Jammu-Kashmir | জম্মু-কাশ্মীর সীমান্তে উড়ছে একাধিক সন্দেহভাজন ড্রোন! রবির সন্ধ্যায় জারি হাই অ্যালার্ট
Sunday, January 11 2026, 6:12 pm

Key Highlightsরবিবার সূর্যাস্তের পরেই ভারতের আকাশসীমায় অন্তত পাঁচটি ড্রোন বা উড়ন্ত বস্তু নজরে আসে।
ছুটির সন্ধ্যায় আতঙ্ক জম্মু ও কাশ্মীরের পাক সীমান্তবর্তী এলাকায় ফের ড্রোন আতঙ্ক। রবিবার সূর্যাস্তের পরেই সাম্বা, রাজৌরি এবং পুঞ্চ জেলায় আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা বরাবর অন্তত পাঁচটি ড্রোন বা উড়ন্ত বস্তু নজরে আসে। এরপরই হাই অ্যালার্ট জারি হয় এলাকায়। রাজৌরি জেলার নওশেরা সেক্টরে ড্রোন নজরে আসতেই গুলিবর্ষণ শুরু করে ভারতীয় সেনা। তেরিয়াথ এবং কালাকোট এলাকাতেও আলো জ্বলতে নিভতে থাকা সন্দেহজনক উড়ন্ত বস্তু দেখা গিয়েছে। সেনাকর্তাদের অনুমান ড্রোনগুলি পাকিস্তান থেকে পাঠানো হয়েছে।
- Related topics -
- দেশ
- জম্মু কাশ্মীর সরকার
- জম্মু-কাশ্মীর
- পাকিস্তান
- ড্রোন হামলা
- পাক ড্রোন


