Jalpaiguri | স্কুটিতে ডাম্পারের ধাক্কা, ঘটনাস্থলে মৃত্যু SIR-এর কাজে নিযুক্ত বিডিও কর্মী, আহত সহকর্মী

Saturday, January 31 2026, 1:52 pm
Jalpaiguri | স্কুটিতে ডাম্পারের ধাক্কা, ঘটনাস্থলে মৃত্যু SIR-এর কাজে নিযুক্ত বিডিও কর্মী, আহত সহকর্মী
highlightKey Highlights

মৃত্যু SIR-এর কাজে নিযুক্ত ময়নাগুড়ির বিডিও অফিসের কর্মী শম্পা রায়ের। তাঁর সহকর্মী পায়েল মোহন্ত গুরুতর আহত।


পথ দুর্ঘটনায় মৃত্যু হলো SIR এর কাজে নিযুক্ত এক বিডিও কর্মীর। আহত সহকর্মীও। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কে। নিহতের নাম শম্পা রায়। আহত পায়েল মোহন্ত। সূত্রের খবর, প্রতিদিনের মতো এ দিনও সকালে শম্পা ও পায়েল একটি স্কুটিতে চড়ে ময়নাগুড়ি বিডিও অফিসে যাচ্ছিলেন। জাতীয় সড়কের দশ দরগা এলাকায় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা মারে। তড়িঘড়ি তাঁদেরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শম্পাকে মৃত বলে ঘোষনা করে। সহকর্মী পায়েল গুরুতর আহত। ডাম্পারের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File