ICC Cricket World Cup 2027 | অক্টোবর-নভেম্বর মাসে আয়োজিত হতে চলেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৭! ২০০৩ সালের ফরম্যাটে হবে টুর্নামেনট!
ওডিআই বিশ্বকাপ ২০২৩ এর শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০। তবে এই সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে কি না তা নিয়ে রয়েছে সংশয়। এদিকে অক্টোবর-নভেম্বর মাসে আয়োজিত হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৭।
ওডিআই বিশ্বকাপ ২০২৩ এ ঘরের মাঠেই অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারত। ক্রিকেট বিশ্বকাপ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই এবার ঘোষিত হলো আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৭ (ICC Cricket World Cup 2027) এর সূচি, নিয়ম। বর্তমানে সেই ভারত-অস্ট্রেলিয়ার মধ্যেই চলছে টি-২০ সিরিজের যুদ্ধ। অর্থাৎ বিশ্ব দরবারে নিজেদের প্রমাণ করার ফের আরেক সুযোগ। ইতিমধ্যেই ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ (India vs Australia T20) সিরিজে প্রথম ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৭ :
ওডিআই ক্রিকেট বিশ্বকাপ ২০২৭, ১৪ বছরে পা রাখতে চলেছে। জানা গিয়েছে, পরবর্তী আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৭ (ICC Cricket World Cup 2027) ওই বছর অক্টোবর-নভেম্বর মাসে আয়োজন কা হবে। জানা গিয়েছে, এই টুর্নামেন্ট যৌথভাবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়ায় আয়োজন করা হবে।যেহেতু দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়া ক্রিকেট বিশ্বকাপ ২০২৭ এর আয়োজক (Cricket World Cup 2027 Host) দেশ, সেকারণে স্বাভাবিকভাবেই এই দেশগুলো টুর্নামেন্টে সুযোগ পাবে। বাকি আটটা দল আইসিসি ওডিআই ব়্যাঙ্কিং অনুসারে সরাসরি সুযোগ পাবে। বাকি চারটে জায়গায় গ্লোবাল কোয়ালিফায়ার টুর্নামেন্টের বিচারে যোগ্যতা অর্জন করতে পারবে। তবে নামিবিয়া এই বিশ্বকাপ আয়োজন করলেও, তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে কি না, তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। কারণ তারা এখনও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্য হতে পারেনি। ফলে নামিবিয়াকেও এই যোগ্যতা অর্জনকারী পর্বের মধ্যে দিয়েই এগিয়ে যেতে হবে।
সূত্রের খবর, পরবর্তী একদিনের ক্রিকেট বিশ্বকাপে এই ১৪টি দলকে মোট দুটো গ্রুপে ভাগ করা হবে। প্রতিটা গ্রুপে সাতটি করে দল থাকবে। প্রত্যেক গ্রুপের শীর্ষ তিনটে দল সুপার সিক্স পর্যায়ে খেলবে। এরপর আসবে সেমিফাইনাল এবং ফাইনাল পর্বের হাত ধরে এই টুর্নামেন্টের বিজয়ী দলের নাম ঘোষণা করা হবে। গ্রুপ পর্যায়ে প্রতিটা দলকেই একে অপরের বিরুদ্ধে অন্তত একবার করে খেলতে হবে। উল্লেখ্য, ২০০৩ সালে এই ফরম্যাটেই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। এই নিয়ে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবোয় দ্বিতীয়বার বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে। ইতিপূর্বে ২০০৩ সালে তারা এই বিশ্ব জয়ের মহাযজ্ঞের আসর আয়োজন করেছিল। তবে এই প্রথমবার নামিবিয়া ক্রিকেট বিশ্বকাপ ২০২৭ এর আয়োজক (Cricket World Cup 2027 Host) হতে চলেছে।
ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০, ২০২৩ :
ওডিআই বিশ্বকাপ শেষ হওয়ার পর শুরু হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ ২০২৩ (India vs Australia T20 2023)। বিশাখাপত্তনমে আয়োজন করা হয়েছিল এই সিরিজের প্রথম ম্যাচ। যেখানে টিম ইন্ডিয়া ২ উইকেটে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয়। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং ঈশান কিষান (Ishan Kishan) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় উইকেটে ১১০ রানের পার্টনারশিপ গড়ে তুলেছেন। তবে পরের ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ (India vs Australia T20) ম্যাচ হবে কি না তা নিয়ে বর্তমানে তৈরী হয়েছে ধোঁয়াশা। কারণ বৃষ্টি!
অ্যাকুওয়েদার থেকে পাওয়া তথ্য অনুসারে, ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ ২০২৩ (India vs Australia T20 2023) দ্বিতীয় ম্যাচ চলাকালীন যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনকি এখনই বৃষ্টির কারণে স্টেডিয়ামে যথেষ্ট জল জমে গিয়েছে। ২৬সে নভেম্বর তিরুবনন্তপুরমে প্রায় ৫৫ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর আবহাওয়া অফিস সূত্রে। এদিন দিনের সর্বাধিক তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। তবে ম্যাচ চলাকালীন বৃষ্টি হবে কি না, সেটা ২৬ তারিখ সন্ধ্যাবেলাতেই বোঝা যাবে। যদি বৃষ্টির কারণে ম্যাচ স্থগিত হয়ে যায়, তাহলে দুটো দলের মধ্যে পয়েন্ট ভাগ হয়ে যাবে। সেক্ষেত্রে এই সিরিজে টিম ইন্ডিয়া ১-০ ব্যবধানে এগিয়ে থাকবে।
- অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের সূচি :
প্রথম টি-২০, ২৩ সে নভেম্বর, বৃহস্পতিবার বিশাখাপত্তনমের ওয়াইএসআর স্টেডিয়ামে।
দ্বিতীয় টি-২০, ২৬ সে নভেম্বর রবিবার, তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে।
তৃতীয় টি-২০ ২৮ সে নভেম্বর, মঙ্গলবারগুয়াহাটির বরসাপারা ক্রিকেট স্টেডিয়ামে।
চতুর্থ টি-২০ হবে ১লা ডিসেম্বর, শুক্রবার নাগপুরের বিদর্ভ ত্রিকেট স্টেডিয়ামে।
পঞ্চম টি-২০ হবে ৩রা ডিসেম্বর, রবিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেটার
- ওডিআই বিশ্বকাপ
- ক্রিকেট বিশ্বকাপ ২০২৩
- ক্রিকেট বিশ্বকাপ
- টি২০
- ভারত
- অস্ট্রেলিয়া
- অস্ট্রেলিয়া-ইন্ডিয়া
- ভারত বনাম অস্ট্রেলিয়া