খেলাধুলা

India vs Australia T20 | ওডিআইতে হারের পর ঘুরে দাঁড়ানোর পালা! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতের নয়া টিম! ৭ মাস পরেই বিশ্বকাপ!

India vs Australia T20 | ওডিআইতে হারের পর ঘুরে দাঁড়ানোর পালা! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতের নয়া টিম! ৭ মাস পরেই বিশ্বকাপ!
Key Highlights

ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই ২০২৩ বিশ্বকাপ ফাইনালে ভারতকে ঘরের মাঠে পরাজিত করে অস্ট্রেলিয়া। তবে সেই বদলা নেওয়ার সুযোগ ফের ভারত পাবে ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ সিরিজে। দেখুন কবে থেকে শুরু হবে এই সিরিজ,করে বা থাকবে টিম ইন্ডিয়ায়।

বিশ্বকাপ ২০২৩ ফাইনালে অস্ট্রেলয়ার কাছে ঘরের মাঠেই পরাজিত হয় ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ ইন্ডিয়া স্কোয়াড (ODI World Cup 2023 India Squad)। গোটা বিশ্বকাপে অপরাজিত থেকে ফাইনালে অজিদের কাছে হারের পর হতাশ টিম ইন্ডিয়া। তবে এখন ভেঙে পড়লে হবে না। ফের আত্মবিশ্বাস যোগান করে নামতে হবে লড়াইয়ের মাঠে। কারণ বিশ্বকাপ শেষ হওয়ার দিন চারেকের মধ্যে সেই অজিবাহিনীর বিরুদ্ধেই ২২ গজের মাঠে খেলতে নামবে টিম ইন্ডিয়া। চলতি মাসের ২৩ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ (India vs Australia T20)। পাশাপাশি, ৭ মাস পরেই শুরু হবে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) ও! অর্থাৎ আরেকটা সুযোগ বিশ্ব দরবারে নিজেদের ক্ষমতা, দক্ষতা প্রমাণ করার।

২৩ সে নভেম্বর অর্থাৎ আগামী শুক্রবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বল গড়াতে চলেছে। বিশ্বকাপ শেষ হওয়ার ঠিক চারদিনের মধ্যেই মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। এই সিরিজ পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। দক্ষিণ আফ্রিকায় ১০ই ডিসেম্বর থেকে ৭ই জানুয়ারি পর্যন্ত থাকবে টিম ইন্ডিয়া। দুই দেশ তিনটি টি-২০, তিনটি ওয়ানডে ও দু'টি টেস্ট খেলবে। আবার দক্ষিণ আফ্রিকা সফর শেষ হওয়ার চারদিনের মধ্যে শুরু হয়ে যাবে ভারত-আফগানিস্তান খেলবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। এরপর জানুয়ারির শেষ থেকে মার্চের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলবে ভারত-ইংল্য়ান্ড পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ।

ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ :

ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ (India vs Australia T20) এর প্রথম ম্যাচ আয়োজিত হতে চলেছে বিশাখাপত্তনমে। উল্লেখ্য এই সিরিজে যদিও টিম ইন্ডিয়া হিসেবে সম্পূর্ণ ওডিআই ওয়ার্ল্ড কাপ ২০২৩ ইন্ডিয়া স্কোয়াড (ODI World Cup 2023 India Squad) খেলবে না। এক ক্রীড়া ওয়েবসাইটের সূত্র অনুযায়ী, এই সিরিজে ভারতকে নেতৃত্ব রোহিত শর্মা নয় দায়িত্ব পাচ্ছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। পাশাপাশি সহ অধিনায়কত্ব করবেন ঋতুরাজ গায়কোয়াড়। শ্রেয়স আইয়ার ভারতীয় দলে সহ-অধিনায়ক হিসেবে যোগ দেবেন শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য। অন্যদিকে, চোটের জন্য এই সিরিজে খেলতে পারবেন না হার্দিক পাণ্ডিয়া। বিশ্বকাপ ২০২৩ এ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন হার্দিক। ফলে ভারত বনাম অস্ট্রেলিয়া ২০২৩ (India vs Australia 2023) ওডিআই বিশ্বকাপ ফাইনালেও খেলতে পারেননি তিনি।

উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিশ্বকাপে একেবারেই ফ্লপ সূর্যকুমার। তবে টি-২০-তে তাঁর অতীত রেকর্ড মন্দ নয়। তাই এবার ব্যাটিংয়ের পাশাপাশি নেতা হিসেবেও নজর থাকবে তাঁর দিকে। ভারত বনাম অস্ট্রেলিয়া ২০২৩ (India vs Australia 2023) ওডিআই বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়ার হয়ে যে পনেরো জনের দল খেলেছিল তার থেকে মাত্র তিনজনকে গোটা সিরিজের জন্য দলে রাখা হয়েছে। তাঁরা হলেন সূর্যকুমার, ঈশান কিষাণ ও প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁদের মধ্যে ঈশান কিষাণ ওডিআই বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচ খেলেছিলেন। প্রসিদ্ধ কোনও ম্যাচই খেলেননি। হার্দিক চোট পেয়ে ছিটকে যাওয়ার পর তাঁর পরিবর্ত হিসাবে দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন। অন্যদিকে বিশ্বকাপের প্রাথমিক দলে থাকলেও কোয়াড্রিসেপস পেশিতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন অক্ষর পটেল। বিশ্বকাপের দলে তাঁর পরিবর্তে সুযোগ পান আর অশ্বিন। তবে বাঁহাতি স্পিনার অক্ষর বর্তমানে সুস্থ। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে ফিরেছেন। বিশ্বকাপের আগে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে টি-টেয়োন্টি সিরিজে খেললেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুযোগ পাননি সঞ্জু স্যামসন ও বাংলার শাহবাজ আমেদ। ঋষভ পন্থ এখনও ম্যাচ ফিট নন। তাঁকেও রাখা হয়নি দলে।

  • ভারত বনাম অস্ট্রেলিয়া টি-২০ তে ঘোষিত ভারতীয় দল:

সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (সহ অধিনায়ক), ইশান কিষান, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান, মুকেশ কুমার।

  • অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের সূচি :

প্রথম টি-২০ হবে ২৩ সে নভেম্বর, বৃহস্পতিবার বিশাখাপত্তনমের ওয়াইএসআর স্টেডিয়ামে। দ্বিতীয় টি-২০ হবে ২৬ সে নভেম্বর রবিবার, তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে। তৃতীয় টি-২০ হবে ২৮ সে নভেম্বর, মঙ্গলবারগুয়াহাটির বরসাপারা ক্রিকেট স্টেডিয়ামে। চতুর্থ টি-২০ হবে ১লা ডিসেম্বর, শুক্রবার নাগপুরের বিদর্ভ ত্রিকেট স্টেডিয়ামে। পঞ্চম টি-২০ হবে ৩রা ডিসেম্বর, রবিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে।

টি-২০ বিশ্বকাপ ২০২৪ :

আইসিসি বিশ্বকাপ ফাইনাল (ICC World Cup Final) এ পরাজিত হলেও নতুন বছরেই ভারতের কাছে ফের সুযোগ রয়েছে ঘুরে দাঁড়ানোর। কারণ আর ৭ মাস পরেই আয়োজিত হতে চলেছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup)। ২০২৪ সালের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। তবে সূত্রের খবর অস্ট্রেলিয়া-ভারতের টি-২০ সিরিজের মতো টি-২০ বিশ্বকাপেও পরিবর্তন হবে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা। অনেকেই মনে করছেন আইসিসি বিশ্বকাপ ফাইনাল (ICC World Cup Final) এ খেলা বিশ্বকাপের দলে থাকা বেশির ভাগ ক্রিকেটারই থাকবে না টি-২০ বিশ্বকাপ ২০২৪ (T20 World Cup 2024) এর দলে।

বিরাট কোহলি ও রোহিত শর্মা ২০২২ সালের নভেম্বরের পর থেকে কোনও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। বয়স বিবেচনায় মহম্মদ শামিরও টি-২০ বিশ্বকাপে খেলার বিষয়টি নিশ্চিত নয়। এক বছর ধরে কোনও টি-টোয়েন্টি ম্যাচও খেলেননি তিনি। গত এক বছর ধরে টি-টোয়েন্টি দলের বাইরে রয়েছেন তারা।

