Women’s ACC Emerging Cup | বাংলাদেশকে হারিয়ে এশিয়া ইমার্জিং কাপ জয় ভারতের জুনিয়র মহিলা ক্রিকেটারদের!

Wednesday, June 21 2023, 11:23 am
highlightKey Highlights

প্রথম বছরেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের পর এবার মহিলাদের ইমার্জিং কাপে বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে জয় লাভ ভারতের জুনিয়র মহিলা ক্রিকেটারদের।


ফের ভারতের জুনিয়র মহিলা ক্রিকেট দলের (Indian Junior Women's Cricket Team) সাফল্যের মুকুটে নয়া পালক। ফাইনালে বাংলাদেশকে (Bangladesh) ৩১ রানে হারিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) আয়োজিত মহিলাদের ইমার্জিং কাপে (Women's ACC Emerging Cup) চ্যাম্পিয়নশিপের খেতাব জিতে নিলো ভারত।

বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে মহিলাদের ইমার্জিং কাপে জয় ভারতের জুনিয়র মহিলা ক্রিকেটারদের
বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে মহিলাদের ইমার্জিং কাপে জয় ভারতের জুনিয়র মহিলা ক্রিকেটারদের

ফাইনালে টস জিতে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক শ্বেতা শেরাওয়াত (Shweta Sherawat)। ইনিংস ওপেন করতে নেমে অধিনায়ক শ্বেতা ২০ বলে তুলে নেন ১৩ রান। যার মধ্যে দুটি বল পাঠান বাউন্ডারির বাইরে। অপর ওপেনার উমা ছেত্রী (Uma Chhetri) ২০ বলে করেন ২২ রান। ২টি চার ও একটি ৬ মেরে দলকে এগিয়ে নিয়ে যান ছেত্রী। এরপর ভারতের জুনিয়র মহিলা দলের অধিনায়ক ফায়ার আসার পর ব্যাট হাতে মাঠে নামেন দীনেশ বৃন্দা (Dinesh Brinda)। এরপরেই ঝড়ের গতিতে রান ওঠে ভারতের। বৃন্দা ও কণিকা আহুজা (Kanika Ahuja) দুজনেই মিলে দুর্দান্ত পারফর্ম করেন। বৃন্দা পাঁচটি বাউন্ডারি এবং একটি ছক্কা মেরে ২৯ বলে ৩৬ রান করেন। অন্যদিকে, কণিকা চারটি বাউন্ডারি মেরে ও ২৩ বলে ৩০ রান করে অপরাজিত থেকে যান।

Trending Updates
ফাইনালে টস জিতে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিংয়ে নামে ভারত
ফাইনালে টস জিতে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিংয়ে নামে ভারত

প্রথমে ব্যাট করতে নেমে ভারত  ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১২৭ রান করলেও ইনিংসের মাঝপথে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া।ম্যাচে রান পাননি গোঙ্গাদি তৃষা (Gongadi Trisha), সৌম্যা তিওয়ারি (Soumya Tiwari), শ্রেয়াঙ্কা পাটিল (Shreyanka Patil) ও কাশভি গৌতম (Kashvi Gautam)। উল্লেখ্য, বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা (Nahida) দু’টি উইকেট নেন। ৪ ওভার হাত ঘুরিয়ে ১৩ রানের বিনিময়ে ২ উইকেট নেন নাহিদা। বাংলাদেশের অপর বোলার সুলতানা খাতুন (Sultana Khatun) উইকেট নেন ভারতের বৃন্দা এবং তৃষার।

ভারত  ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১২৭ রান করে
ভারত ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ১২৭ রান করে

অন্যদিকে, বাংলাদেশ ব্যাট হাতে নামার পরেই দিলারা আখতারের (Dilara Akhtar) উইকেট ছিনিয়ে নেয় ভারত। এরপর পর পর উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ১৩ ওভারে ৬৬ রানে বাংলাদেশ ছ’ উইকেট হারায়। পরবর্তীকালে বৃষ্টির কারণে খেলা সাময়িকের জন্য বন্ধ হয়ে যায়। তবে ফের খেলা শুরু হতেই আরও চাঙ্গা হয়ে মাঠে নাম ভারত। শুরু হয় ভারতীয় বোলাররা দাপট। ১৯.২ ওভারে ৯৬ রানে হার মেনে যায় বাংলাদেশ।  ভারতের শ্রেয়াঙ্কা পাটিল ব্যাট হাতে রান না করতে পারলেও বল হাতে বাংলাদেশের একাধিক উইকেট নেন তিনি।চার ওভারের বিনিময়ে ১৩ রান দিয়ে চার উইকেট সংগ্রহ করেন শ্রেয়াঙ্কা।

প্রথম বছরেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের পর এবার মহিলাদের ইমার্জিং কাপে জয় ভারতের জুনিয়র মহিলা ক্রিকেটারদের
প্রথম বছরেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের পর এবার মহিলাদের ইমার্জিং কাপে জয় ভারতের জুনিয়র মহিলা ক্রিকেটারদের

বর্তমানে বেশ দাপিয়ে বেড়াচ্ছে ভারতের মহিলা দল। প্রথম বছরেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (Under-19 World Cup) জেতে শেফালি বর্মার নেতৃত্বাধীন ভারত। এরপর মহিলাদের ইমার্জিং এশিয়া কাপ জয়ের খেতাবও পেলেন তারা। এই জয়ে খুশিতে উচ্ছাস  ভারতের ক্রিকেট মহল থেকে শুরু করে গোটা দেশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File