পরপর ৭টি ম্যাচে পরাজয়ের পরও কী প্লে অফে যেতে পারবে মুম্বাই? কীভাবে তা সম্ভব জানুন
আইপিএলের ইতিহাসে এই প্রথম কোনো দল শুরুর সাত ম্যাচে পরাজিত হল। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে যা এক চূড়ান্ত লজ্জার ব্যাপার।
আইপিএলের ইতিহাসে এক নিকৃষ্টতম শুরু করেছে মুম্বই ইন্ডিয়ান্স। মরশুম শুরুর পর থেকেই টানা সাতটি ম্যাচ হেরেছে রোহিত শর্মার দল। আইপিএলের ইতিহাসে এরূপ ঘটনা এই প্ৰথমবার হয়েছে।
২০১৪-য় টানা পাঁচ ম্যাচে হেরেও প্লে অফে উঠেছিল মুম্বই ইন্ডিয়ান্স, এবার ও কী তা সম্ভব হবে? জেনে নেওয়া যাক কী বলছে অঙ্কের হিসাব
এর আগেও ২০১৪সালে মুম্বই ইন্ডিয়ান্স পাঁচ ম্যাচে পরাজিত হয়ে ও প্লে অফে উঠেছিল। তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ অন্যরকম। গত বৃহস্পতিবার সিএসকের বিরুদ্ধে শেষ বলে পরাজয় মুম্বইয়ের প্লে অফে ওঠার আশায় বিরাট ধাক্কা দিয়েছে।
অঙ্ক বলছে, প্লে অফে ওঠার জন্য একটি দলকে নূন্যতম ১৪ পয়েন্ট সংগ্রহ করতেই হয়। তবে এই পয়েন্টই শেষ নয়। ১৬ পয়েন্টে যে কোনও দল প্লে অফের দরজায় নিশ্চিন্তে পা রাখতে পারে। তবে ১৪ পয়েন্টেও যে কোনও দল শেষ চারে পৌঁছতে পারে। সেক্ষেত্রে নেট রান রেট বাকি দলগুলোর থেকে উন্নত হতে হবে।
মুম্বইয়ের বর্তমান নেট রানরেট -০.৮৯২। এখন মুম্বই যদি বাকি সমস্ত ম্যাচই জেতে, তাহলেও বড়সড় মার্জিনে জয় হাসিল করতে হবে। যাতে নেট রান রেট উন্নত হওয়ার সুযোগ থাকে। অর্থাৎ এখনও পর্যন্ত খাতায় কলমে মুম্বইয়ের প্লে অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অঙ্কের বিচারে সম্ভব হলেও, এটি বাস্তবায়িত হওয়া ভীষণই কঠিন।
- Related topics -
- খেলাধুলা
- আইপিএল
- আইপিএল ২০২২
- মুম্বাই ইন্ডিয়ান্স
- ক্রিকেট