অন্যদিকে, ২০২৩ সালে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ভারতীয় ক্রিকেটারদের তালিকায় শীর্ষে রয়েছেন অর্শদীপ সিং। সবচেয়ে বেশি ১৫টি ম্যাচ খেলেছেন তিনি। এ ছাড়া হার্দিক পান্ডিয়া, শুভমান গিল ও সূর্যকুমার যাদব খেলেছেন ১১টি করে ম্যাচ। তরুণ তিলক বর্মাও ১০ ম্যাচে সুযোগ পেয়েছেন। ওপেনিংয়ে শুভমান গিল ছাড়াও টি-টোয়েন্টি দলে জায়গা পেতে পারেন যশস্বী জয়সওয়াল, ঈশান কিষাণ ও ঋতুরাজ গায়কওয়াড়। শ্রেয়স আইয়ার ওডিআই বিশ্বকাপে ২টি সেঞ্চুরি করলেও তাঁরও টি-২০ বিশ্বকাপের দলে ঢোকার জন্য কঠিন লড়াই করতে হবে। অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও শিবম দুবেকে রাখা হতে পারে। পেস বোলিংয়ে থাকতে পারেন জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা ও মহম্মদ সিরাজ। স্পিন বিভাগে থাকতে পারেন রবি বিষ্ণেই ও যুজবেন্দ্র চাহল। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্বাচিত ১৫ সদস্যের দল থেকে বাদ পড়তে পারেন অনেক সিনিয়ার খেলোয়াড়। পাশাপাশি কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদও শেষ। ফলে নতুন কোচও পেতে পারে ভারত।

প্রসঙ্গত, প্রথমবার ভারতে আয়োজিত হোয়েডছিলো ওডিআই ক্রিকেট বিশ্বকাপ। ক্রিকেট প্রেমী দেশে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট আয়োজিত হওয়ায় স্বাভাবিকভাবেই সকল ভারতবাসী উত্তেজিত ছিলেন। তবে ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই ২০২৩ (India vs Australia ODI 2023) বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয়ের পর ভেঙে পড়েছে টিম ইন্ডিয়া-সহ দেশবাসী। এখনও যেন ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই ২০২৩ (India vs Australia ODI 2023) বিশ্বকাপ ফাইনালের হারের ক্ষত মেটেনি। তবে এই ক্ষতের ওপর কিছুটা মলমের কাজ করতে পারে আসন্ন ক্রিকেট মহারণগুলি। প্রসঙ্গত, ২০২৭ সালে ফের ওয়ান ডে বিশ্বকাপ (ODI Cricket World Cup 2027) আয়োজিত হবে। সেই বিশ্বকাপের আসর বসতে চলেছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয় ও নামিবিয়ায়। এর আগে ২০০৩ সালে বিশ্বকাপের আসর বসেছিল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়েতে। তবে এই প্রথমবার নামিবিয়া বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। মোট ১৪টি দেশ অংশ নিচ্ছে আসন্ন টুর্নামেন্টে। ২০২৭ সালের অক্টোবর, নভেম্বরে বসবে এই টুর্নামেন্টের আসর।


Cyclone Remal | মে-মাসের শেষে বঙ্গে ঘূর্ণিঝড়ের আতঙ্ক! আমফান-আয়লার থেকেও কি বেশি তান্ডব চালাবে সাইক্লোন রেমাল?
CEOs in India | কারুর বেতন ৩০ কোটি তো কারুর ৮২কোটি! জানুন ভারতের সর্বোচ্চ বেতন প্রাপ্ত সিইও কারা!
Router WiFi | রাউটার হ্যাক হয়ে হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি! সতর্ক করলো কেন্দ্রীয় সংস্থা CERT-IN! WiFi সুরক্ষিত রাখতে কী করবেন?
Taam Ja' Blue Hole | জলের মধ্যে বিশালাকার, গভীর গর্ত! সিঙ্কহোলের গভীরে রয়েছে কোন রহস্য এখনও সম্ভব হয়নি আবিষ্কার করা!
স্বনামধন্য লেখিকা লীলা মজুমদারের জীবনী | Biography of Leela Majumdar
কর্নফ্লাওয়ার অর্থ কি ? কর্নফ্লাওয়ার এর উপকারিতা | Benefits of Cornflower in Bengali
পৃথিবীর সপ্তম আশ্চর্যের নাম ও ছবি | 7 wonders of the world in Bengali | পৃথিবীর সপ্তাশ্চর্য