সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে একটি ক্ষুধার্ত রয়েল বেঙ্গল টাইগারের কোপে এক ভারতীয় জেলে

Thursday, August 25 2022, 3:54 pm
highlightKey Highlights

ফের সুন্দরবনে বাঘের শিকার হলেন এক ভারতীয় জেলে। বৃহস্পতিবার সকালে সুন্দরবনের পশ্চিমবঙ্গ অংশের বসিরহাট রেঞ্জের মরিচঝাঁপি জঙ্গলে ঘটে ঘটনাটি।


বৃহস্পতিবার সকালে সুন্দরবনের পশ্চিমবঙ্গ অংশের বসিরহাট রেঞ্জের মরিচঝাঁপি জঙ্গলে দূর্গাপদ বরকান্দাজ (৬১) নামের এক মৎস্যজীবীকে জঙ্গলের ভেতর টেনে নিয়ে যায় একটি ক্ষুধার্ত রয়েল বেঙ্গল টাইগার। এ সময় ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। কিন্তু বাঘের কবল থেকে রক্ষা করা যায়নি দূর্গাপদকে। এখনও পর্যন্ত তার দেহাবশেষের সন্ধানও পাওয়া যায়নি।

বসিরহাট রেঞ্জটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশপরগনা জেলার অন্তর্গত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে মরিচঝাঁপি জঙ্গলের গাঁড়াল নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন দূর্গাপদ বরকান্দাজ ও তার প্রতিবেশী লক্ষ্মী মিস্ত্রি। দুজনই বসিরহাট মহকুমার গোসাবা ব্লকের কালিদাসপুর গ্রামের বাসিন্দা।

একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, জঙ্গলের সুরক্ষা বেড়ার বাইরে নদীর ধারে কাঁকড়া ধরছিলেন দূর্গাপদ ও লক্ষ্মী। ঠিক সেই মুহূর্তে গভীর জঙ্গল থেকে অতর্কিতে বেরিয়ে আসে একটি রয়্যাল বেঙ্গল টাইগার এবং দুর্গাপদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই দুর্গাপদের ঘাড়ে কামড় দিয়ে তাকে নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে বাঘটি। তারপর ডাঙায় উঠে তাকে টানতে টানতে গভীর জঙ্গলে পালিয়ে যায়।

Trending Updates

এই দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন দূর্গাপদের স্ত্রী লক্ষ্মী মিস্ত্রি। আচমকা এমন মর্মান্তিক খবর পেয়ে শোকে কান্নায় ভেঙে পড়ে দূর্গাপদের পরিবার। গোটা গ্রামে নেমে আসে শোকের ছায়া। দূর্গাপদ বাঘের কবলে পড়ার দু’দিন আগে, মঙ্গলবার ভোরে সুন্দরবনের ঝিলা ৫ জঙ্গলে নিখোঁজ হন গোসাবা ব্লকের সুন্দরবন উপকূল থানার অন্তর্গত লাহিড়ীপুর গ্রামের জেলে শিবপদ সরকার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বাঘের আক্রমণে নিখোঁজ হলেন আরেক ভারতীয় মৎস্যজীবী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File