Apache Helicopter | চলতি মাসেই ৩টি ‘উড়ন্ত ট্যাঙ্ক’ পাবে ভারত! প্রথম ব্যাচ এলেই পাঠানো হবে পাক সীমান্তে!

Wednesday, July 2 2025, 2:08 pm
highlightKey Highlights

দীর্ঘ ১৫ মাস অপেক্ষার পর অবশেষে ভারতের হাতে আসছে অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার!


শক্তি বাড়লো ভারতের বায়ুসেনার। দীর্ঘ ১৫ মাস অপেক্ষার পর অবশেষে ভারতের হাতে আসছে অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার! এই হেলিকপ্টারগুলো ‘ট্যাঙ্ক কিলার’ বা ‘উড়ন্ত ট্যাঙ্ক’ নামেও পরিচিত। কারণ, এর মধ্যে রয়েছে হেলফায়ার মিসাইল! বিশ্বে মোট ১৭টি দেশ এই কপ্টার ব্যবহার করে।বর্তমানে ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে ২২টি অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার। তবে চলতি মাসেই আরও তিনটি অ্যাপাচে আমেরিকা থেকে আসবে ভারতের হাতে। জানা গিয়েছে, প্রথম ব্যাচের অ্যাপাচেগুলি পাঠানো হবে পাক সীমান্তে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File