DA | এবারও ডিএ দিল না রাজ্য, সুপ্রিম কোর্টের কাছে আরও ৬ মাস সময় চাইলো সরকার!
Friday, June 27 2025, 10:40 am
Key Highlightsআজ, ২৭ মে শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হলেও দেওয়া হলো না ২৫ শতাংশ বকেয়া ডিএ।
সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এবারও ডিএ দিল না রাজ্য সরকার। আজ, ২৭ মে শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হলেও দেওয়া হলো না ২৫ শতাংশ বকেয়া ডিএ। মহার্ঘ্য ভাতার টাকা এখনই দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে শীর্ষ আদালতের কাছে আরও ছয় মাস সময় চাইলো রাজ্য সরকার। রাজ্যের লিখিত আবেদনে যুক্তি দেওয়া হয়েছে, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি জানাতে পারেন না রাজ্য সরকারের কর্মীরা। রাজ্যের আর্থিক সমস্যার কথাও উল্লেখ করা হয়েছে ওই আবেদনে। রাজ্যের ফাইল করা পিটিশন কপি কর্মচারীদের কাছে পাঠানো হয়েছে।

