India vs Australia T20 2023 | ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ সিরিজের চতুর্থ ম্যাচে অজিদের হারিয়ে সর্বোচ্চ টি২০ ম্যাচ জয়ের রেকর্ড গড়লো ভারত!

Monday, December 4 2023, 7:41 am
highlightKey Highlights

ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ ২০২৩ সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে ইতিহাস গড়লো ভারত। পাকিস্তানের রেকর্ড ভেঙে সর্বোচ্চ টি২০ ম্যাচ জয়ের রেকর্ড গড়লো ভারতীয় ক্রিকেট দল।


ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ ২০২৩ (India vs Australia T20 2023) সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে ইতিহাস গড়লো ভারত! টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ জেতার বিশ্ব রেকর্ড গড়ে ফেললো টিম ইন্ডিয়া। ১লা ডিসেম্বর, শুক্রবার ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ (India vs Australia T20) সিরিজে অজি দলকে হারিয়ে  টি টোয়েন্টিতে এক নতুন রেকর্ড গড়লেন সূর্যকুমার যাদবরা।

ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ ২০২৩ সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে ইতিহাস গড়লো ভারত
ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ ২০২৩ সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে ইতিহাস গড়লো ভারত

শুক্রবার রায়পুরে খেলা হয় ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ ২০২৩ (India vs Australia T20 2023) সিরিজের চতুর্থ ম্যাচ। ২০ রানে অস্ট্রেলিয়াকে হারানোর পরই সিরিজ পাকা করে ফেলেছে টিম ইন্ডিয়া। এদিন ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পরে, টিম ইন্ডিয়া রিঙ্কু সিং এবং জিতেশ শর্মার দুর্দান্ত ইনিংসের ভিত্তিতে নির্ধারিত ২০ ওভারে স্কোর বোর্ডে ১৭৪ রান তোলেন। রিঙ্কু ২৯ বলে ৪৬ রানের এবং জিতেশ ১৯ বলে ৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া দল ২০ ওভারে সাত উইকেট হারিয়ে মাত্র ১৫৪ রান করে। ওপেনার ট্র্যাভিস হেড (৩১) এবং অধিনায়ক ম্যাথিউ ওয়েড (৩৬) ছাড়া কোনও ব্যাটসম্যানই ৩০ রানের স্কোর অতিক্রম করতে পারেননি। ভারতের হয়ে অক্ষর প্যাটেল সর্বোচ্চ ৩ উইকেট নেন। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে তরুণ ক্রিকেটারদের দিয়ে দল সাজিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো সিনিয়র সদস্যদের বিশ্রাম দেওয়া হয়েছিল। এই সিরিজে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব রয়েছে সূর্যকুমার যাদবের ওপর। 

এদিন অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ জেতার বিশ্ব রেকর্ড ভারত নিজের নামে লিখে নিলো। উল্লেখ্য, এই ব্যপারে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া।ভারত বনাম অস্ট্রেলিয়া টি২০ (India vs Australia T20) সিরিজ শুরুর আগে, পাকিস্তান টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডটি দখল করেছিল।পাকিস্তান ১৩৫টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ জেতার বিশ্ব রেকর্ড ছিল। কিন্তু ভারত সিরিজ চলাকালীন তিনবার অজি দলকে হারিয়ে নতুন রেকর্ড তৈরি করেছে। টিম ইন্ডিয়া এই ফর্ম্যাটে ১৩৬ তম জয় নথিভুক্ত করেছে, পাশাপাশি বিশ্ব রেকর্ড তৈরি করেছে।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ জেতার বিশ্ব রেকর্ড গড়ে ফেললো টিম ইন্ডিয়া
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ জেতার বিশ্ব রেকর্ড গড়ে ফেললো টিম ইন্ডিয়া

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার সঙ্গে টি ২০ সিরিজের প্রথম দুই ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় দিয়ে যাত্রা শুরু করেছিল টিম ইন্ডিয়া। পরপর দুই ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিল ভারতীয় দল। তবে তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার মানতে হয়। সেই ম্যাচ জিতে সিরিজে ফিরেছিল অজি টিম। তবে ভারতের সিরিজ জয়ের জন্য খুব একটা বেশী নঅপেক্ষা করতে হয়নি। চতুর্থ ম্যাচেই অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে জয়ের সঙ্গেই পাকিস্তানের রেকর্ড ভেঙে দিয়ে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের মঞ্চে সর্বোচ্চ ১৩৬টি টি২০ ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে ভারতের।

সর্বোচ্চ আন্তর্জাতিক টি ২০ জয়ের রেকর্ড :

ভারত – ১৩৬

পাকিস্তান – ১৩৫

নিউ জিল্যান্ড – ১০৩

অস্ট্রেলিয়া – ৯৫

দক্ষিণ আফ্রিকা – ৯৫

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের মঞ্চে ভারত, পাকিস্তান ও নিউ জিল্যান্ডই ১০০টির ওপর টি টোয়েন্টি ম্যাচ জিতেছে। তাদের পরই চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। এবার এই তালিকাতেই সবার ওপরে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে ভারতীয় দল। চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাট রানে পৌঁছতে না পারলেও, জয় এসেছিল ভারতীয় দলের পক্ষেই। সেই ম্যাচেও ভারতের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন রিঙ্কু সিং। শেষ ম্যাচেও ভারত অস্ট্রেলিয়াকে হারাতে পারে কিনা সেটাই এখন দেখার। প্রসঙ্গত, টি ২০ ভারত বনাম অস্ট্রেলিয়া সময়সূচী  (India vs Australia Schedule) অনুযায়ী, সিরিজের পঞ্চম ম্যাচ রয়েছে আগামীকাল, ৩রা ডিসেম্বর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File