Purulia | পুরুলিয়ায় বরফ! তাপমাত্রা জিরো ডিগ্রির নিচে না নেমেও কী করে হচ্ছে তুষারপাত?

Monday, January 12 2026, 3:23 am
Purulia | পুরুলিয়ায় বরফ! তাপমাত্রা জিরো ডিগ্রির নিচে না নেমেও কী করে হচ্ছে তুষারপাত?
highlightKey Highlights

তবে এটা বরফ বা তুষারপাত নয়, ‘গ্রাউন্ড ফ্রস্ট’ বা ‘ভূমি তুহিন’।


সর্বনিম্ন তাপমাত্রা শূন্যের নিচে নামেনি, তবুও পুরুলিয়ার পাহাড়ি এলাকায় পড়ল বরফ! টানা ৫ দিন ধরে এই ঘটনা দেখা যাচ্ছে। এর আগে ২০১৯ সালে একই রকম তুষার পড়ার ঘটনা ঘটেছিল। চলতি মরশুমে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে রেকর্ড ভেঙেছে এই মালভূমির জেলা। রবিবার সকাল হতেই অযোধ্যা হিলটপের সীতাকুণ্ড এলাকায় ঘাসে তুষারের সাদা আস্তরণ দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, সর্বনিম্ন তাপমাত্রা জিরো ডিগ্রির উপরে ও ৫ ডিগ্রির নিচে থাকলেও তুষার জমে। তবে এটা বরফ বা তুষারপাত নয়, ‘গ্রাউন্ড ফ্রস্ট’ বা ‘ভূমি তুহিন’।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File