মাঝ আকাশে ONGC-এর একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। ফলে, জরুরি অবতরণ করা হয় আরব সাগরে (Arabian Sea)। উদ্ধার করা হয়েছে চার যাত্রীকে।
মাঝ আকাশে ONGC-এর একটি হেলিকপ্টারের বিপত্তি ঘটনায় হেলিকপ্টারটির জরুরি অবতরণ (Emergency Landing Of Helicopter) করানো হয়েছে। জানা গিয়েছে, আরব সাগরে (Arabian Sea) এমারজেন্সি ল্যান্ডিং হয়েছে হেলিকপ্টারটির। দুর্ঘটনার সময় হেলিকপ্টারে ছিলেন দু'জন পাইলট সহ মোট ন'জন। তার মধ্যে চারজন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধারের কাজ চলছে।
জানা গিয়েছে, মাঝ আকাশে বিপত্তি ঘটার পরই আরব সাগরের মুম্বই হাইতে সাগর কিরণ রিগে হেলিকপ্টারটির জরুরি অবতরণ করা হয়। দুই পাইলট ছাড়া বাকি ছয়জনই ONGC-র কর্মী। একজন চুক্তিভিত্তিক কর্মীও ছিলেন ওই হেলিকপ্টারে। সমুদ্রের নীচে একাধিক রিজার্ভার থেকে তেল সংগ্রহ করার জন্য আরব সাগরে রিগ তৈরি করেছে ONGC। এদিন এমারজেন্সি ল্যান্ডিংয়ের পর এমনই একটি রিগে নামিয়ে আনা হয় হেলিকপ্টারটি।
দুর্ঘটনার পর তাঁদের ফ্লোটারের মাধ্যমে নামিয়ে আনার চেষ্টা করা হয়। হেলিকপ্টারের সঙ্গেই ওই ফ্লোটারগুলি ছিল। কিন্তু, ঠিক কী কারণে হেলিকপ্টারটির জরুরি অবতরণ হল, তা এখনও জানা যায়নি। কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
- Related topics -
- দেশ
- পরিবহন
- বিমান দুর্ঘটনা