Bank privatisation: শুরু হচ্ছে আইন পরিবর্তনের কাজ, বেসরকারি হবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক!

Thursday, May 26 2022, 10:24 am
highlightKey Highlights

ব্যাঙ্ককে বেসরকারিকরণের পাশাপাশি কেন্দ্রের হাতে থাকা BPCL-এর মাত্র ৫২.৩ শতাংশ শেয়ার বিক্রি করতে চায় কেন্দ্রীয় সরকার।


লোকসভার আগামী মনসুন সেশনে ভারত সরকার 'সরকারি ব্যাঙ্ককে বেসরকারিকরণ' বিষয়ে সংক্রান্ত একটি বিল পাস করতে চায়। সূত্রের খবর অনুযায়ী, ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট বদল করে সরকারি ব্যাঙ্কে বেসরকারি বিনিয়োগের পথ প্রশস্ত করে ইতিমধ্যেই দুটি সরকারি ব্যাঙ্ককে বেসরকারিকরণের পদ্ধতি শুরু করেছে কেন্দ্রীয় সরকার। 

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামন ২০২১ সালে বলেছিলেন, কেন্দ্র সরকার বেশ কিছু সরকারি ব্যাঙ্ককে বেসরকারিকরণ করার কথা ভাবছে। সেই কারনেই ব্যাঙ্ক জাতীয়করণ আইন ১৯৭০ এবং ১৯৮০ এবং ব্যাঙ্ক কন্ট্রোল আইন ১৯৪৯ সংশোধন করতে চায় তারা। শুধু তাই নয়, অর্থমন্ত্রক সূত্রে জানা গেছে এই কাজ শুরু করা হয়েছে সরকারের তরফে এবং ব্যাঙ্কিং রেগুলেশন আইনের ড্রাফট তৈরির কাজও শুরু করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, লোকসভার আগামী মনসুন সেশনে মোদী সরকার এই বিল পাস করাতে চাইলেও বিরোধী দলগুলির তরফে এর বিরোধিতা করা হবে বলে জানা মনে করা হচ্ছে। যদিও সংখ্যাগরিষ্ঠতা থাকায় সরকার এই বিল পাস করাতে সক্ষম হবে বলেই মনে করা হচ্ছে। 

ভারত সরকার ইতিমধ্যেই বেসরকারীকরণের জন্য প্রাথমিক তালিকায় যে চারটি ব্যাঙ্ক রাখা হয়েছিল সেগুলি হল - ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ( Bank of Maharashtra) , ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (bank of India), ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ( Indian Overseas Ban)  এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India)। পরবর্তীকালে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বেশিরভাগ শেয়ার বিক্রি করার প্রস্তাব করে নীতি আয়োগ। 

এছাড়াও, BPCL-র বেসরকারিকরণ প্রক্রিয়াও দ্রুত শেষ করতে চায় সরকার। জানা গেছে, কেন্দ্রের হাতে থাকা BPCL-এর মাত্র ৫২.৩ শতাংশ শেয়ার বিক্রি করা হবে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File