IPL 2022: ম্যাচ হেরে শাস্তির মুখে রাহুল ও মার্কাস

Wednesday, April 20 2022, 7:53 am
highlightKey Highlights

আচরণবিধি ভঙ্গ করার জন্য শাস্তির মুখে পড়লেন লখনউ-এর অধিনায়ক এবং দলের অলরাউন্ডার।


লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) জন্য একাধিক খারাপ খবর। আচরণবিধি ভঙ্গ করার জন্য শাস্তির মুখে পড়লেন লখনউ-এর অধিনায়ক কেএল রাহুল এবং দলের অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। মঙ্গলবার ২০২২ আইপিএল-এর ৩১তম ম্যাচে রয়্যাল চ্যালে়ঞ্জার্স (RCB) ব্যাঙ্গালোরের কাছে ১৮ রানে হারতে হয়েছে কেএল রাহুলদের। তবে পরাজয়ের পাশাপাশি জোড়া ধাক্কা খেয়েছে লখনউ সুপার জায়ান্টস দল।

ম্যাচের সেরা 'ফিনিশার' কার্তিকের সঙ্গে বিরাট কোহলি। ছবি: টুইটার<br>
ম্যাচের সেরা 'ফিনিশার' কার্তিকের সঙ্গে বিরাট কোহলি। ছবি: টুইটার<br>

আরও পড়ুন: IPL 2022: করোনায় জর্জরিত আইপিএল, মিচেল মার্শ হাসপাতালে!

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ১৮ রানে হেরে যাওয়ার পরে লখনউ সুপার জায়ান্টস দলের জন্য আরও কিছু খারাপ খবর ছিল কারণ ইতিমধ্যেই অধিনায়ক কেএল রাহুল এবং অলরাউন্ডার মার্কাস স্টোইনিসকে আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। এদিনের ম্যাচের পরে তাঁকে বিশাল অঙ্কের জরিমানা দিতে হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File