Purulia | পুরুলিয়ায় বরফ! তাপমাত্রা জিরো ডিগ্রির নিচে না নেমেও কী করে হচ্ছে তুষারপাত?
Monday, January 12 2026, 3:23 am

Key Highlightsতবে এটা বরফ বা তুষারপাত নয়, ‘গ্রাউন্ড ফ্রস্ট’ বা ‘ভূমি তুহিন’।
সর্বনিম্ন তাপমাত্রা শূন্যের নিচে নামেনি, তবুও পুরুলিয়ার পাহাড়ি এলাকায় পড়ল বরফ! টানা ৫ দিন ধরে এই ঘটনা দেখা যাচ্ছে। এর আগে ২০১৯ সালে একই রকম তুষার পড়ার ঘটনা ঘটেছিল। চলতি মরশুমে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে রেকর্ড ভেঙেছে এই মালভূমির জেলা। রবিবার সকাল হতেই অযোধ্যা হিলটপের সীতাকুণ্ড এলাকায় ঘাসে তুষারের সাদা আস্তরণ দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, সর্বনিম্ন তাপমাত্রা জিরো ডিগ্রির উপরে ও ৫ ডিগ্রির নিচে থাকলেও তুষার জমে। তবে এটা বরফ বা তুষারপাত নয়, ‘গ্রাউন্ড ফ্রস্ট’ বা ‘ভূমি তুহিন’।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পুরুলিয়া
- আবহাওয়া
- তুষারপাত


