India vs Australia T20 | ভারতের বোলারদের কাছে হার 'বিশ্বকাপ' জয়ী অস্ট্রেলিয়ার! 'নিয়মরক্ষার' ম্যাচে একাধিক নয়া নজির!

Monday, December 4 2023, 7:35 am
highlightKey Highlights

ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ সিরিজে জয় ভারতের। শেষ ওভারে ৪-১ এ ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ ২০২৩ সিরিজ জিতে নিলো সূর্যকুমার যাদবরা। সিরিজের শেষ ম্যাচে তৈরী হয় একাধিক কীর্তি।


ওডিআই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে তীরে এসে তরী ডুবেছিল ভারতের। ঘরের মাটিতে জয় করা হয়নি 'বিশ্বকাপ'। তবে সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে আগের ক্ষতর ওপর মলমের প্রলেপ লাগলো সূর্যকুমার যাদবরা। ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ ২০২৩ (India vs Australia T20 2023) সিরিজে ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে জয় পেল ভারতীয় ক্রিকেট দল! রবিবাসরীয় রাতে রুদ্ধশ্বাস ম্যাচে ৬ রানে জেতে সূর্যকুমার যাদবরা। হারা ম্যাচ জেতালেন মুকেশ কুমার এবং অর্শদীপ সিং।\

বিশ্বকাপ না জিতলেও ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ ২০২৩ সিরিজে জয় ভারতের 
বিশ্বকাপ না জিতলেও ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ ২০২৩ সিরিজে জয় ভারতের 

ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ (India vs Australia T20) এর পঞ্চম ম্যাচে টস জিতে সূর্যকুমারদের ব্যাট করতে পাঠান ওয়েড। শুরুতেই আসে সাফল্য। দ্রুত প্যাভিলিয়নে ফেরেন যশস্বী জসওয়াল (২১) এবং ঋতুরাজ গায়কোয়াড় (১০)। সেই সময় দলের রাশ টেনে ধরেন শ্রেয়স আইয়ার। অজি বোলিংয়ের দাপটে অবশ্য ধাক্কা খায় ভারতীয় মিডল অর্ডারও। ৬ রানেই আউট হন রিঙ্কু সিং । তবে জীতেশ শর্মা (২৪) এবং অক্ষর প্যাটেলের (৩১) সৌজন্যে টি২০ পয়েন্ট তালিকা ২০২৩ (T20 Points Table 2023) তে আরও অনেকটা রান যুক্ত হয়। লড়াই করার মতো রশদ পায় ভারত।

ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ ২০২৩ (India vs Australia T20 2023) এর শেষ ম্যাচের ১৭তম ওভারে পরপর দু'বলে জোড়া উইকেট নিয়ে ভারতকে ম্যাচে ফেরান মুকেশ। ১৯তম ওভারের প্রথম বলেই ম্যাচের নায়ক হতে পারতেন বাংলার পেসার। তখনই শেষ হয়ে যেতে পারত ম্যাচ। কিন্তু ম্যাথিউ ওয়েডের ক্যাচ ফস্কান ঋতুরাজ গায়কোয়াড়।‌ অবশ্য শেষ ওভারের প্রথম বল ওয়েডের মাথার ওপর দিয়ে যায়। কিন্তু ওয়াইড দেননি আম্পায়ার। তাতেই মনঃসংযোগ হারান অস্ট্রেলিয়ার অধিনায়ক। অর্শদীপের পরের বলে রান হয়নি। তৃতীয় বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে শ্রেয়সের হাতে ধরা পড়েন ওয়েড। 

ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ সিরিজে ৪-১ ব্যবধানে 'বিশ্বকাপ জয়ী' অস্ট্রেলিয়াকে   পরাজিত করলো সূর্যকুমার যাদবরা 
ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ সিরিজে ৪-১ ব্যবধানে 'বিশ্বকাপ জয়ী' অস্ট্রেলিয়াকে পরাজিত করলো সূর্যকুমার যাদবরা 

রবিবাসরীয় রাতে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium in Bengaluru) পঞ্চম টি-টোয়েন্টি কার্যত নিয়মরক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছিল। কারণ, রায়পুরে আগের ম্যাচে ভারত জিতে যাওয়াতেই সিরিজ অন্তত ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার। ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ পয়েন্ট তালিকা ২০২৩ (T20 Points Table 2023) এ ১৬১ রানের টার্গেট ছিল অজি দলের সামনে। ফলে ভারতীয় ব্যাটিংয়ের ব্যর্থতার জেরে দায়িত্ব অনেকখানি বেড়ে গিয়েছিল বোলারদের। একাই তিনটি উইকেট তুলে নেন বাংলার পেসার। তবে শেষ বেলায় একেবারে নায়ক হয়ে উঠলেন অর্শদীপ সিং। জিততে হলে শেষ ওভারে ১০ রান করতে হত অজিদের। ক্রিজে ছিলেন ওয়েডের মতো বিশ্বস্ত ফিনিশার। শুধু তাঁর উইকেটটি তুলে নেওয়াই নয়, ওই ওভারে মাত্র ৪ রান দিয়ে বিশ্বজয়ীদের রুখে দিলেন অর্শদীপ। আর সেই দৌলতেই ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ (India vs Australia T20) পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে শেষ করল টিম ইন্ডিয়া। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে রানের নিরিখে এটা ভারতের দ্বিতীয় সবচেয়ে কম ব্যবধানে জয়। এর আগে ২০১৮ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ রানে জিতেছিল ভারত। তবে এদিনের ম্যাচে হল একাধিক ক্রিকেটীয় কীর্তি।

