IPL 2023 | ইডেনে মুখোমুখি কলকাতা-রাজস্থান! প্লে-অফের খেলায় স্থান রক্ষা করতে মরণ বাঁচন ম্যাচ!

Thursday, May 11 2023, 1:50 pm
highlightKey Highlights

প্লে-অফার খেলায় থাকতে এদিনের ম্যাচ জিততেই হবে কেকেআর-কে। স্থান রক্ষা করতে মরিয়া রাজস্থানও। ইডেনে মুখোমুখি কেকেআর-রাজস্থান।


আইপিএল ২০২৩ (IPL 2023) এর মরণ বাঁচন ম্যাচ নিয়ে মুখোমুখি হতে চলেছে কলকাতা ও রাজস্থান। ইডেন গার্ডেন্স-এ (Eden Gardens) এদিন রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)-কে না হারাতে পারলে এবারের মতো আর পূরণ হবে না কেকেআর (KKR)-এর প্লে-অফ খেলার স্বপ্ন।

ইডেন গার্ডেন্স-এ মুখোমুখি কলকাতা ও রাজস্থান
ইডেন গার্ডেন্স-এ মুখোমুখি কলকাতা ও রাজস্থান

এদিন অর্থাৎ ১১ই মে, বৃহস্পতিবার সন্ধে ৭.৩০টায় ক্রিকেটের নন্দন কাননে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও রাজস্থান রয়্যালস। এদিনের ম্যাচে না জিতলে এবারের মতো কলকাতা ছিটকে যাবে প্লে অফ থেকে। একইভাবে স্থান রক্ষা করতে হবে রাজস্থানকেও।

Trending Updates
প্লে-অফের মরণ বাঁচন ম্যাচে ইডেনে সামনে সামনি কেকেআর-রয়্যালস
প্লে-অফের মরণ বাঁচন ম্যাচে ইডেনে সামনে সামনি কেকেআর-রয়্যালস

এর আগে ঘরের মাঠে গুজরাত টাইটান্সের (Gujarata Titans) কাছে হার  মানে রাজস্থান। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও পঞ্জাব কিংস (Punjab Kings)-এর বিরুদ্ধে জিতে প্লে-অফের স্বপ্ন ফের উজ্জ্বল দেখাচ্ছে নাইটদের। তবে প্লে-অফের খেলায় থাকতে হলে এখনও তিনটি ম্যাচের তিনটেই জিততে হবে নীতীশ রানাদের (Nitish Rana)।

এদিনের ম্যাচ না জিতলে প্লে-অফের খেলা থেকে বাদ হবে কলকাতা
এদিনের ম্যাচ না জিতলে প্লে-অফের খেলা থেকে বাদ হবে কলকাতা

তবে এদিন রাজস্থান রয়্যালসকে হারাতে কিছুটা মুশকিল হতে পারে নাইটদের। কারণ রাজস্থান আইপিএলের অন্যতম শক্তিশালী সঞ্জু স্যামসনের (Sanju Samson) টিম। দলে ব্যাটিং-বোলিং দু’দিকের ভারসাম্যও অনবদ্ধ। শেষ পাঁচ ম্যাচের চারটিতে হারলেও বেশ ছন্দে আছেন জস বাটলার (Jos Buttler) থেকে যশস্বী জয়সওয়াল (Yasswi Jaiswal ), সঞ্জু স্যামসনরা।

ট্রেন্ট বোল্টের কথায় স্পিনের লড়াইয়ে এগিয়ে রয়েছে রাজস্থান
ট্রেন্ট বোল্টের কথায় স্পিনের লড়াইয়ে এগিয়ে রয়েছে রাজস্থান

ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বৃহস্পতিবার দুই দলের স্পিন শক্তির পরীক্ষা হতে চলেছে। একদিকে কেকেআরের স্পিন ত্রিফলা - সুনীল নারাইন (Sunil Narine), বরুণ চক্রবর্তী (Varun Chakraborty) ও সুয়াশ শর্মা (Suyash Sharma)। অন্যদিকে, অশ্বিন (Ashwin), যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), এম অশ্বিন (M Ashwin) ও অ্যাডাম জাম্পা (Adam Zampa)। এদিনের ম্যাচ প্রসঙ্গে বুধবার রিঙ্কু সিং (Rinku Singh) জানিয়েছেন, ঘরের মাঠে বেশি সুবিধা পাবেন কেকেআরের স্পিনাররা। ফলে এগিয়ে  থাকবে নাইটরা। আবার এদিকে রাজস্থানের ট্রেন্ট বোল্ট (Trent Boult ) জানিয়েছেন, স্পিনের লড়াইয়ে তাঁরাই রয়েছেন আগে। ফলে এদিন ইডেনের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে অপেক্ষায় রয়েছেন সবাই।

আইপিএল-এর পয়েন্ট তালিকা অনুযায়ী ষষ্ঠ স্থানে রয়েছে কেকেআর ও রাজস্থান রয়েছে  পঞ্চম স্থানে
আইপিএল-এর পয়েন্ট তালিকা অনুযায়ী ষষ্ঠ স্থানে রয়েছে কেকেআর ও রাজস্থান রয়েছে পঞ্চম স্থানে

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) ২৭ রানে হারিয়ে আইপিএলে (IPL 2023) প্লে-অফের পথে আরও একধাপ এগিয়ে গেল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। আইপিএল-এর পয়েন্ট তালিকা (IPL Point Table) অনুযায়ী বর্তমানে, প্রথম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স (Gujarat Titans), দ্বিতীয়তে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings), তৃতীয়তে মুম্বই ইন্ডিয়ান্স (MI), চতুর্থতে লখনউ সুপার জায়েন্টস (Lucknow Supergiants),পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), কলকাতা নাইট রাইডার্স (KKR), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। অষ্টম স্থানে রয়েছে পঞ্জাব কিংস (Punjab Kings)। নবমে সংরাইজার হায়েদেরাবাদ (Sunrisers Hyderabad) ও দশম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File