Ind vs Nz ODI | নিউজিল্যান্ডের ৩০০ রানের গুগলি হেলায় ওড়ালো ভারত, ৭ রানে সেঞ্চুরি হাতছাড়া বিরাটের

Sunday, January 11 2026, 5:19 pm
Ind vs Nz ODI | নিউজিল্যান্ডের ৩০০ রানের গুগলি হেলায় ওড়ালো ভারত, ৭ রানে সেঞ্চুরি হাতছাড়া বিরাটের
highlightKey Highlights

রবিবার ভদোদরায় ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের একদিনের ম্যাচে তিনশো রানের বিরাট লক্ষ্য ছুড়ে দিয়েছিল কিউয়িরা।


রবিবার বাউন্ডারি আর ছক্কার উপর ভর করে ৮ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩০০ রান করে ফেলে নিউজিল্যান্ড। পাল্টা ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিল ভারত। ব্যাট করতে নেমে ধরে খেলতে শুরু করেন রোহিত শর্মা এবং শুভমন গিল। ২৯ রানে সাজঘরে ফিরতে হয় রোহিতকে। ৫৬ রানের মাথায় গ্লেন ফিলিপ্সের হাতে ক্যাচ জমা দিয়ে ফেরেন শুভমন। সেঞ্চুরি করতে মাত্র ৭ রান বাকি থাকতেই ব্রেসওয়েলের হাতে নিজের উইকেট দিয়ে বসেন বিরাট। ১ রানের জন্য নিজের অর্ধশতরান মিস করেন শ্রেয়স আইয়ার। ছক্কা মেরে ম্যাচ জেতান কেএল রাহুল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File