 প্রথমে ব্যাট করে জয় ভারতের :

এর আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ম্যাচে পরে ফিল্ডিং করে চার ম্যাচের চারটিই হেরেছিল ভারত। তবে এই সিরিজে অবশ্য উলটপুরাণ। কারণ, ৪ ম্যাচে প্রথমে ব্যাট করে তিন ম্যাচ জিতেছে ভারত।

ভারতের বিরুদ্ধে সবচেয়ে বেশি রানের তালিকায় ওয়েড :

 রবিবার ভারতের বিরুদ্ধে ১৫ বলে ২২ রান করলেন ম্যাথু ওয়েড। ভারতের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রান রয়েছে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানের যা, ৫৯২ রান। দ্বিতীয় স্থানে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলের। ম্যাড ম্যাক্সের ঝুলিতে রয়েছে ৫৫৪ রান। ৫০০ রান করে তৃতীয় স্থানে রয়েছেন অ্যারন ফিঞ্চ। এরপর ৪৮৭ রান করে চার নম্বরে উঠে এলেন ওয়েড। ৪৭৫ রান করে পঞ্চম স্থানে রয়েছেন ইংল্যান্ডের জস বাটলার।

ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে ৪৮৭ রান করে চার নম্বরে উঠে এলেন ম্যাথু ওয়েড  
ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজে ৪৮৭ রান করে চার নম্বরে উঠে এলেন ম্যাথু ওয়েড  

টি-২০ ক্রিকেটে কোনও এক দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের তালিকায় ভারত :

টি-২০ ক্রিকেটে কোনও এক দলের বিরুদ্ধে আর এক দলের সবচেয়ে বেশি ম্যাচ জেতার নজির রয়েছে পাকিস্তানের। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ২০টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে পাকিস্তান। তবে এবার এই তালিকায় পাকিস্তানের পরেই উঠে এসেছে ভারতের নাম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে ভারত। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও অবশ্য সম সংখ্যক ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া।

দ্বিপাক্ষিক টি-২০ সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির :

টি-২০ সিরিজে নজির গড়লেন রবি বিষ্ণোই। কোনও দ্বিপাক্ষিক টি-২০ সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজির ছিল আর অশ্বিনের। ২০১৬ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে ৯ উইকেট নিয়েছিলেন অশ্বিন। বিষ্ণোই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে নিয়েছেন ৯ উইকেট।

শেষ ওভারে ১০ কিংবা তার বেশি রান করে জয় :

আগেই আর্শদীপ ৩ ওভারে ৩৭ রান দিয়ে ফেলেছিলেন। কিন্তু, শেষ ওভারে তিনি ১০ রান খুব সুন্দরভাবে রক্ষা করেন। মাত্র ৩ রান খরচ করেন তিনি। সেইসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের দ্বিতীয় বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে শেষ ওভারে ১০ কিংবা তার বেশি রান রক্ষা করতে পারলেন। ইতিপূর্বে এই কৃতিত্ব একমাত্র টিম ইন্ডিয়ার স্পিডস্টার জসপ্রীত বুমরাহই ছিল। ২০১৭ সালে নাগপুরে আয়োজিত টি-২০ ম্যাচে শেষ ওভারে যখন ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ৮ রান দরকার ছিল তখন ভারতীয় ক্রিকেট দলের পেস বোলার জসপ্রীত বুমরাহ মাত্র ২ রান খরচ করে ৫ রানে ভারতকে জেতান। এই ওভারে বুমরাহ জোড়া উইকেটও শিকার করেন।

 ভারতীয় ক্রিকেট দলের দ্বিতীয় বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে শেষ ওভারে ১০ কিংবা তার বেশি রান রক্ষা করে নজির গড়লেন আর্শদীপ
 ভারতীয় ক্রিকেট দলের দ্বিতীয় বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে শেষ ওভারে ১০ কিংবা তার বেশি রান রক্ষা করে নজির গড়লেন আর্শদীপ

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে থাকেন না বিরাট কোহলি, রোহিত শর্মারা। চোটের কারণে খেলতে পারবেন না হার্দিক পাণ্ডিয়াও। একই পরিস্থিতি ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও। ফলে নেতৃত্বের জন্য নির্বাচকরা ভরসা রেখেছিলেন সূর্যকুমারের উপরই। সেই ভরসা রেখে দেশকে জেতালেন যাদব।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File