দেশ

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে একটি ক্ষুধার্ত রয়েল বেঙ্গল টাইগারের কোপে এক ভারতীয় জেলে

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে একটি ক্ষুধার্ত রয়েল বেঙ্গল টাইগারের কোপে এক ভারতীয় জেলে
Key Highlights

ফের সুন্দরবনে বাঘের শিকার হলেন এক ভারতীয় জেলে। বৃহস্পতিবার সকালে সুন্দরবনের পশ্চিমবঙ্গ অংশের বসিরহাট রেঞ্জের মরিচঝাঁপি জঙ্গলে ঘটে ঘটনাটি।

বৃহস্পতিবার সকালে সুন্দরবনের পশ্চিমবঙ্গ অংশের বসিরহাট রেঞ্জের মরিচঝাঁপি জঙ্গলে দূর্গাপদ বরকান্দাজ (৬১) নামের এক মৎস্যজীবীকে জঙ্গলের ভেতর টেনে নিয়ে যায় একটি ক্ষুধার্ত রয়েল বেঙ্গল টাইগার। এ সময় ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। কিন্তু বাঘের কবল থেকে রক্ষা করা যায়নি দূর্গাপদকে। এখনও পর্যন্ত তার দেহাবশেষের সন্ধানও পাওয়া যায়নি।

বসিরহাট রেঞ্জটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশপরগনা জেলার অন্তর্গত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে মরিচঝাঁপি জঙ্গলের গাঁড়াল নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন দূর্গাপদ বরকান্দাজ ও তার প্রতিবেশী লক্ষ্মী মিস্ত্রি। দুজনই বসিরহাট মহকুমার গোসাবা ব্লকের কালিদাসপুর গ্রামের বাসিন্দা।

একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, জঙ্গলের সুরক্ষা বেড়ার বাইরে নদীর ধারে কাঁকড়া ধরছিলেন দূর্গাপদ ও লক্ষ্মী। ঠিক সেই মুহূর্তে গভীর জঙ্গল থেকে অতর্কিতে বেরিয়ে আসে একটি রয়্যাল বেঙ্গল টাইগার এবং দুর্গাপদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই দুর্গাপদের ঘাড়ে কামড় দিয়ে তাকে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে বাঘটি। তারপর ডাঙায় উঠে তাকে টানতে টানতে গভীর জঙ্গলে পালিয়ে যায়।

এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন দূর্গাপদের স্ত্রী লক্ষ্মী মিস্ত্রি। আচমকা এমন মর্মান্তিক খবর পেয়ে শোকে কান্নায় ভেঙে পড়ে দূর্গাপদের পরিবার। গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। দূর্গাপদ বাঘের কবলে পড়ার দু’দিন আগে, মঙ্গলবার ভোরে সুন্দরবনের ঝিলা ৫ জঙ্গলে নিখোঁজ হন গোসাবা ব্লকের সুন্দরবন উপকূল থানার অন্তর্গত লাহিড়ীপুর গ্রামের জেলে শিবপদ সরকার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বাঘের আক্রমণে নিখোঁজ হলেন আরেক ভারতীয় মৎস্যজীবী।


Earthquake | ৭.১ মাত্রার জোরালো ভূমিকম্পে কাঁপলো প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র 'টোঙ্গা', সুনামির আশংকায় বিশ্ব!
Myanmar Update | ভূমিকম্পে মৃত্যুপুরী মায়ানমার, তছনছ জনজীবন, গৃহযুদ্ধে বিরতি ঘোষণা সরকার বিরোধী পক্ষের
Durgapur Barrage Bridge | ১৯৬৪ সালের পর প্রথমবার, সংস্কার হবে দুর্গাপুর ব্যারাজ ব্রিজের! তার আগে তৈরী হবে বিকল্প পথ!
Vidyasagar University | কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিশা দেখাচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়! ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের সঙ্গে প্রকাশ হলো 'সকলের জন্য AI' বই!
Train Cancelled | হাওড়ার খড়গপুর ডিভিশনে বাতিল একাধিক লোকাল ট্রেন ও দূরপাল্লার ট্রেন! ভোগান্তি যাত্রীদের
Guillain Barre Syndrome | আতঙ্কের নয়া নাম গুলেন ব্যারি সিনড্রোম! কীভাবে হচ্ছে এই বিরল স্নায়ু রোগ? কারাই বা আক্রান্ত হচ্ছেন বেশি?
১০০ টি দারুন সব আজব ফ্যাক্ট | Unique & Interesting Facts in Bangla