতানকুল কামরা যাত্রীদের জন্য ব্যবস্থা করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File