IPL 2022: করোনায় জর্জরিত আইপিএল, মিচেল মার্শ হাসপাতালে!

Tuesday, April 19 2022, 10:07 am
highlightKey Highlights

দিল্লি ক্যাপিটালস শিবিরে কোভিড ভীতি ধীরে ধীরে বাড়ছে। মিচেল মার্শ করোনা আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আইপিএল ২০২২ চলাকালীন দিল্লি দলে একাধিক সদস্যের করোনা হয়েছে। তাই দিল্লি ক্যাপিটালসের ম্যাচ পুণে থেকে সরিয়ে আনা হচ্ছে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে। এখনও পর্যন্ত মিচেল মার্শ-সহ চার জন করোনা আক্রান্ত। হাসপাতালে ভর্তি করানো হয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শকে।

সূত্রের খবর, মার্শের শরীরে করোনার উপসর্গ রয়েছে। সিটি ভ্যালু ১৭। তাই কোনও ঝুঁকি না নিয়ে মিচেল মার্শকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি! আসন্ন আইপিএল-এর পরই নিচ্ছেন অবসর

দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার মিচেল মার্শের কোভিড -১৯ পরীক্ষার ফল পজিটিভ হয়েছে। এর জেরে তাঁকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিল্লি ক্যাপিটালস মেডিকেল টিম মার্শের অবস্থা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে। দিল্লি ক্যাপিটালস বায়ো-বাবলের আরও কয়েকজন সদস্য, সহকারী সাপোর্ট স্টাফেরাও পজিটিভ হয়েছেন। যদিও তাঁরা সকলেই উপসর্গহীন। তাঁদের পরিস্থিতির উপরেও ফ্র্যাঞ্চাইজি নিবিড় ভাবে নজর রাখছে।

দিল্লি ক্যাপিটালসের কর্তৃপক্ষ




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File